AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2023: অরেঞ্জ আর্মির সানশাইন কাব্যার সঙ্গে হঠাৎ ভাইরাল আইপিএলের এই ‘মিস্ট্রি গার্ল’, সুন্দরীর পরিচয় জানেন?

Gayatri Reddy: আইপিএল (IPL) চলাকালীন সানরাইজার্স হায়দরাবাদের (SRH) মালকিন কাব্যা মারান (Kavya Maran) সব সময় লাইমলাইটে থাকেন। এ বার হঠাৎ করেই কাব্যার পাশাপাশি ভাইরাল আইপিএলের অপর এক মিস্ট্রি গার্ল। কে এই সুন্দরী। আইপিএলের সূচনা হয়েছিল ২০০৮ সালে। ওই সময় হায়দরাবাদের দল ছিল ডেকান চার্জার্স (Deccan Chargers)। এই ফ্র্যাঞ্চাইজির অন্যতম পরিচিত মুখ ছিলেন গায়ত্রী রেড্ডি।

| Edited By: | Updated on: Apr 20, 2023 | 3:58 PM
Share
 আইপিএল মানে যে শুধু ভরপুর ক্রিকেট বিনোদন তেমনটা নয়। গ্ল্যামারের ছটাও থাকে ভারতের কোটপতি লিগে। ২২ গজে ভরপুর অ্যাকশন তো থাকে, তেমনই মাঠের বাইরেও থাকে ধামাকাদার অ্যাকশন।

আইপিএল মানে যে শুধু ভরপুর ক্রিকেট বিনোদন তেমনটা নয়। গ্ল্যামারের ছটাও থাকে ভারতের কোটপতি লিগে। ২২ গজে ভরপুর অ্যাকশন তো থাকে, তেমনই মাঠের বাইরেও থাকে ধামাকাদার অ্যাকশন।

1 / 8
আইপিএল (IPL) চলাকালীন সানরাইজার্স হায়দরাবাদের (SRH) মালকিন কাব্যা মারান (Kavya Maran) সব সময় লাইমলাইটে থাকেন। এ বার হঠাৎ করেই কাব্যার পাশাপাশি ভাইরাল আইপিএলের অপর এক মিস্ট্রি গার্ল। কে এই সুন্দরী।

আইপিএল (IPL) চলাকালীন সানরাইজার্স হায়দরাবাদের (SRH) মালকিন কাব্যা মারান (Kavya Maran) সব সময় লাইমলাইটে থাকেন। এ বার হঠাৎ করেই কাব্যার পাশাপাশি ভাইরাল আইপিএলের অপর এক মিস্ট্রি গার্ল। কে এই সুন্দরী।

2 / 8
এই সুন্দরী আসলে ডেকান ক্রনিকল প্রাইভেট লিমিটেডের কর্ণধার ভেঙ্কটরাম রেড্ডির কন্যা গায়ত্রী রেড্ডি (Gayatri Reddy)।

এই সুন্দরী আসলে ডেকান ক্রনিকল প্রাইভেট লিমিটেডের কর্ণধার ভেঙ্কটরাম রেড্ডির কন্যা গায়ত্রী রেড্ডি (Gayatri Reddy)।

3 / 8
অতীতে হায়দরাবাদের দল ছিল ডেকান চার্জার্স। ২০০৮ সাল থেকে ডেকান চার্জার্সের দায়িত্ব সামলেছিলেন গায়ত্রী। ২০০৯ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল ডেকান চার্জাস।

অতীতে হায়দরাবাদের দল ছিল ডেকান চার্জার্স। ২০০৮ সাল থেকে ডেকান চার্জার্সের দায়িত্ব সামলেছিলেন গায়ত্রী। ২০০৯ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল ডেকান চার্জাস।

4 / 8
কাব্যা যেমন তাঁর বাবা কলানিথি মারানকে সানরাইজার্স হায়দরাবাদ দল গড়া থেকে শুরু করে পরিচালনার ক্ষেত্রে সাহায্য করেন, তেমনই অতীতে ডেকান চার্জার্স দলকে গড়ে তুলেছিলেন এই সুন্দরী গায়ত্রী।

কাব্যা যেমন তাঁর বাবা কলানিথি মারানকে সানরাইজার্স হায়দরাবাদ দল গড়া থেকে শুরু করে পরিচালনার ক্ষেত্রে সাহায্য করেন, তেমনই অতীতে ডেকান চার্জার্স দলকে গড়ে তুলেছিলেন এই সুন্দরী গায়ত্রী।

5 / 8
১৬তম আইপিএল চলাকালীন সানরাইজার্স হায়দরাবাদকে তাতাতে গ্যালারিতে উপস্থিত থাকছেন অরেঞ্জ আর্মির সানশাইন কাব্যা মারান।

১৬তম আইপিএল চলাকালীন সানরাইজার্স হায়দরাবাদকে তাতাতে গ্যালারিতে উপস্থিত থাকছেন অরেঞ্জ আর্মির সানশাইন কাব্যা মারান।

6 / 8
অতীতে ডেকান চার্জার্স দলের হয়ে একাধিকবার মাঠে এসেছেন গায়ত্রী। পরবর্তীকালে ডেকান চার্জার্স দল বিক্রি হয়ে যায়। তারপর হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজি হিসাবে আত্মপ্রকাশ করে সানরাইজার্স হায়দরাবাদ।

অতীতে ডেকান চার্জার্স দলের হয়ে একাধিকবার মাঠে এসেছেন গায়ত্রী। পরবর্তীকালে ডেকান চার্জার্স দল বিক্রি হয়ে যায়। তারপর হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজি হিসাবে আত্মপ্রকাশ করে সানরাইজার্স হায়দরাবাদ।

7 / 8
গায়ত্রী লন্ডন থেকে পড়াশুনা করেছিলেন। ইউনিভার্সিটি অব লন্ডনের কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে বিএসসি অনার্স নিয়ে পড়েছেন গায়ত্রী। এই গায়ত্রীর ছবিই এখন হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইারাল। আর হবে নাই বা কেন? একসময় কাব্যার জায়গায় তিনিই যে ছিলেন একাধিক আইপিএল প্রেমীর ক্রাশ! (ছবি-টুইটার)

গায়ত্রী লন্ডন থেকে পড়াশুনা করেছিলেন। ইউনিভার্সিটি অব লন্ডনের কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে বিএসসি অনার্স নিয়ে পড়েছেন গায়ত্রী। এই গায়ত্রীর ছবিই এখন হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইারাল। আর হবে নাই বা কেন? একসময় কাব্যার জায়গায় তিনিই যে ছিলেন একাধিক আইপিএল প্রেমীর ক্রাশ! (ছবি-টুইটার)

8 / 8