বিশ্বজুড়ে বিয়ার প্রেমীর সংখ্যা নিতান্ত কম নয়। গরম হোক বা শীত- এক বোতল বিয়ার পেলে অনেকেরই আর কিছু লাগে না। চা, কফির পরই কিন্তু বিশ্বজুড়ে জনপ্রিয় পানীয়ের তালিকার নিরিয়ে তৃতীয় স্থানেই রয়েছে বিয়ার। দীর্ঘ পরিশ্রমের পর কিংবা সপ্তাহন্তে ক্লান্তি দূর করতে বিয়ারকেই পরম বন্ধু মনে করেন অনেকে। আবার এমনও কিছু মানুশ আছেন যাঁদের রোজকারের ডায়েটে এক গ্লাস বিয়ার থাকবেই। বিয়ারের মধ্যে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। সেই সঙ্গে ত্বক ও চুলের পরিচর্যায় বিয়ারের ব্যবহার রয়েছে। কিন্তু রোজ রোজ বিয়ার খাওয়াও শরীরের পক্ষে মোটেই ভাল নয়।