AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Taapsee Pannu: ঘরোয়া টোটকা মেনেই সদা সুন্দরী তাপসী! মানতে পারেন আপনিও

বাড়ির ঘরোয়া উপকরণেই রূপচর্চা সারেন বলিউডের এই অভিনেত্রী। সেই সঙ্গে পঞ্জাবী এই কন্যার লাইফস্টাইলও ভীষণ সাধারণ, নিয়মানুবর্তিতায় মোড়া।

| Edited By: | Updated on: Dec 27, 2021 | 12:16 AM
Share
বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন তাপসী পান্নু। যে কোনও চরিত্রেই নজরকাড়া তিনি।

বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন তাপসী পান্নু। যে কোনও চরিত্রেই নজরকাড়া তিনি।

1 / 5
পঞ্জাবী কন্যের রূপের ছটায় মাত বলিউড। তেমনই শক্তিশালী তাঁর অভিনয়ও। তবে রূপটানের জন্য ঘরোয়া উপকরণেই সবথেকে বেশি ভরসা তাপসীর।

পঞ্জাবী কন্যের রূপের ছটায় মাত বলিউড। তেমনই শক্তিশালী তাঁর অভিনয়ও। তবে রূপটানের জন্য ঘরোয়া উপকরণেই সবথেকে বেশি ভরসা তাপসীর।

2 / 5
দুধের সর অথবা মালাইয়ের সঙ্গে বেসন মিশিয়ে মাখেন তিনি। এছাড়াও টকদই-বেসনের উপরও অগাধ ভরসা তাপসীর।

দুধের সর অথবা মালাইয়ের সঙ্গে বেসন মিশিয়ে মাখেন তিনি। এছাড়াও টকদই-বেসনের উপরও অগাধ ভরসা তাপসীর।

3 / 5
সেই সঙ্গে নিয়ম মেনে ৮ ঘন্টা ঘুমোন তিনি। কারণ তাঁর মতে ঘুম না হলে মোটেই কিন্তু ফ্রেশ লাগে না।

সেই সঙ্গে নিয়ম মেনে ৮ ঘন্টা ঘুমোন তিনি। কারণ তাঁর মতে ঘুম না হলে মোটেই কিন্তু ফ্রেশ লাগে না।

4 / 5
রোজ নিয়ম করে ঘুমোতে যাওয়ার আগে মুখের মেকআপ করেন তিনি। সেই সঙ্গে প্রতিদিন তিনি ৮ লিটার জল খান।

রোজ নিয়ম করে ঘুমোতে যাওয়ার আগে মুখের মেকআপ করেন তিনি। সেই সঙ্গে প্রতিদিন তিনি ৮ লিটার জল খান।

5 / 5