Rohit Sharma: অ্যাডিলেড টেস্টে হিটম্যানের ব্যাট হবে সুপারহিট? রইল পিঙ্ক বলে রোহিতের রেকর্ড

IND vs AUS: ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ৬ ডিসেম্বর দেখা যাবে অস্ট্রেলিয়ার মাটিতে গোলাপি বলে টেস্ট খেলতে। এর আগে যে ক'টি গোলাপি বল টেস্টে তিনি খেলেছেন, সেগুলি দেশের মাটিতে। এই প্রথম বার বিদেশের মাটিতে গোলাপি বল টেস্টে খেলতে চলেছেন রোহিত। তার আগে জেনে নিন পিঙ্ক বলে তাঁর রেকর্ড কেমন।

| Updated on: Dec 01, 2024 | 8:55 AM
হাতে আর ৫টা দিন। ৬ ডিসেম্বর অ্যাডিলেডে ভারত ও অস্ট্রেলিয়ার গোলাপি বলের টেস্ট শুরু হবে। তার আগে এক ঝলকে দেখে নিন গোলাপি বলের ক্রিকেটে রোহিতের রেকর্ড কেমন।

হাতে আর ৫টা দিন। ৬ ডিসেম্বর অ্যাডিলেডে ভারত ও অস্ট্রেলিয়ার গোলাপি বলের টেস্ট শুরু হবে। তার আগে এক ঝলকে দেখে নিন গোলাপি বলের ক্রিকেটে রোহিতের রেকর্ড কেমন।

1 / 8
ভারত অধিনায়ক রোহিত শর্মা এখনও অবধি গোলাপি বলের ম্যাচ খেলেছেন ৪টি। যার মধ্যে ২০১৬ সালে দলীপ ট্রফির একটি ম্যাচও রয়েছে।

ভারত অধিনায়ক রোহিত শর্মা এখনও অবধি গোলাপি বলের ম্যাচ খেলেছেন ৪টি। যার মধ্যে ২০১৬ সালে দলীপ ট্রফির একটি ম্যাচও রয়েছে।

2 / 8
ওই পিঙ্ক বলের ৪ ম্যাচে ৭ ইনিংসে ২৩৫ রান করেছেন রোহিত শর্মা। তার মধ্যে সর্বাধিক স্কোর ৬৬। ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এই ইনিংস খেলেছিলেন তিনি।

ওই পিঙ্ক বলের ৪ ম্যাচে ৭ ইনিংসে ২৩৫ রান করেছেন রোহিত শর্মা। তার মধ্যে সর্বাধিক স্কোর ৬৬। ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এই ইনিংস খেলেছিলেন তিনি।

3 / 8
এর আগে রোহিত যে ক'টি গোলাপি বল টেস্টে খেলেছেন, সেগুলি দেশের মাটিতে। এই প্রথম বার বিদেশের মাটিতে গোলাপি বল টেস্টে খেলতে চলেছেন রোহিত শর্মা। এর আগে দেশের মাটিতে তিনটি পিঙ্ক বল টেস্ট খেলেছেন রোহিত।

এর আগে রোহিত যে ক'টি গোলাপি বল টেস্টে খেলেছেন, সেগুলি দেশের মাটিতে। এই প্রথম বার বিদেশের মাটিতে গোলাপি বল টেস্টে খেলতে চলেছেন রোহিত শর্মা। এর আগে দেশের মাটিতে তিনটি পিঙ্ক বল টেস্ট খেলেছেন রোহিত।

4 / 8
অ্যাডিলেড ওভারে রোহিতের খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই। তিনি সেখানে ২টি ম্যাচ খেলেছেন। তাতে ২১.৭৫ গড়ে করেন ৮৭ রান। এ বার দেখার ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা অ্যাডিলেড টেস্টে রোহিত কেমন পারফর্ম করেন।

অ্যাডিলেড ওভারে রোহিতের খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই। তিনি সেখানে ২টি ম্যাচ খেলেছেন। তাতে ২১.৭৫ গড়ে করেন ৮৭ রান। এ বার দেখার ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা অ্যাডিলেড টেস্টে রোহিত কেমন পারফর্ম করেন।

5 / 8
২০১৯ সালে ইডেন গার্ডেন্সে রোহিত শর্মা বাংলাদেশের বিরুদ্ধে যখন গোলাপি বল টেস্টে খেলেছিলেন সেই সময় তিনি ছিলেন না ভারতের ক্যাপ্টেন। ওই ম্যাচে প্রথম ইনিংসে তিনি করেছিলেন ২১।

২০১৯ সালে ইডেন গার্ডেন্সে রোহিত শর্মা বাংলাদেশের বিরুদ্ধে যখন গোলাপি বল টেস্টে খেলেছিলেন সেই সময় তিনি ছিলেন না ভারতের ক্যাপ্টেন। ওই ম্যাচে প্রথম ইনিংসে তিনি করেছিলেন ২১।

6 / 8
২০২২ সালে বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দিন-রাতের টেস্টে গোলাপি বলে ভারতের ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মা খেলেছিলেন। প্রথম ইনিংসে ২৫ বলে ১৫ রান করেছিলেন। আর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৪৬।

২০২২ সালে বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দিন-রাতের টেস্টে গোলাপি বলে ভারতের ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মা খেলেছিলেন। প্রথম ইনিংসে ২৫ বলে ১৫ রান করেছিলেন। আর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৪৬।

7 / 8
ভারতের জার্সিতে ৩টি দিন-রাতের টেস্টে রোহিত শর্মা ৪৩.২৫ গড়ে ১৭৩ রান করেছেন। এ বার দেখার অ্যাডিলেড টেস্টে হিটম্যানের ব্যাটে আসে কত রান।

ভারতের জার্সিতে ৩টি দিন-রাতের টেস্টে রোহিত শর্মা ৪৩.২৫ গড়ে ১৭৩ রান করেছেন। এ বার দেখার অ্যাডিলেড টেস্টে হিটম্যানের ব্যাটে আসে কত রান।

8 / 8
Follow Us: