সকাল-সকাল সাপের কবলে পড়তে হবে কে ভেবেছিলেন। ভোরবেলা ঘুম থেকে উঠে মাটিতে পা রাখতেই চমকে উঠল পরিবারের সদস্যরা। ঘর থেকে উদ্ধার হল একটি নয় দু'টি বিষধর সাপ।
যদিও,ওই সাপগুলিকে মেরে ফেলেননি তারা। পরিবারের সদস্য থেকে গ্রামের বাসিন্দারা প্রত্যেকেই সাপগুলিকে না মেরে মাটির কলসির মধ্যে ভরে রেখে বনদফতরের হাতে তুলে দেয়।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর এলাকায় উদ্ধার হয় সাপদুটি। জানা যায়, জগন্নাথপুর এলাকার বিশ্বনাথ দিগারের বাড়িতে প্রায় ৬ ফুট লম্বা একটি গোখরো ও একটি খরিশ সাপ দেখতে পায় লোকজন। এদিকে, বাড়ির মধ্যে বিষধর সাপ দেখতে পেয়ে আতঙ্কিত পড়েন তাঁরা।
তাঁদের চিৎকারে ছুটে আসেন পাড়া প্রতিবেশী। প্রত্যেকের চেষ্টায সাপগুলিকে ধরতে সক্ষম হন তাঁরা। তবে সাপগুলিকে না মেরে মাটির কলসির মধ্যে ভরে খবর দেয় বনদফতরে। পরে বনদফতরের রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ গিয়ে সাপ উদ্ধার করে নিয়ে আসে।
বনদফতরের কর্মীরা জানায়, সাপগুলির শারীরিক পরীক্ষার পর ছেড়ে দেওয়া হবে গভীর জঙ্গলে।