MS Dhoni: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মেন্টর মহেন্দ্র সিং ধোনি! যে কারণে হতে পারে…
MS Dhoni, T20 World Cup 2024: এ বারের আইপিএলে মহেন্দ্র সিং ধোনি অবশ্যই চেন্নাই শিবিরে থাকবেন। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে অনেক জল্পনা তৈরি হয়েছে। মহেন্দ্র সিং ধোনি কি খেলবেন? অবসর নেবেন না তো! চেন্নাই শিবিরে তাঁকে নতুন ভূমিকায় দেখা যাবে? এমন অনেক প্রশ্ন। আইপিএলের গত সংস্করণেই এই জল্পনার পরিস্থিতি তৈরি করেছিলেন মাহি। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে সঞ্চালক হর্ষ ভোগলেকে বলেছিলেন, 'আগামী মরসুমেও আমি চেন্নাই শিবিরেই থাকব, তবে মাঠে না ডাগআউটে, এটা নিশ্চিত নয়। এখনও তো অনেক সময় আছে।' সেই জল্পনাই কি সত্যি হতে চলেছে। আরও একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আবারও কিন্তু ভারতীয় দলের মেন্টর হতে পারেন মহেন্দ্র সিং ধোনি।
Most Read Stories