U19 Women’s T20 World Cup: ‘পুরো দেশ তোমাদের জন্য গর্বিত’, সচিনের হাত থেকে সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী শেফালি-তিতাসরা

BCCI: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ড ৩ ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচ শুরু হওয়ার আগে সংবর্ধনা দেওয়া হল বিশ্বজয়ী শেফালি-রিচাদের। অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলের হাতে বিসিসিআইয়ের পক্ষ থেকে ৫ কোটি টাকার চেক তুলে দেওয়া হল।

| Edited By: | Updated on: Feb 03, 2023 | 10:40 AM
শেফালি ভার্মা-তিতাস সাধুরা অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (U19 Women's T20 World Cup) চ্যাম্পিয়ন হওয়ার পরই বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ ঘোষণা করেছিলেন যে, ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মোট ৫ কোটি টাকা পুরস্কার দেবে। (ছবি-বিসিসিআই টুইটার)

শেফালি ভার্মা-তিতাস সাধুরা অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (U19 Women's T20 World Cup) চ্যাম্পিয়ন হওয়ার পরই বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ ঘোষণা করেছিলেন যে, ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মোট ৫ কোটি টাকা পুরস্কার দেবে। (ছবি-বিসিসিআই টুইটার)

1 / 8
৩১ জানুয়ারি, মঙ্গলবার রাতে আমেদাবাদে পৌঁছে গিয়েছিলেন অনূর্ধ্ব ১৯ বিশ্বজয়ী দলের ক্রিকেটাররা। পরের দিন, সেখানেই তাঁদের জন্য সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়েছিল। (ছবি-এএফপি)

৩১ জানুয়ারি, মঙ্গলবার রাতে আমেদাবাদে পৌঁছে গিয়েছিলেন অনূর্ধ্ব ১৯ বিশ্বজয়ী দলের ক্রিকেটাররা। পরের দিন, সেখানেই তাঁদের জন্য সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়েছিল। (ছবি-এএফপি)

2 / 8
আজ, ১ ফেব্রুয়ারি আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কিউয়িদের বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ ম্যাচের আগে, বিশ্বচ্যাম্পিয়ন শেফালি-তিতাস-রিচাদের সংবর্ধনা দিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি, বোর্ড সচিন জয় শাহ, বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা এবং বিসিসিআই কোষাধ্যক্ষ আশিস সেলর। (ছবি-বিসিসিআই টুইটার)

আজ, ১ ফেব্রুয়ারি আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কিউয়িদের বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ ম্যাচের আগে, বিশ্বচ্যাম্পিয়ন শেফালি-তিতাস-রিচাদের সংবর্ধনা দিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি, বোর্ড সচিন জয় শাহ, বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা এবং বিসিসিআই কোষাধ্যক্ষ আশিস সেলর। (ছবি-বিসিসিআই টুইটার)

3 / 8
অনূর্ধ্ব-১৯ মেয়েদের ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়ার সময় কিংবদন্তি সচিন তেন্ডুলকর শুরুতেই বলেন, "কেম ছো আমেদাবাদ? মজা মা? প্রথমেই আমি আমাদের অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিশ্বকাপজয়ী দলকে শুভেচ্ছা জানাতে চাই। পুরো দেশ তোমাদের এই জয়ের জন্য সেলিব্রেট করছে। এই জয়টা আমাদের সকলের কাছেই খুব গুরুত্বপূর্ণ।" (ছবি-এএফপি)

অনূর্ধ্ব-১৯ মেয়েদের ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়ার সময় কিংবদন্তি সচিন তেন্ডুলকর শুরুতেই বলেন, "কেম ছো আমেদাবাদ? মজা মা? প্রথমেই আমি আমাদের অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিশ্বকাপজয়ী দলকে শুভেচ্ছা জানাতে চাই। পুরো দেশ তোমাদের এই জয়ের জন্য সেলিব্রেট করছে। এই জয়টা আমাদের সকলের কাছেই খুব গুরুত্বপূর্ণ।" (ছবি-এএফপি)

4 / 8
একইসঙ্গে সচিন আরও বলেন, "বিশ্বকাপ জিতে তোমরা ভারতের মেয়েদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখিয়েছো।" শেফালি-তিতাসদের সাফল্যের কথা বলার পাশাপাশি প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার শান্তা রঙ্গস্বামী, মিতালি রাজ, ঝুলন গোস্বামীদের ক্রিকেটে অবদানের কথাও বলেন।  (ছবি-এএফপি)

একইসঙ্গে সচিন আরও বলেন, "বিশ্বকাপ জিতে তোমরা ভারতের মেয়েদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখিয়েছো।" শেফালি-তিতাসদের সাফল্যের কথা বলার পাশাপাশি প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার শান্তা রঙ্গস্বামী, মিতালি রাজ, ঝুলন গোস্বামীদের ক্রিকেটে অবদানের কথাও বলেন। (ছবি-এএফপি)

5 / 8
এ বছরই দেশের মাটিতে প্রথম বার মেয়েদের আইপিএলের আসর বসবে। সচিন সেই প্রসঙ্গে বলেন, "মেয়েদের আইপিএল শুরু হওয়াটা বিরাট বড় ব্যাপার। মেয়েদের ক্রিকেটের জন্য এটা একটা বিরাট পদক্ষেপ।" (ছবি-বিসিসিআই টুইটার)

এ বছরই দেশের মাটিতে প্রথম বার মেয়েদের আইপিএলের আসর বসবে। সচিন সেই প্রসঙ্গে বলেন, "মেয়েদের আইপিএল শুরু হওয়াটা বিরাট বড় ব্যাপার। মেয়েদের ক্রিকেটের জন্য এটা একটা বিরাট পদক্ষেপ।" (ছবি-বিসিসিআই টুইটার)

6 / 8
মাস্টার ব্লাস্টার মহিলা-পুরুষ ভেদাভেদে বিশ্বাসী নন। তিনি বলেন, "আমি শুধু খেলাধুলায় নয়, সকল ক্ষেত্রেই নারী-পুরুষের সমতায় বিশ্বাস করি। সব সময় সমান সুযোগ থাকতে হবে।" (ছবি-এএফপি)

মাস্টার ব্লাস্টার মহিলা-পুরুষ ভেদাভেদে বিশ্বাসী নন। তিনি বলেন, "আমি শুধু খেলাধুলায় নয়, সকল ক্ষেত্রেই নারী-পুরুষের সমতায় বিশ্বাস করি। সব সময় সমান সুযোগ থাকতে হবে।" (ছবি-এএফপি)

7 / 8
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলের হাতে বিসিসিআইয়ের পক্ষ থেকে ৫ কোটি টাকার চেক তুলে দেওয়া হল। উল্লেখ্য, সংবর্ধনা পাওয়ার পর গ্যালারিতে বসে ম্যাচও দেখছেন শেফালি-তিতাসরা। (ছবি-বিসিসিআই টুইটার)

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলের হাতে বিসিসিআইয়ের পক্ষ থেকে ৫ কোটি টাকার চেক তুলে দেওয়া হল। উল্লেখ্য, সংবর্ধনা পাওয়ার পর গ্যালারিতে বসে ম্যাচও দেখছেন শেফালি-তিতাসরা। (ছবি-বিসিসিআই টুইটার)

8 / 8
Follow Us: