‘Shark Tank India ‘র ‘শার্ক’দের নিজেদের সংস্থার ভ্যালুয়েশন কত জানেন? কে সবথেকে ধনী?

Shark Tank India Judges' Companies and Their Valuations: জনপ্রিয় ব্যবসায়িক রিয়েলিটি শো, 'শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া'র তৃতীয় সিজন চলছে। এবারের সিজনে সর্বাধিক সংখ্যক বিচারক রয়েছেন। সব মিলিয়ে প্যানেলে রয়েছেন বারোজন 'শার্ক'। শো-তে বিভিন্ন উদ্যোগপতির সংস্থার মূল্যায়ন করেন তাঁরা। কিন্তু শার্কদের নিজেদের সংস্থার অবস্থা কী? আমান গুপ্তার 'বোট' থেকে দীপিন্দর গোয়েলের জোমাটো, শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার শার্কদের নিজেদের সংস্থাগুলি কত টাকা কামায়? জানা আছে কি?

| Updated on: Mar 16, 2024 | 10:09 AM
আমন গুপ্তার 'বোট' - ২০১৩ সালে বোট সংস্থার প্রতিষ্ঠা করেছিলেন আমন গুপ্তা। মূলত হেডফোন, সাউন্ডবক্স, স্মার্ট ওয়াটের মতো ওয়্যারেবল ইলেতট্রনিক গ্যাজেট প্রস্তুত করে এই সংস্খা। বর্তমানে এই সংস্থার ভ্যালুয়েশন ৯,৮৪০ কোটি টাকা।

আমন গুপ্তার 'বোট' - ২০১৩ সালে বোট সংস্থার প্রতিষ্ঠা করেছিলেন আমন গুপ্তা। মূলত হেডফোন, সাউন্ডবক্স, স্মার্ট ওয়াটের মতো ওয়্যারেবল ইলেতট্রনিক গ্যাজেট প্রস্তুত করে এই সংস্খা। বর্তমানে এই সংস্থার ভ্যালুয়েশন ৯,৮৪০ কোটি টাকা।

1 / 10
রিতেশ আগরওয়ালের 'ওয়ো' - সস্তায় হোটেল বা ভাড়া নেওয়ার ঘর খোঁজার সহজ সমাধান হিসেবে ২০১২ সালে ওয়ো সংস্থা স্থাপন করেছিলেন রিতেশ আগরওয়াল। বর্তমানে এই সংস্থার ভ্যালুয়েশন ৭৪,০০০ কোটি টাকা।

রিতেশ আগরওয়ালের 'ওয়ো' - সস্তায় হোটেল বা ভাড়া নেওয়ার ঘর খোঁজার সহজ সমাধান হিসেবে ২০১২ সালে ওয়ো সংস্থা স্থাপন করেছিলেন রিতেশ আগরওয়াল। বর্তমানে এই সংস্থার ভ্যালুয়েশন ৭৪,০০০ কোটি টাকা।

2 / 10
দীপিন্দর গোয়েলের 'জোমাটো' - জোম্য়াটো সংস্থার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। এই খাদ্য সরবরাহকারী সংস্থার প্রতিষ্ঠা হয়েছিল ২০০৮ সালে। সংস্থার বর্তমান ভ্য়ালুয়েশন ১.৩ লক্ষ কোটি টাকা।

দীপিন্দর গোয়েলের 'জোমাটো' - জোম্য়াটো সংস্থার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। এই খাদ্য সরবরাহকারী সংস্থার প্রতিষ্ঠা হয়েছিল ২০০৮ সালে। সংস্থার বর্তমান ভ্য়ালুয়েশন ১.৩ লক্ষ কোটি টাকা।

3 / 10
অনুপম মিত্তলের 'শাদি ডট কম' - ১৯৯৬ সালে শাদি ডট কম সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন অনুপম মিত্তল। এই সংস্থার বর্তমান ভ্য়ালুয়েশন ২,৫০০ কোটি টাকা।

অনুপম মিত্তলের 'শাদি ডট কম' - ১৯৯৬ সালে শাদি ডট কম সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন অনুপম মিত্তল। এই সংস্থার বর্তমান ভ্য়ালুয়েশন ২,৫০০ কোটি টাকা।

4 / 10
বিনীতা সিংয়ের 'সুগার কসমেটিকস' - ২০১২ সালে 'সুগার কসমেটিকস'-এর প্রতিষ্ঠা করেছিলেন বিনীতা সিং। সংস্থার বর্তমান ভ্য়ালুয়েশন ৪,১৩৩ কোটি টাকা।

বিনীতা সিংয়ের 'সুগার কসমেটিকস' - ২০১২ সালে 'সুগার কসমেটিকস'-এর প্রতিষ্ঠা করেছিলেন বিনীতা সিং। সংস্থার বর্তমান ভ্য়ালুয়েশন ৪,১৩৩ কোটি টাকা।

5 / 10
পীযূষ বনসলের 'লেন্সকার্ট' - ২০১০ সালে অনলাইন চশমার দোকান 'লেন্সকার্ট'-এর প্রতিষ্ঠা করেছিলেন পীযূষ বনসল। ভ্য়ালুয়েশন ৩৭,২৯৯ কোটি টাকা।

পীযূষ বনসলের 'লেন্সকার্ট' - ২০১০ সালে অনলাইন চশমার দোকান 'লেন্সকার্ট'-এর প্রতিষ্ঠা করেছিলেন পীযূষ বনসল। ভ্য়ালুয়েশন ৩৭,২৯৯ কোটি টাকা।

6 / 10
অমিত জৈনের 'কারদেখো' - ২০০৮ সালে কারদেখো সংস্থার প্রতিষ্ঠা করেছিলেন অমিত জৈন। বর্তমানে সংস্থার ভ্যালুয়েশন ৯,৯৪৬ কোটি টাকা।

অমিত জৈনের 'কারদেখো' - ২০০৮ সালে কারদেখো সংস্থার প্রতিষ্ঠা করেছিলেন অমিত জৈন। বর্তমানে সংস্থার ভ্যালুয়েশন ৯,৯৪৬ কোটি টাকা।

7 / 10
আজহার ইকবালের 'ইনশর্টস' - ২০১৩ সালে অনলাইন খবরের প্ল্যাটফর্ম ইনশর্টস প্রতিষ্ঠা করেন আজহার ইকবাল। বর্তমানে এই সংস্থার ভ্যালুয়েশন ৪,৫৫৮ কোটি টাকা।

আজহার ইকবালের 'ইনশর্টস' - ২০১৩ সালে অনলাইন খবরের প্ল্যাটফর্ম ইনশর্টস প্রতিষ্ঠা করেন আজহার ইকবাল। বর্তমানে এই সংস্থার ভ্যালুয়েশন ৪,৫৫৮ কোটি টাকা।

8 / 10
বরুণ দুয়ার 'অ্যাকো ইন্স্যুরেন্স' - ২০১৬ সালে 'অ্যাকো ইন্স্যুরেন্স' সংস্থার প্রতিষ্ঠা করেন বরুণ দুয়া। সংস্থার ভ্যালুয়েশন ৯,১১৭ কোটি টাকা।

বরুণ দুয়ার 'অ্যাকো ইন্স্যুরেন্স' - ২০১৬ সালে 'অ্যাকো ইন্স্যুরেন্স' সংস্থার প্রতিষ্ঠা করেন বরুণ দুয়া। সংস্থার ভ্যালুয়েশন ৯,১১৭ কোটি টাকা।

9 / 10
রনি স্ক্রুওয়ালার 'আপগ্র্যাড' - ২০১৫ সালে প্রতিষ্ঠা হয়েছিল 'আপগ্র্যাড' সংস্থা। এর ভ্যালুয়েশন ২০,৭২১ কোটি টাকা।

রনি স্ক্রুওয়ালার 'আপগ্র্যাড' - ২০১৫ সালে প্রতিষ্ঠা হয়েছিল 'আপগ্র্যাড' সংস্থা। এর ভ্যালুয়েশন ২০,৭২১ কোটি টাকা।

10 / 10
Follow Us: