Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lewis Hamilton: যেখানে বাঘের ভয়, সেখানে লুইস হ্যামিল্টন রয়!

Tiger Is Scared Of Lewis Hamilton: কথায় আছে- যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধে হয়! কিন্তু এ যেন উলটপূরাণ। বাঘই ভয় পাচ্ছে! গতির রাজাকে দেখে চমকে উঠল বাঘ। ফর্মূলা ওয়ান রেসার লুইস হ্যামিল্টনের পুরনো একট ভিডিয়ো ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, একটি বাঘ নিজের মেজাজেই হাঁটছিল। হঠাৎই লুইস হ্যামিল্টনের ছোঁয়ায় চমকে ওঠে বাঘটি। ঘুরে আতঙ্কের সঙ্গেই তাকায়। লুইস হ্যামিল্টনের পোষ্যও রয়েছে। এ যেন তাঁর পোষ্যর মতোই।

| Edited By: | Updated on: Dec 24, 2023 | 8:12 PM
লুইস হ্যামিল্টন। খেলার দুনিয়ায় অতি পরিচিত নাম। ব্রিটিশ ফর্মূলা ওয়ান রেসার। বর্তমানে তিনি মার্সিডিজ টিমের ফর্মূলা ওয়ান রেসার। গতির সঙ্গেই বন্ধুত্ব। ছবি: X স্ক্রিনগ্র্যাব

লুইস হ্যামিল্টন। খেলার দুনিয়ায় অতি পরিচিত নাম। ব্রিটিশ ফর্মূলা ওয়ান রেসার। বর্তমানে তিনি মার্সিডিজ টিমের ফর্মূলা ওয়ান রেসার। গতির সঙ্গেই বন্ধুত্ব। ছবি: X স্ক্রিনগ্র্যাব

1 / 8
ফর্মূলা ওয়ানের দুনিয়ায় ওয়ার্ল্ড ড্রাইভার্স চ্যাম্পিয়নশিপ সাত বার জিতে কিংবদন্তি মাইকেল শুমাখারের পাশে রয়েছেন লুইস হ্যামিল্টন। ছবি: X স্ক্রিনগ্র্যাব

ফর্মূলা ওয়ানের দুনিয়ায় ওয়ার্ল্ড ড্রাইভার্স চ্যাম্পিয়নশিপ সাত বার জিতে কিংবদন্তি মাইকেল শুমাখারের পাশে রয়েছেন লুইস হ্যামিল্টন। ছবি: X স্ক্রিনগ্র্যাব

2 / 8
গাড়ি, গতির পাশাপাশি তাঁর পছন্দ পোষ্য। হ্যামিল্টনের এক পোষ্যর নাম রোস্কো। মাস দুয়েক আগেই ১১ বছর পূর্ণ হয়েছে রোস্কোর। জন্মদিনে ছবিও পোস্ট করেছিলেন হ্যামিল্টন। ছবি: X স্ক্রিনগ্র্যাব

গাড়ি, গতির পাশাপাশি তাঁর পছন্দ পোষ্য। হ্যামিল্টনের এক পোষ্যর নাম রোস্কো। মাস দুয়েক আগেই ১১ বছর পূর্ণ হয়েছে রোস্কোর। জন্মদিনে ছবিও পোস্ট করেছিলেন হ্যামিল্টন। ছবি: X স্ক্রিনগ্র্যাব

3 / 8
কথায় আছে- যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধে হয়! কিন্তু এ যেন উলটপূরাণ। বাঘই ভয় পাচ্ছে! গতির রাজাকে দেখে চমকে উঠল বাঘ। ছবি: X স্ক্রিনগ্র্যাব

কথায় আছে- যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধে হয়! কিন্তু এ যেন উলটপূরাণ। বাঘই ভয় পাচ্ছে! গতির রাজাকে দেখে চমকে উঠল বাঘ। ছবি: X স্ক্রিনগ্র্যাব

4 / 8
ফর্মূলা ওয়ান রেসার লুইস হ্যামিল্টনের পুরনো একট ভিডিয়ো ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, একটি বাঘ নিজের মেজাজেই হাঁটছিল। ছবি: X স্ক্রিনগ্র্যাব

ফর্মূলা ওয়ান রেসার লুইস হ্যামিল্টনের পুরনো একট ভিডিয়ো ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, একটি বাঘ নিজের মেজাজেই হাঁটছিল। ছবি: X স্ক্রিনগ্র্যাব

5 / 8
হঠাৎই লুইস হ্যামিল্টনের ছোঁয়ায় চমকে ওঠে বাঘটি। ঘুরে আতঙ্কের সঙ্গেই তাকায়। লুইস হ্যামিল্টনের পোষ্যও রয়েছে। এ যেন তাঁর পোষ্যর মতোই। ছবি: X স্ক্রিনগ্র্যাব

হঠাৎই লুইস হ্যামিল্টনের ছোঁয়ায় চমকে ওঠে বাঘটি। ঘুরে আতঙ্কের সঙ্গেই তাকায়। লুইস হ্যামিল্টনের পোষ্যও রয়েছে। এ যেন তাঁর পোষ্যর মতোই। ছবি: X স্ক্রিনগ্র্যাব

6 / 8
বাঘটির নজর ছিল সামনের দিকে। পিছন থেকে কেউ ছুঁতে পারে, এ যেন ধারনার বাইরে। অন্তত ভিডিয়োর অভিব্যক্তিতে তেমনই ধরা পড়ছে। ছবি: X স্ক্রিনগ্র্যাব

বাঘটির নজর ছিল সামনের দিকে। পিছন থেকে কেউ ছুঁতে পারে, এ যেন ধারনার বাইরে। অন্তত ভিডিয়োর অভিব্যক্তিতে তেমনই ধরা পড়ছে। ছবি: X স্ক্রিনগ্র্যাব

7 / 8
লুইস হ্যামিল্টনের অবশ্য হেলদোল নেই। বাঘের এমন অভিব্যক্তি দেখে তিনি হাসিতে ফেটে পড়েন। গতির রাজা অবশ্য কোনও ক্ষতির চেষ্টা করেননি। এ যেন তাঁর অন্য পোষ্যর মতোই ভালোবাসা! ছবি: X স্ক্রিনগ্র্যাব

লুইস হ্যামিল্টনের অবশ্য হেলদোল নেই। বাঘের এমন অভিব্যক্তি দেখে তিনি হাসিতে ফেটে পড়েন। গতির রাজা অবশ্য কোনও ক্ষতির চেষ্টা করেননি। এ যেন তাঁর অন্য পোষ্যর মতোই ভালোবাসা! ছবি: X স্ক্রিনগ্র্যাব

8 / 8
Follow Us: