অন্যদিকে, প্রথমে ভারত ও তারপর পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপের মঞ্চ থেকে বিদায় নিয়েছে হংকং। তবে তাঁদের প্রাপ্তি ভারত-পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে উপমহাদেশীয় লড়াইয়ে খেলতে পারা। ভারতের বিরুদ্ধে হংকংয়ের ম্যাচের পর তাদের দলের প্লেয়াররা ইন্ডিয়ার ড্রেসিংরুমে গিয়েছিলেন। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন হংকংয়ের বাবর হায়াত ও আয়ুষ শুক্লা। বাবর বলেন, "এটা আমাদের কাছে একটা স্বপ্ন পূর্ণ হওয়ার মতো। ভারতের ড্রেসিংরুমে গিয়ে রোহিত-বিরাটদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতাটাই আলাদা।" বাবরের সুরে সুর মিলিয়ে আয়ুষ বলেন, "আমরা হয়তো আর কবে মুখোমুখি হব তা বলা যাবে না। হতে পারে পরের এশিয়া কাপে বা বিশ্বকাপে হতে পারে। সেটা পরের বিষয়। ওরা সকলে ভীষণ ভালো। মনে হয়নি প্রথম বার কথা বললাম বলে। ওদের সঙ্গে কথোপকথনের সুযোগ পেয়ে দারুণ লাগল।" (ছবি-টুইটার)