Virat Kohli: না করলেন ব্যাট, না করলেন বল… অজিদের বিরুদ্ধে মাঠে নেমেই সেঞ্চুরির রেকর্ড বিরাট কোহলির
IND vs AUS: ভারতীয় সময় অনুযায়ী শনিবার ভোরে শুরু হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার ব্রিসবেন টেস্ট। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচ খেলতে মাঠে নেমেই সেঞ্চুরির এক বিরাট নজির গড়েছেন কোহলি। তিনি ব্যাটিং করেননি। করেননি বলও। তা হলে সেঞ্চুরি করলেন কী ভাবে?
1 / 8
অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে বরাবর পছন্দ করেন বিরাট কোহলি। এ বারের বর্ডার গাভাসকর ট্রফির প্রথম ২টি ম্যাচে কোহলিকে খেলতে দেখা গিয়েছে। পারথ টেস্টে সেঞ্চুরিও করেছিলেন কোহলি। অ্যাডিলেডে অবশ্য তাঁর ব্যাট চলেনি। (ছবি-পিটিআই)
2 / 8
এ বার ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। যেহেতু টস জিতে রোহিত শর্মা প্রথমে প্যাট কামিন্সের দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন, তাই কোহলিদের ব্যাটিংয়ের পালা আসতে দেরি রয়েছে। (ছবি-পিটিআই)
3 / 8
গাব্বার প্রথম দিনের খেলা নির্বিঘ্নে হয়নি। বৃষ্টির কারণে মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছে। এর মধ্যে বিরাট কোহলি বল করেননি। ব্যাট করার প্রশ্নই তো নেই। তাতেও গড়েছেন এক নজির। (ছবি-পিটিআই)
4 / 8
ব্রিসবেনে ব্যাটিং, বোলিং না করেই সেঞ্চুরির রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। আসলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ারের ১০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন বিরাট। (ছবি-পিটিআই)
5 / 8
কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির গড়লেন বিরাট কোহলি। (ছবি-পিটিআই)
6 / 8
সচিন তেন্ডুলকর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের কেরিয়ারে ১১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। বিরাট অজিদের বিরুদ্ধে ১০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন ব্রিসবেনে। (ছবি-পিটিআই)
7 / 8
ব্রিসবেন টেস্ট বাদ দিলে ভারত ও অস্ট্রেলিয়ার বর্ডার গাভাসকর ট্রফির আরও ২টি ম্যাচ বাকি রয়েছে। সেগুলিতে বিরাট কোহলি খেললে, সিরিজ শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০২টি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়বেন বিরাট। (ছবি-পিটিআই)
8 / 8
পারথে সেঞ্চুরি হাঁকানোর পর অ্যাডিলেডে মাত্র ৭ ও ১১ রান করেন বিরাট কোহলি। এ বার ব্রিসবেনে তাঁর ব্যাটে সেঞ্চুরি আসলে সুনীল গাভাসকরের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ার ৫ বড় মাঠে পাঁচটি সেঞ্চুরির নজির গড়বেন। (ছবি-পিটিআই)