Calcutta High Court: মেলা শুরুর পরও মামলা! ডিভিশন বেঞ্চেও হার শান্তনুর
Calcutta High Court: মমতা বালা ঠাকুরকে মতুয়া মহাধর্ম মেলা করার অনুমতি দিয়েছিল জেলা কর্তৃপক্ষ। কিন্তু শান্তনু ঠাকুরের আবেদন ছিল, এই মেলার আয়োজক হিসেবে নাম থাকবে মতুয়া মহাসঙ্ঘের।

কলকাতা: সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। বারুণী মেলা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সিঙ্গল বেঞ্চের রায়ে মামলার দায়িত্ব পেয়েছেন তৃণমূল সাংসদ তথা ঠাকুরবাড়ির অন্য়তম সদস্য়া মমতাবালা ঠাকুর। মেলা শুরু হলেও রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান শান্তনু। তবে সেখানে গিয়েও কোনও লাভ হয়নি।
শুক্রবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে অল ইন্ডিয়া মতুয়া সঙ্ঘের নামেই মেলা করতে হবে। বারুণী মেলার রাশ কার হাতে থাকবে তা নিম্ন আদালতে বিচারাধীন। নিম্ন আদালতই তা ঠিক করবে বলে নির্দেশ। আপতত দু’পক্ষকেই শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।
মমতা বালা ঠাকুরকে মতুয়া মহাধর্ম মেলা করার অনুমতি দিয়েছিল জেলা কর্তৃপক্ষ। কিন্তু শান্তনু ঠাকুরের আবেদন ছিল, এই মেলার আয়োজক হিসেবে নাম থাকবে মতুয়া মহাসঙ্ঘের। রাজ্য আদালতে জানায়, সাতদিনের মেলা। তার মধ্যে তিনদিন ধরে মামলা চলছে। লক্ষ লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ ওখানে যাচ্ছেন তাঁদের গুরুর সঙ্গে দেখা করতে।
আবেদনকারীর আইনজীবী স্পষ্ট বলেন, “আমরা ওই মেলা বন্ধ করতে চাইনা। আমরা কেউই মেলা বন্ধ করতে চাই না। অনুমতি দেওয়া হয়েছে মেলার। অনুমতি দেওয়া হোক মতুয়া মহাসঙ্ঘকে।”





