AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Omkareshwar Jyotirlinga Temple: এখানে মাথা ঠুকে আশীর্বাদ নেন বলিউডের তারকারাও! শ্রাবণ মাসে নয়া নিয়ম চালু এই জ্যোতির্লিঙ্গ মন্দিরে

Sawan 2023: প্রাচীন রীতি মেনে, শ্রাবণ মাসের প্রতি সোমবার ওমকারেশ্বররে মহাযাত্রা অনুষ্ঠিত হবে। এই সময় ভোলেনাথ ভক্তদের মাঝে পালকিতে চড়ে শহর পরিক্রমা করেন। আগামী ২৮ অগস্ট হল শ্রাবণ মাসের শেষ সোমবার।

| Edited By: | Updated on: Jul 06, 2023 | 5:02 PM
Share
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, ১৯ বছরে এক অলৌকিক ও কাকতালীয় ঘটনার জেরে এক নয়, দুমাস ধরে পালিত হবে শিবের প্রিয় মাস। ৪ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস। এই পবিত্র মাসে মো আটটি সোমবার পড়েছে। তাই এই আট সোমবার মহাযাত্রা অনুষ্ঠিত দেশের অন্যতম জ্যোতির্লিঙ্গ মন্দিরে।

হিন্দু ক্যালেন্ডার অনুসারে, ১৯ বছরে এক অলৌকিক ও কাকতালীয় ঘটনার জেরে এক নয়, দুমাস ধরে পালিত হবে শিবের প্রিয় মাস। ৪ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস। এই পবিত্র মাসে মো আটটি সোমবার পড়েছে। তাই এই আট সোমবার মহাযাত্রা অনুষ্ঠিত দেশের অন্যতম জ্যোতির্লিঙ্গ মন্দিরে।

1 / 9
বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে দুটি জ্যোতির্লিঙ্গ রয়েছে মধ্যপ্রদেশের উজ্জয়িনী ও ওমকারেশ্বরে। শ্রাবণ মাসকে সামনে রেখে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির নতুন সাজে সেজে উঠেছে। ভক্তদের বিশেষ সুবিধার্থে মন্দিরে নতুন নিয়ম চালু করেছে মন্দির প্রশাসন।

বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে দুটি জ্যোতির্লিঙ্গ রয়েছে মধ্যপ্রদেশের উজ্জয়িনী ও ওমকারেশ্বরে। শ্রাবণ মাসকে সামনে রেখে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির নতুন সাজে সেজে উঠেছে। ভক্তদের বিশেষ সুবিধার্থে মন্দিরে নতুন নিয়ম চালু করেছে মন্দির প্রশাসন।

2 / 9
প্রাচীন রীতি মেনে, শ্রাবণ মাসের প্রতি সোমবার ওমকারেশ্বররে মহাযাত্রা অনুষ্ঠিত হবে। এই সময় ভোলেনাথ ভক্তদের মাঝে পালকিতে চড়ে শহর পরিক্রমা করেন। আগামী ২৮ অগস্ট হল শ্রাবণ মাসের শেষ সোমবার।

প্রাচীন রীতি মেনে, শ্রাবণ মাসের প্রতি সোমবার ওমকারেশ্বররে মহাযাত্রা অনুষ্ঠিত হবে। এই সময় ভোলেনাথ ভক্তদের মাঝে পালকিতে চড়ে শহর পরিক্রমা করেন। আগামী ২৮ অগস্ট হল শ্রাবণ মাসের শেষ সোমবার।

3 / 9
১১ সেপ্টেম্বর, ভাদ্র মাসের দ্বিতীয় সোমবার ওমকার পর্বত প্রদক্ষিণ করবেন। এই পবিত্র মাসে এই জনপ্রিয় ও বিখ্যাত জ্যোতির্লিঙ্গ মন্দিরে শিবের পুজো দিতে লক্ষাধিক ভক্তের ভিড় হয়। এবারে প্রায় ১০ লক্ষেরও বেশি ভক্তের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। তৈরি করা হয়েছে পূণ্যার্থী শিবির।

১১ সেপ্টেম্বর, ভাদ্র মাসের দ্বিতীয় সোমবার ওমকার পর্বত প্রদক্ষিণ করবেন। এই পবিত্র মাসে এই জনপ্রিয় ও বিখ্যাত জ্যোতির্লিঙ্গ মন্দিরে শিবের পুজো দিতে লক্ষাধিক ভক্তের ভিড় হয়। এবারে প্রায় ১০ লক্ষেরও বেশি ভক্তের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। তৈরি করা হয়েছে পূণ্যার্থী শিবির।

4 / 9
শ্রাবণ মাসে ভক্তরা যাতে সঠিকভাবে দর্শন করতে পারেন, তার জন্য বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে প্রশাসন। মন্দির ট্রাস্ট আগেই জানিয়ে দিয়েছে, শ্রাবণের এই ২ মাস দর্শনের জন্য কোনও অনলাইন বুকিং পরিষেবা রাখা হবে না। শনি, রবিবার ও সোমবার কোনও ভিআইপি দর্শনের কোনও ব্যবস্থা রাখা হয়নি।

শ্রাবণ মাসে ভক্তরা যাতে সঠিকভাবে দর্শন করতে পারেন, তার জন্য বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে প্রশাসন। মন্দির ট্রাস্ট আগেই জানিয়ে দিয়েছে, শ্রাবণের এই ২ মাস দর্শনের জন্য কোনও অনলাইন বুকিং পরিষেবা রাখা হবে না। শনি, রবিবার ও সোমবার কোনও ভিআইপি দর্শনের কোনও ব্যবস্থা রাখা হয়নি।

5 / 9
সকাল ৯ টা পর্যন্ত মন্দিরে ফুল, বেলপাতা ও অভিষেক নিবেদনের ব্যবস্থা করা হবে। মন্দির চত্বরে কোনও অনুপ্রবেশকারী পণ্ডিত ও পুরোহিতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে পণ্ডিতদের দ্বারা অভিষেক করাতে পারবেন ভক্তরা।

সকাল ৯ টা পর্যন্ত মন্দিরে ফুল, বেলপাতা ও অভিষেক নিবেদনের ব্যবস্থা করা হবে। মন্দির চত্বরে কোনও অনুপ্রবেশকারী পণ্ডিত ও পুরোহিতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে পণ্ডিতদের দ্বারা অভিষেক করাতে পারবেন ভক্তরা।

6 / 9
হিন্দুশাস্ত্র অনুসারে, বিন্ধ্যাচল পর্বতমালার রক্ষক ও সুরবৃন্দ পাপমোচন করার জন্য ভোলেনাথকে প্রসন্ন করেছিলেন। সেখানে বালি ও পলিমাটি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করেছিলেন। তার কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে দুটি রূপে আত্মপ্রকাশ করেছিলেন। একটি রূপ হল ওমকারেশ্বর, অপরটি হল অমরেশ্বর।

হিন্দুশাস্ত্র অনুসারে, বিন্ধ্যাচল পর্বতমালার রক্ষক ও সুরবৃন্দ পাপমোচন করার জন্য ভোলেনাথকে প্রসন্ন করেছিলেন। সেখানে বালি ও পলিমাটি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করেছিলেন। তার কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে দুটি রূপে আত্মপ্রকাশ করেছিলেন। একটি রূপ হল ওমকারেশ্বর, অপরটি হল অমরেশ্বর।

7 / 9
নদীগর্ভের পলিমাটি ঘণীভূত হয়ে এখানেই ওঁ আকৃতি ধারণ করে ওমকারেশ্বর আত্মপ্রকাশ করেছিলেন। মন্দিরে রয়েছে পার্বতী ও একটি পঞ্চমুখী গণেশের মূর্তি। ওমকারেশ্বর মন্দিরের কাছাকাছি রয়েছে শঙ্করাচার্যের গুহা। এখানেই রয়েছে গুরু গোবিন্দ পদের সাক্ষাত্‍ পাওয়া যায়।

নদীগর্ভের পলিমাটি ঘণীভূত হয়ে এখানেই ওঁ আকৃতি ধারণ করে ওমকারেশ্বর আত্মপ্রকাশ করেছিলেন। মন্দিরে রয়েছে পার্বতী ও একটি পঞ্চমুখী গণেশের মূর্তি। ওমকারেশ্বর মন্দিরের কাছাকাছি রয়েছে শঙ্করাচার্যের গুহা। এখানেই রয়েছে গুরু গোবিন্দ পদের সাক্ষাত্‍ পাওয়া যায়।

8 / 9
এই গুহা ওমকারেশ্বর মন্দিরের নীচেই রয়েছে। সেখানে আদি শঙ্করাচার্যের মূর্তিও অবস্থিত। সমুদ্রের মাঝে দ্বীপে এই ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরকে অপূ্র্ব দেখায়।

এই গুহা ওমকারেশ্বর মন্দিরের নীচেই রয়েছে। সেখানে আদি শঙ্করাচার্যের মূর্তিও অবস্থিত। সমুদ্রের মাঝে দ্বীপে এই ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরকে অপূ্র্ব দেখায়।

9 / 9