Indian Cricketers: চলতি বছরে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন কোন ভারতীয় ক্রিকেটাররা? দেখুন ছবিতে

Indian Cricketer's Marriage: চলতি বছরেই বিয়ে করেছেন প্রসিধও। রচনাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এই ভারতীয় তারকা। রচনা পেশায় একজন আইটিকর্মী। জন্মদিনের দিন বিয়ে করেছিলেন আরও এক ভারতীয় তারকা।কে জানেন? তিনি হলেন নবদীপ সাইনি। ৩রা নভেম্বর ছিল তাঁর জন্মদিন। ওইদিনই স্বাতী আস্থানার সঙ্গে নতুন পথ চলা শুরু হয় সাইনির। এই কয়েকদিন আগের কথা। ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের মাঝেই বিয়ে করেন মুকেশ কুমার। দিব্যকে বিয়ে করেছেন তিনি। ২৮ শে নভেম্বর চার হাত এক হয়।

| Edited By: | Updated on: Dec 04, 2023 | 8:00 AM
বিশ্বকাপ,এশিয়া কাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ সবমিলিয়ে ২০২৩ সালটা ক্রিকেটপ্রেমাীদের জন্য একের পর এক চমক। আর বাড়তি চমক বলতে কি জানেন? (ছবি:X)

বিশ্বকাপ,এশিয়া কাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ সবমিলিয়ে ২০২৩ সালটা ক্রিকেটপ্রেমাীদের জন্য একের পর এক চমক। আর বাড়তি চমক বলতে কি জানেন? (ছবি:X)

1 / 9
এই সালেই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন বহু ক্রিকেটার। ভারতীয় থেকে পাকিস্তানি, বহু ক্রিকেটাররা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কোন ভারতীয় তারকারা রয়েছেন এই তালিকায়? আসুন দেখে নেওয়া যাক...(ছবি:X)

এই সালেই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন বহু ক্রিকেটার। ভারতীয় থেকে পাকিস্তানি, বহু ক্রিকেটাররা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কোন ভারতীয় তারকারা রয়েছেন এই তালিকায়? আসুন দেখে নেওয়া যাক...(ছবি:X)

2 / 9
বছরের শুরুতেই ২৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন ভারতের ভরসাযোগ্য উইকেটকিপার ব্যাটার কে এল রাহুল ও অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি। কিছুদিন প্রেম করেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। (ছবি:X)

বছরের শুরুতেই ২৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন ভারতের ভরসাযোগ্য উইকেটকিপার ব্যাটার কে এল রাহুল ও অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি। কিছুদিন প্রেম করেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। (ছবি:X)

3 / 9
রাহুলের বিয়ের ঠিক তিন দিন পর, অর্থাৎ ২৬ জানুয়ারি বিয়ে করেন অক্ষর প্যাটেল। দীর্ঘদিনের প্রেমিকা মেহার গলায় মালা দেন অক্ষর। মেহা পেশায় একজন পুষ্টিবিদ। (ছবি:X)

রাহুলের বিয়ের ঠিক তিন দিন পর, অর্থাৎ ২৬ জানুয়ারি বিয়ে করেন অক্ষর প্যাটেল। দীর্ঘদিনের প্রেমিকা মেহার গলায় মালা দেন অক্ষর। মেহা পেশায় একজন পুষ্টিবিদ। (ছবি:X)

4 / 9
এরপর ২৭ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন ভারতীয় অলরাউন্ডার শার্দূল ঠাকুর। মিত্তালি পারুলকরকে বিয়ে করেন তিনি। মিত্তালি পেশায় একজন হোম বেকার। (ছবি:X)

এরপর ২৭ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন ভারতীয় অলরাউন্ডার শার্দূল ঠাকুর। মিত্তালি পারুলকরকে বিয়ে করেন তিনি। মিত্তালি পেশায় একজন হোম বেকার। (ছবি:X)

5 / 9
২০২৩ সালেই জীবনের নতুন ইনিংস শুরু করেন ঋতুরাজ গাইকোয়াড়। উৎকর্ষ পাওয়ারের সঙ্গে সংসার পাতেন ঋতুরাজ। এই তালিকায় রয়েছেন প্রসিধ কৃষ্ণও। (ছবি:X)

২০২৩ সালেই জীবনের নতুন ইনিংস শুরু করেন ঋতুরাজ গাইকোয়াড়। উৎকর্ষ পাওয়ারের সঙ্গে সংসার পাতেন ঋতুরাজ। এই তালিকায় রয়েছেন প্রসিধ কৃষ্ণও। (ছবি:X)

6 / 9
চলতি বছরেই বিয়ে করেছেন প্রসিধও। রচনাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এই ভারতীয় তারকা। রচনা পেশায় একজন আইটিকর্মী। জন্মদিনের দিন বিয়ে করেছিলেন আরও এক ভারতীয় তারকা। (ছবি:X)

চলতি বছরেই বিয়ে করেছেন প্রসিধও। রচনাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এই ভারতীয় তারকা। রচনা পেশায় একজন আইটিকর্মী। জন্মদিনের দিন বিয়ে করেছিলেন আরও এক ভারতীয় তারকা। (ছবি:X)

7 / 9
কে জানেন? তিনি হলেন নবদীপ সাইনি। ৩রা নভেম্বর ছিল তাঁর জন্মদিন। ওইদিনই স্বাতী আস্থানার সঙ্গে নতুন পথ চলা শুরু হয় সাইনির। (ছবি:X)

কে জানেন? তিনি হলেন নবদীপ সাইনি। ৩রা নভেম্বর ছিল তাঁর জন্মদিন। ওইদিনই স্বাতী আস্থানার সঙ্গে নতুন পথ চলা শুরু হয় সাইনির। (ছবি:X)

8 / 9
এই কয়েকদিন আগের কথা। ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের মাঝেই বিয়ে করেন মুকেশ কুমার। দিব্যকে বিয়ে করেছেন তিনি।  ২৮ শে নভেম্বর চার হাত এক হয়।  (ছবি:X)

এই কয়েকদিন আগের কথা। ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের মাঝেই বিয়ে করেন মুকেশ কুমার। দিব্যকে বিয়ে করেছেন তিনি। ২৮ শে নভেম্বর চার হাত এক হয়। (ছবি:X)

9 / 9
Follow Us: