Shoaib Akhtar: ৪৮ বছরে মেয়ের বাবা হলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, নামও রাখলেন দ্রুতগতিতে

পাকিস্তানের (Pakistan) প্রাক্তন তারকা ক্রিকেটার শোয়েব আখতারের (Shoaib Akhtar) পরিবার বড় হল। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস এবং তাঁর স্ত্রী রুবাব খানের কোল আলো করে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। সোশ্যাল মিডিয়া সাইটে পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার শোয়েব আখতার এই খুশির খবর জানিয়েছেন।

| Updated on: Mar 02, 2024 | 6:59 PM
শোয়েব আখতারের পরিবারে খুশির হাওয়া। পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটারের স্ত্রী রুবাব খান এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছে। (ছবি-শোয়েব আখতার সোশ্যাল মিডিয়া সাইট X)

শোয়েব আখতারের পরিবারে খুশির হাওয়া। পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটারের স্ত্রী রুবাব খান এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছে। (ছবি-শোয়েব আখতার সোশ্যাল মিডিয়া সাইট X)

1 / 8
সোশ্যাল মিডিয়া সাইটে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস তাঁর ও রুবাব খানের মেয়ের জন্মের সুখবর জানিয়েছেন। মেয়েকে কোলে নিয়ে শোয়েব একটি ছবি শেয়ার করেছেন। (ছবি-শোয়েব আখতার সোশ্যাল মিডিয়া সাইট X)

সোশ্যাল মিডিয়া সাইটে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস তাঁর ও রুবাব খানের মেয়ের জন্মের সুখবর জানিয়েছেন। মেয়েকে কোলে নিয়ে শোয়েব একটি ছবি শেয়ার করেছেন। (ছবি-শোয়েব আখতার সোশ্যাল মিডিয়া সাইট X)

2 / 8
শোয়েব আখতার ও রুবাব খানের বিয়ে হয়েছিল ২০১৪ সালের ১১ নভেম্বর। রুবাবের সঙ্গে যখন শোয়েবের বিয়ে হয়েছিল তখন পাক তারকার বয়স ছিল ৩৮। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

শোয়েব আখতার ও রুবাব খানের বিয়ে হয়েছিল ২০১৪ সালের ১১ নভেম্বর। রুবাবের সঙ্গে যখন শোয়েবের বিয়ে হয়েছিল তখন পাক তারকার বয়স ছিল ৩৮। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

3 / 8
১৮ বছরের বড় শোয়বের সঙ্গে যখন রুবাবের বিয়ে হয়েছিল তখন তাঁর বয়স ছিল ২০ বছর। জানা গিয়েছিল শোয়েব আখতারের বাবা-মা রুবাবের সঙ্গে তাঁদের ছেলের বিয়ে ঠিক করেছিলেন। (ছবি-শোয়েব আখতার সোশ্যাল মিডিয়া সাইট X)

১৮ বছরের বড় শোয়বের সঙ্গে যখন রুবাবের বিয়ে হয়েছিল তখন তাঁর বয়স ছিল ২০ বছর। জানা গিয়েছিল শোয়েব আখতারের বাবা-মা রুবাবের সঙ্গে তাঁদের ছেলের বিয়ে ঠিক করেছিলেন। (ছবি-শোয়েব আখতার সোশ্যাল মিডিয়া সাইট X)

4 / 8
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হরিপুরে একটি ব্যক্তিহত নিকাহ অনুষ্ঠানে শোয়েব আখতার ও রুবাব খানের বিয়ে হয়েছিল। (ছবি-শোয়েব আখতার সোশ্যাল মিডিয়া সাইট X)

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হরিপুরে একটি ব্যক্তিহত নিকাহ অনুষ্ঠানে শোয়েব আখতার ও রুবাব খানের বিয়ে হয়েছিল। (ছবি-শোয়েব আখতার সোশ্যাল মিডিয়া সাইট X)

5 / 8
২০১৬ সালের নভেম্বরে শোয়েব আখতার ও রুবাব খানের প্রথম ছেলে মহম্মদ মাইকেল আলির জন্ম হয়। (ছবি-শোয়েব আখতার সোশ্যাল মিডিয়া সাইট X)

২০১৬ সালের নভেম্বরে শোয়েব আখতার ও রুবাব খানের প্রথম ছেলে মহম্মদ মাইকেল আলির জন্ম হয়। (ছবি-শোয়েব আখতার সোশ্যাল মিডিয়া সাইট X)

6 / 8
২০১৯ সালের ১৪ জুলাই রাওয়ালপিন্ডি এক্সপ্রেস দ্বিতীয় বার বাবা হন। শোয়েব আখতার ও রুবাব খানের দ্বিতীয় ছেলের নাম দিয়েছিলেন মহম্মদ মুজাদ্দিদ। (ছবি-শোয়েব আখতার সোশ্যাল মিডিয়া সাইট X)

২০১৯ সালের ১৪ জুলাই রাওয়ালপিন্ডি এক্সপ্রেস দ্বিতীয় বার বাবা হন। শোয়েব আখতার ও রুবাব খানের দ্বিতীয় ছেলের নাম দিয়েছিলেন মহম্মদ মুজাদ্দিদ। (ছবি-শোয়েব আখতার সোশ্যাল মিডিয়া সাইট X)

7 / 8
এ বার শোয়েব ও রুবাব তাঁদের মেয়ের নাম রেখেছেন নুরে আলি আখতার। ইসলামে নুরে শব্দর অর্থ সৌন্দর্য। (ছবি-শোয়েব আখতার সোশ্যাল মিডিয়া সাইট X)

এ বার শোয়েব ও রুবাব তাঁদের মেয়ের নাম রেখেছেন নুরে আলি আখতার। ইসলামে নুরে শব্দর অর্থ সৌন্দর্য। (ছবি-শোয়েব আখতার সোশ্যাল মিডিয়া সাইট X)

8 / 8
Follow Us: