EPL: চেলসিকে হারিয়ে খেতাবের দৌড়ে আর্সেনালকে ধাওয়া সিটির

চলতি মরসুমে প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন হওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। বৃহস্পতিবার রাতে চেলসির বিরুদ্ধে ম্যাচের পর সম্ভাবনা আবারও চাগিয়ে তুলেছে সিটিজেনরা। গানারদের ধরে ফেলার আশায় বুক বাঁধছেন গুয়ার্দিওলা।

| Edited By: | Updated on: Jan 06, 2023 | 3:55 PM
বৃহস্পতিবার কনকনে শীতের রাতে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। (ছবি:টুইটার)

বৃহস্পতিবার কনকনে শীতের রাতে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। (ছবি:টুইটার)

1 / 6
চিরপ্রতিদ্বন্দ্বী চেলসির ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে গোলের মুখ খোলে ম্যাঞ্চেস্টার সিটি। ৬৩ মিনিটে গোল করেন রিয়াদ মাহরেজ। (ছবি:টুইটার)

চিরপ্রতিদ্বন্দ্বী চেলসির ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে গোলের মুখ খোলে ম্যাঞ্চেস্টার সিটি। ৬৩ মিনিটে গোল করেন রিয়াদ মাহরেজ। (ছবি:টুইটার)

2 / 6
ম্যাচে একমাত্র গোল রিয়াদ মাহরেজের। তাঁর একটি গোলেই গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। (ছবি:টুইটার)

ম্যাচে একমাত্র গোল রিয়াদ মাহরেজের। তাঁর একটি গোলেই গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। (ছবি:টুইটার)

3 / 6
বৃহস্পতিবারের ম্যাচের আগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে দ্বিতীয় স্থানাধিকারী ম্যাঞ্চেস্টার সিটির পয়েন্টের ব্যবধান ছিল ৮। গানাররা ধরাছোঁয়ার বাইরে পৌঁছে গিয়েছে বলে মন্তব্যও করেন গুয়ার্দিওলা। তবে চেলসিকে হারিয়ে লিগ খেতাবের দৌড়ে আর্সেনালকে ধাওয়া করার আত্মবিশ্বাস পেয়ে গিয়েছেন আর্লিং হালান্ডরা।(ছবি:টুইটার)

বৃহস্পতিবারের ম্যাচের আগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে দ্বিতীয় স্থানাধিকারী ম্যাঞ্চেস্টার সিটির পয়েন্টের ব্যবধান ছিল ৮। গানাররা ধরাছোঁয়ার বাইরে পৌঁছে গিয়েছে বলে মন্তব্যও করেন গুয়ার্দিওলা। তবে চেলসিকে হারিয়ে লিগ খেতাবের দৌড়ে আর্সেনালকে ধাওয়া করার আত্মবিশ্বাস পেয়ে গিয়েছেন আর্লিং হালান্ডরা।(ছবি:টুইটার)

4 / 6
শীর্ষস্থানে থাকা আর্সেনালের পয়েন্ট এখন ৪৪। ম্যাঞ্চেস্টার সিটি এখন ৩৯ পয়েন্টে রয়েছে। অর্থাৎ ৫ পয়েন্টের ফারাক। (ছবি:টুইটার)

শীর্ষস্থানে থাকা আর্সেনালের পয়েন্ট এখন ৪৪। ম্যাঞ্চেস্টার সিটি এখন ৩৯ পয়েন্টে রয়েছে। অর্থাৎ ৫ পয়েন্টের ফারাক। (ছবি:টুইটার)

5 / 6
আর্সেনালকে ধরতে হলে লিগের শেষের দিকের ম্যাচগুলিতে অপ্রতিরোধ্য হয়ে উঠতে হবে ম্যাঞ্চেস্টার সিটিকে। ২০০৮ সাল থেকে প্রিমিয়র লিগে সাফল্য পেয়ে আসছে সিটি। এ বার কাজটা কঠিন মনে হলেও অসম্ভব নয়।  (ছবি:টুইটার)

আর্সেনালকে ধরতে হলে লিগের শেষের দিকের ম্যাচগুলিতে অপ্রতিরোধ্য হয়ে উঠতে হবে ম্যাঞ্চেস্টার সিটিকে। ২০০৮ সাল থেকে প্রিমিয়র লিগে সাফল্য পেয়ে আসছে সিটি। এ বার কাজটা কঠিন মনে হলেও অসম্ভব নয়। (ছবি:টুইটার)

6 / 6
Follow Us: