Tokyo Olympics 2020: ছবিতে দেখুন, শনিবার টোকিওয় ভারতীয় অ্যাথলিটদের সাফল্য ও ব্যর্থতা

Summer Olympics 2020: টোকিও অলিম্পিক (Tokyo Olympics) থেকে দেশকে প্রথম পদক এনে দিয়েছেন মীরাবাই চানু (Mirabai Chanu)। এদিন নজরে ছিল অনেক ইভেন্ট। পদক জয়ের আশা ছিল শুটিং, আর্চারিতে। আশা-নিরাশায় শুরু হল ভারতের পদক জয়ের অভিযান। এক নজরে দেখুন ২৪ জুলাই টোকিওয় কোন ইভেন্টে হতাশ করলেন ও সফল হলেন ভারতীয় অ্যাথলিটরা (Indian athletes)।

| Edited By: | Updated on: Jul 24, 2021 | 9:35 PM
টোকিও অলিম্পিকে মেয়েদের ৪৯ কেজি ভারোত্তলন বিভাগে ভারতকে রুপো এনে দিলেন মীরাবাই চানু (Mirabai Chanu)।(সৌজন্যে-টুইটার)

টোকিও অলিম্পিকে মেয়েদের ৪৯ কেজি ভারোত্তলন বিভাগে ভারতকে রুপো এনে দিলেন মীরাবাই চানু (Mirabai Chanu)।(সৌজন্যে-টুইটার)

1 / 12
কিউয়িদের বিরুদ্ধে জয় দিয়ে টোকিও যাত্রা শুরু করল ভারতীয় পুরুষ হকি দল (Indian Men's Hockey Team)। (সৌজন্যে-টুইটার)

কিউয়িদের বিরুদ্ধে জয় দিয়ে টোকিও যাত্রা শুরু করল ভারতীয় পুরুষ হকি দল (Indian Men's Hockey Team)। (সৌজন্যে-টুইটার)

2 / 12
টোকিও অলিম্পিকে ছেলেদের টেনিস (tennis) সিঙ্গলসের প্রথম রাউন্ডে জিতলেন ভারতের সুমিত নাগাল (Sumit Nagal)। (সৌজন্যে-টুইটার)

টোকিও অলিম্পিকে ছেলেদের টেনিস (tennis) সিঙ্গলসের প্রথম রাউন্ডে জিতলেন ভারতের সুমিত নাগাল (Sumit Nagal)। (সৌজন্যে-টুইটার)

3 / 12
টেবিল টেনিসে মেয়েদের সিঙ্গলসে সুইডেনের লিন্ডা বার্গস্ট্রোয়েমকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন বঙ্গতনয়া সুতীর্থা মুখোপাধ্যায় (Sutirtha Mukherjee)। (সৌজন্যে-টুইটার)

টেবিল টেনিসে মেয়েদের সিঙ্গলসে সুইডেনের লিন্ডা বার্গস্ট্রোয়েমকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন বঙ্গতনয়া সুতীর্থা মুখোপাধ্যায় (Sutirtha Mukherjee)। (সৌজন্যে-টুইটার)

4 / 12
ব্যাডমিন্টনে ছেলেদের ডাবলসের প্রথম ম্যাচে চিনা তাইপেই ইয়াং লি ও লি-লিন ওয়াং জুটিকে হারালেন ভারতের সাত্বিকরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেঠী (Chirag Shetty) জুটি। (সৌজন্যে-টুইটার)

ব্যাডমিন্টনে ছেলেদের ডাবলসের প্রথম ম্যাচে চিনা তাইপেই ইয়াং লি ও লি-লিন ওয়াং জুটিকে হারালেন ভারতের সাত্বিকরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেঠী (Chirag Shetty) জুটি। (সৌজন্যে-টুইটার)

5 / 12
মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্যর্থ এলাভেনিল ভালারিভেন (Elavenil Valarivan)। যোগ্যতা অর্জন পর্বে ১৬ নম্বরে শেষ করলেন এলাভেনিল। (সৌজন্যে-টুইটার)

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্যর্থ এলাভেনিল ভালারিভেন (Elavenil Valarivan)। যোগ্যতা অর্জন পর্বে ১৬ নম্বরে শেষ করলেন এলাভেনিল। (সৌজন্যে-টুইটার)

6 / 12
মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে হতাশ করলেন অপূর্বী চাণ্ডিলা (Apurvi Chandela)। যোগ্যতা অর্জন পর্বে ৩৬ নম্বরে শেষ করলেন অপূর্বী।(সৌজন্যে-টুইটার)

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে হতাশ করলেন অপূর্বী চাণ্ডিলা (Apurvi Chandela)। যোগ্যতা অর্জন পর্বে ৩৬ নম্বরে শেষ করলেন অপূর্বী।(সৌজন্যে-টুইটার)

7 / 12
তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে কোরিয়ান প্রতিপক্ষ আন সান এবং কিম ডে ডিওকের কাছে ৬-২ ব্যবধানে হেরে গেলেন দীপিকা কুমারি (Deepika Kumari) ও প্রবীণ যাদব (Pravin Jadhav)। (সৌজন্যে-টুইটার)

তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে কোরিয়ান প্রতিপক্ষ আন সান এবং কিম ডে ডিওকের কাছে ৬-২ ব্যবধানে হেরে গেলেন দীপিকা কুমারি (Deepika Kumari) ও প্রবীণ যাদব (Pravin Jadhav)। (সৌজন্যে-টুইটার)

8 / 12
হকিতে মেয়েদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫-১ ব্যবধানে হেরে অলিম্পিক যাত্রা শুরু করল ভারতীয় মহিলা হকি দল (Indian women's hockey team)। (সৌজন্যে-টুইটার)

হকিতে মেয়েদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫-১ ব্যবধানে হেরে অলিম্পিক যাত্রা শুরু করল ভারতীয় মহিলা হকি দল (Indian women's hockey team)। (সৌজন্যে-টুইটার)

9 / 12
সাড়া জাগিয়ে ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠলেও, ৭ নম্বরে শেষ করলেন সৌরভ চৌধুরি (Saurabh Chaudhary)। (সৌজন্যে-টুইটার)

সাড়া জাগিয়ে ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠলেও, ৭ নম্বরে শেষ করলেন সৌরভ চৌধুরি (Saurabh Chaudhary)। (সৌজন্যে-টুইটার)

10 / 12
টেবল টেনিসের মিক্সড ডাবলস ইভেন্টের প্রিকোয়ার্টার ফাইনালেই ছিটকে গেলেন ভারতীয় প্যাডলার জুটি শরথকমল (Sharath Kamal) ও মণিকা বাত্রা (Manika Batra)। (সৌজন্যে-টুইটার)

টেবল টেনিসের মিক্সড ডাবলস ইভেন্টের প্রিকোয়ার্টার ফাইনালেই ছিটকে গেলেন ভারতীয় প্যাডলার জুটি শরথকমল (Sharath Kamal) ও মণিকা বাত্রা (Manika Batra)। (সৌজন্যে-টুইটার)

11 / 12
জাপানের কুইন্সি মেনসাহ ওকাজওয়ার কাছে ০-৫ ব্যবধানে হেরে প্রথম রাউন্ডেই বিদায় নিলেন বিকাশ কৃষ্ণণ (Vikas Krishan)। (সৌজন্যে-টুইটার)

জাপানের কুইন্সি মেনসাহ ওকাজওয়ার কাছে ০-৫ ব্যবধানে হেরে প্রথম রাউন্ডেই বিদায় নিলেন বিকাশ কৃষ্ণণ (Vikas Krishan)। (সৌজন্যে-টুইটার)

12 / 12
Follow Us: