IPL: অল্প বয়সে আইপিএলের মঞ্চে তুফানি শতরান করেছেন যাঁরা…
এক ছাদের তলায় সমস্ত প্রতিভা কোথায় পাবেন? কেন রয়েছে তো আইপিএল! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেল দেখা যায়। আইপিএল নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে একবার চর্চা শুরু হলে তা আর থামতে চায় না। দেখতে দেখতে ১৬টা মরসুম আইপিএল হলেও প্রতিবারই আলাদা রোমাঞ্চের ঝাঁপি নিয়ে হাজির হয় আইপিএল। এ বারের আইপিএলের আগে জেনে নিন অল্প বয়সে আইপিএলের মঞ্চে তুফানি শতরান করেছেন যাঁরা।
Most Read Stories