IND vs NZ, ICC World Cup: সুপার সানডেতে ভারত-নিউজিল্যান্ডের মেগা ম্যাচ, নজরে থাকবেন দুই দলের কোন তারকারা
IND vs NZ, ICC ODI World Cup 2023: চলতি ওডিআই বিশ্বকাপে এখনও অবধি ফুল মার্কস পেয়েছে ভারত ও নিউজিল্যান্ড। রোহিত শর্মারা ৪টি ম্যাচ খেলেছেন। জিতেছেন ৪টিতেই। অন্যদিকে ডেভন কনওয়ে-টম ল্যাথামরাও ৪টি ম্যাচ খেলে জিতেছেন ৪টিতেই। পয়েন্ট টেবলের প্রথম দুই দল আজ মুখোমুখি। এই ম্যাচে ভারত চোটের কারণে পাবে না হার্দিক পান্ডিয়াকে। কিউয়িদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন এখনও পুরোপুরি ফিট নন। ফলে এই ম্যাচে তাঁকেও না পাওয়া যেতে পারে। ধরমশালায় কোন টিমের জয়রথ থামে, এ বার সেটাই দেখার।
Most Read Stories