US Open 2022: কোর্টে ঢুকেই দৌড় স্কোরবোর্ডের দিকে, স্পটলাইটে সামান্থার ২ বছরের মেয়ে
চলতি ইউএস ওপেনে মিক্সড ডাবলসের শেষ-১৬-র ম্যাচে জিতেছে অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুর-ম্যাথু এবডেন জুটি। জেসিকা পেগুলা-অস্টিন ক্রাজিসেককে ৭-৬ (৭-৪), ৬-৪ হারাল স্টোসুর-এবডেন। ম্যাচের শেষে ঘটল এক মিষ্টি ঘটনা। মা কোর্টে, খুদে জেনেভি ছুট্টে গেল স্কোরবোর্ডের দিকে। ইউএস ওপেনেরর শেয়ার করা সেই ভিডিও দেখে নেটিজ়েনরা বলছেন, 'মিষ্টি মুহূর্ত'।
Most Read Stories