Hair Care Tips: চুল ভাল রাখতে কি একই ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করা জরুরি?

shampoo and conditioner of the same brand: চুলের যত্ন নিতে নিয়মিত শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করতে হবে। চুলের প্রকৃতি অনুযায়ী তা কিনুন

| Edited By: | Updated on: Feb 16, 2023 | 2:33 PM
চুল ভাল রাখতে নিয়মিত শ্যাম্পু করার পাশাপাশি কন্ডিশনারও ব্যবহার করতে হবে। কন্ডিশনার ব্যবহার করলে তবেই চুল নরম থাকে। সহজে ঝরে পড়ে না। তবে স্ক্যাল্প অনুযায়ী কন্ডিশনার বাছাই করে নেওয়া প্রয়োজন। নইলে চুলের ক্ষতি হয়।

চুল ভাল রাখতে নিয়মিত শ্যাম্পু করার পাশাপাশি কন্ডিশনারও ব্যবহার করতে হবে। কন্ডিশনার ব্যবহার করলে তবেই চুল নরম থাকে। সহজে ঝরে পড়ে না। তবে স্ক্যাল্প অনুযায়ী কন্ডিশনার বাছাই করে নেওয়া প্রয়োজন। নইলে চুলের ক্ষতি হয়।

1 / 6
অধিকাংশই বাজার থেকে যে ব্র্যান্ডের শ্যাম্পু কেনেন সেই একই ব্র্যান্ডের কন্ডিশনার কিনে নেন। আবার অনেকে কন্ডিশনার ব্যবহার করতে চান না। তবে কন্ডিশনার খুব ভাল করে ধুয়ে নিতে হবে। যদি তা চুলে থেকে যায় তাহলে খুশকির সম্ভাবনা বেড়ে যায়।

অধিকাংশই বাজার থেকে যে ব্র্যান্ডের শ্যাম্পু কেনেন সেই একই ব্র্যান্ডের কন্ডিশনার কিনে নেন। আবার অনেকে কন্ডিশনার ব্যবহার করতে চান না। তবে কন্ডিশনার খুব ভাল করে ধুয়ে নিতে হবে। যদি তা চুলে থেকে যায় তাহলে খুশকির সম্ভাবনা বেড়ে যায়।

2 / 6
কন্ডিশনার কখনওই আপনার চুলের গোড়ায় কিংবা স্ক্যাল্পে সরাসরি লাগানো উচিত নয়। সব সময় তা লাগানো উচিত চুলের ডগায়। চুলের প্রকৃতি অনুযায়ী কন্ডিশনার কাজ করে। তাই  স্ক্যাল্প তৈলাক্ত হলে আপনার সেই অনুযায়ী শ্য়াম্পু নেওয়া প্রয়োজন।

কন্ডিশনার কখনওই আপনার চুলের গোড়ায় কিংবা স্ক্যাল্পে সরাসরি লাগানো উচিত নয়। সব সময় তা লাগানো উচিত চুলের ডগায়। চুলের প্রকৃতি অনুযায়ী কন্ডিশনার কাজ করে। তাই স্ক্যাল্প তৈলাক্ত হলে আপনার সেই অনুযায়ী শ্য়াম্পু নেওয়া প্রয়োজন।

3 / 6
তবে সব সময় যে ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করছেন সেই ব্র্যান্ডেরই কন্ডিশনার ব্যবহার করতে হবে এরকম একেবারেই নয়। পছন্দমত কন্ডিশনার ব্যবহার করতেই পারেন। চুল যদি বেশি রুক্ষ্ম হয় তাহলে এমন কন্ডিশনার বাছুন যার মধ্যে ময়েশ্চারাইজার রয়েছে। একই সঙ্গে চুলের ভলিউমও যাতে বেশি দেখায় সেদিকেও নজর দিতে হবে।

তবে সব সময় যে ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করছেন সেই ব্র্যান্ডেরই কন্ডিশনার ব্যবহার করতে হবে এরকম একেবারেই নয়। পছন্দমত কন্ডিশনার ব্যবহার করতেই পারেন। চুল যদি বেশি রুক্ষ্ম হয় তাহলে এমন কন্ডিশনার বাছুন যার মধ্যে ময়েশ্চারাইজার রয়েছে। একই সঙ্গে চুলের ভলিউমও যাতে বেশি দেখায় সেদিকেও নজর দিতে হবে।

4 / 6
যদি প্রয়োজন হয় তাহলে চুলে প্রোটিন শ্যাম্পুও ব্যবহার করতে পারেন। তবে কন্ডিশনারের মধ্যে যাতে ময়েশ্চারাইজার থাকে তাও কিন্তু দেখে নিতে হবে। যদি খুশকির সমস্যা থাকে তাহলে অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করতে হবে। অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু চুল রুক্ষ্ম করে দিতে পারে। তাই সিরাম ব্যবহার করতেও ভুলবেন না।

যদি প্রয়োজন হয় তাহলে চুলে প্রোটিন শ্যাম্পুও ব্যবহার করতে পারেন। তবে কন্ডিশনারের মধ্যে যাতে ময়েশ্চারাইজার থাকে তাও কিন্তু দেখে নিতে হবে। যদি খুশকির সমস্যা থাকে তাহলে অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করতে হবে। অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু চুল রুক্ষ্ম করে দিতে পারে। তাই সিরাম ব্যবহার করতেও ভুলবেন না।

5 / 6
চুলের জন্য যেমন শ্যাম্পু আর কন্ডিশনারের প্রয়োজন তেমনই কিনুন। একই ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার হলে সমস্যা নেই। আবার প্রয়োজনে অন্য ব্র্যান্ডেরও ব্যবহার করতে পারেন।

চুলের জন্য যেমন শ্যাম্পু আর কন্ডিশনারের প্রয়োজন তেমনই কিনুন। একই ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার হলে সমস্যা নেই। আবার প্রয়োজনে অন্য ব্র্যান্ডেরও ব্যবহার করতে পারেন।

6 / 6
Follow Us: