Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Divorced Cricketrs: জল গড়িয়েছে কোর্ট পর্যন্ত, বিয়ে টেকেনি যে সব ভারতীয় ক্রিকেটারের

Shikhar Dhawan: এই তালিকায় রয়েছেন যুজরাজ সিংয়ের বাবা, প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিংও। প্রথম স্ত্রী শবনমকে ডিভোর্স দিয়ে সতবীর কউরকে বিয়ে করেন। এই তালিকায় রয়েছেন শিখর ধওয়ানও। নয় বছরের বিবাহিত জীবনের পর বিবাহ বিচ্ছেদ হয় তাঁর।

| Updated on: Dec 25, 2023 | 2:24 PM
 ভারতে ক্রিকেট পুজিত হয়। ক্রিকেট নিয়ে বরাবরই ভারতীয়দের মধ্যে উন্মাদনা তুঙ্গে। পছন্দের ক্রিকেটারদের নিয়ে কম মাতামাতি হয় না এখানে। (ছবি:সোশ্যাল মিডিয়া)

ভারতে ক্রিকেট পুজিত হয়। ক্রিকেট নিয়ে বরাবরই ভারতীয়দের মধ্যে উন্মাদনা তুঙ্গে। পছন্দের ক্রিকেটারদের নিয়ে কম মাতামাতি হয় না এখানে। (ছবি:সোশ্যাল মিডিয়া)

1 / 9
ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের কৌতুহলের শেষ নেই। তাই ক্রিকেটারদের প্রেম বা বৈবাহিক জীবনও বেশ চর্চায় থাকে।  (ছবি:সোশ্যাল মিডিয়া)

ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের কৌতুহলের শেষ নেই। তাই ক্রিকেটারদের প্রেম বা বৈবাহিক জীবনও বেশ চর্চায় থাকে। (ছবি:সোশ্যাল মিডিয়া)

2 / 9
ঠিক তেমনই কয়েকজন ভারতীয় ক্রিকেটার রয়েছেন যাঁদের বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে যেতে হয়েছে। কারা রয়েছেন এই তালিকায়?  (ছবি:সোশ্যাল মিডিয়া)

ঠিক তেমনই কয়েকজন ভারতীয় ক্রিকেটার রয়েছেন যাঁদের বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে যেতে হয়েছে। কারা রয়েছেন এই তালিকায়? (ছবি:সোশ্যাল মিডিয়া)

3 / 9
২০১২ সালে ছেলেবেলার বন্ধু নিকিতা বানজারাকে বিয়ে করেছিলেন দীনেশ কার্তিক। বিয়ের কিছু বছর পর তিনি জানতে পারেন বন্ধু ও সতীর্থ মুরলী বিজয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী নিকিতা।  (ছবি:সোশ্যাল মিডিয়া)

২০১২ সালে ছেলেবেলার বন্ধু নিকিতা বানজারাকে বিয়ে করেছিলেন দীনেশ কার্তিক। বিয়ের কিছু বছর পর তিনি জানতে পারেন বন্ধু ও সতীর্থ মুরলী বিজয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী নিকিতা। (ছবি:সোশ্যাল মিডিয়া)

4 / 9
২০১২ সালে ছেলেবেলার বন্ধু নিকিতা বানজারাকে বিয়ে করেছিলেন দীনেশ কার্তিক। বিয়ের কিছু বছর পর তিনি জানতে পারেন বন্ধু ও সতীর্থ মুরলী বিজয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী নিকিতা।  (ছবি:সোশ্যাল মিডিয়া)

২০১২ সালে ছেলেবেলার বন্ধু নিকিতা বানজারাকে বিয়ে করেছিলেন দীনেশ কার্তিক। বিয়ের কিছু বছর পর তিনি জানতে পারেন বন্ধু ও সতীর্থ মুরলী বিজয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী নিকিতা। (ছবি:সোশ্যাল মিডিয়া)

5 / 9
সব জানাজানি হতে এই সম্পর্ক থেকে নিজেই সরে আসেন। নিকিতাকে ডিভোর্স দেন। এরপহর স্কোয়াশ প্লেয়ার দীপিকা পালিকলকে বিয়ে করেন তিনি।  (ছবি:সোশ্যাল মিডিয়া)

সব জানাজানি হতে এই সম্পর্ক থেকে নিজেই সরে আসেন। নিকিতাকে ডিভোর্স দেন। এরপহর স্কোয়াশ প্লেয়ার দীপিকা পালিকলকে বিয়ে করেন তিনি। (ছবি:সোশ্যাল মিডিয়া)

6 / 9
প্রাক্তন ভারতীয় ব্যাটার বিনোদ কাম্বলির জীবনেও এমনই ঘটনা রয়েছে। ছেলেবেলার বন্ধু নোয়েলা লুইসকে বিয়ে করেছিলেন তিনি। এরপর সম্পর্কে চিড় ধরে। বিবাহবিচ্ছে হয়ে যায় তারপর।  (ছবি:সোশ্যাল মিডিয়া)

প্রাক্তন ভারতীয় ব্যাটার বিনোদ কাম্বলির জীবনেও এমনই ঘটনা রয়েছে। ছেলেবেলার বন্ধু নোয়েলা লুইসকে বিয়ে করেছিলেন তিনি। এরপর সম্পর্কে চিড় ধরে। বিবাহবিচ্ছে হয়ে যায় তারপর। (ছবি:সোশ্যাল মিডিয়া)

7 / 9
জভগল শ্রীনাথের জীবনেও এসেছিল এমনই এক বিপর্যয়। প্রথম স্ত্রী জোৎস্নার সঙ্গে ডিভোর্স হয়ে যায়। তারপর সাংবাদিক মাধবী পত্রাবলীকে বিয়ে করেন তিনি। (ছবি:সোশ্যাল মিডিয়া)

জভগল শ্রীনাথের জীবনেও এসেছিল এমনই এক বিপর্যয়। প্রথম স্ত্রী জোৎস্নার সঙ্গে ডিভোর্স হয়ে যায়। তারপর সাংবাদিক মাধবী পত্রাবলীকে বিয়ে করেন তিনি। (ছবি:সোশ্যাল মিডিয়া)

8 / 9
যুজরাজ সিংয়ের বাবা, প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিংও প্রথম স্ত্রী শবনমকে ডিভোর্স দিয়ে সতবীর কউরকে বিয়ে করেন। এই তালিকায় রয়েছেন শিখর ধওয়ানও। নয় বছরের বিবাহিত জীবনের পর বিবাহ বিচ্ছেদ হয় তাঁর।  (ছবি:সোশ্যাল মিডিয়া)

যুজরাজ সিংয়ের বাবা, প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিংও প্রথম স্ত্রী শবনমকে ডিভোর্স দিয়ে সতবীর কউরকে বিয়ে করেন। এই তালিকায় রয়েছেন শিখর ধওয়ানও। নয় বছরের বিবাহিত জীবনের পর বিবাহ বিচ্ছেদ হয় তাঁর। (ছবি:সোশ্যাল মিডিয়া)

9 / 9
Follow Us: