IND vs NZ, ICC World Cup: সুপার সানডেতে ভারত-নিউজিল্যান্ডের মেগা ম্যাচ, নজরে থাকবেন দুই দলের কোন তারকারা

IND vs NZ, ICC ODI World Cup 2023: চলতি ওডিআই বিশ্বকাপে এখনও অবধি ফুল মার্কস পেয়েছে ভারত ও নিউজিল্যান্ড। রোহিত শর্মারা ৪টি ম্যাচ খেলেছেন। জিতেছেন ৪টিতেই। অন্যদিকে ডেভন কনওয়ে-টম ল্যাথামরাও ৪টি ম্যাচ খেলে জিতেছেন ৪টিতেই। পয়েন্ট টেবলের প্রথম দুই দল আজ মুখোমুখি। এই ম্যাচে ভারত চোটের কারণে পাবে না হার্দিক পান্ডিয়াকে। কিউয়িদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন এখনও পুরোপুরি ফিট নন। ফলে এই ম্যাচে তাঁকেও না পাওয়া যেতে পারে। ধরমশালায় কোন টিমের জয়রথ থামে, এ বার সেটাই দেখার।

| Edited By: | Updated on: Oct 22, 2023 | 9:00 AM
চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে রোহিত শর্মার ভারত। পিছিয়ে নেই নিউজিল্যান্ড। পয়েন্ট টেবলের প্রথম দুই দল আজ ধরমশালায় মুখোমুখি। এই ম্যাচে বিশেষ নজরে থাকবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় রোহিত রয়েছেন ২ নম্বরে। তাঁর ব্যাটে ৪ ম্যাচে এসেছে ২৬৫ রান। (ছবি-পিটিআই)

চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে রোহিত শর্মার ভারত। পিছিয়ে নেই নিউজিল্যান্ড। পয়েন্ট টেবলের প্রথম দুই দল আজ ধরমশালায় মুখোমুখি। এই ম্যাচে বিশেষ নজরে থাকবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় রোহিত রয়েছেন ২ নম্বরে। তাঁর ব্যাটে ৪ ম্যাচে এসেছে ২৬৫ রান। (ছবি-পিটিআই)

1 / 8
রোহিত শর্মার পাশাপাশি ধরমশালায় বিশেষ নজর থাকবে কিং কোহলির দিকে। চলতি ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ৪ ম্যাচে কোহলি করেছেন ২৫৯ রান। (ছবি-পিটিআই)

রোহিত শর্মার পাশাপাশি ধরমশালায় বিশেষ নজর থাকবে কিং কোহলির দিকে। চলতি ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ৪ ম্যাচে কোহলি করেছেন ২৫৯ রান। (ছবি-পিটিআই)

2 / 8
ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের যে বোলারের দিকে বিশেষ নজর থাকবে, তিনি জসপ্রীত বুমরা। এখনও অবধি বুমরা বিশ্বকাপে ৪ ম্যাচে খেলে ১০ উইকেট নিয়েছেন। চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় তৃতীয় স্থানে বুমরা। (ছবি-পিটিআই)

ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের যে বোলারের দিকে বিশেষ নজর থাকবে, তিনি জসপ্রীত বুমরা। এখনও অবধি বুমরা বিশ্বকাপে ৪ ম্যাচে খেলে ১০ উইকেট নিয়েছেন। চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় তৃতীয় স্থানে বুমরা। (ছবি-পিটিআই)

3 / 8
ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার দিকে নজর থাকবে ধরমশালায়। বিশ্বকাপে এখনও অবধি ৭টি উইকেট নিয়েছেন জাডেজা। একটি ম্যাচেও ব্যাট করতে হয়নি তাঁকে। বাংলাদেশ ম্য়াচের পর হাঁটুতে আইসপ্যাক লাগাতে দেখা গিয়েছিল তাঁকে। তার পরই উদ্বেগ দেখা দিয়েছে জাডেজাকে ঘিরে। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধরমশালায় তাঁকে দেখা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদি একাদশে থাকেন, তা হলে অবশ্যই বাড়তি নজর রাখতে হবে জাডেজার দিকে। (ছবি-পিটিআই)

ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার দিকে নজর থাকবে ধরমশালায়। বিশ্বকাপে এখনও অবধি ৭টি উইকেট নিয়েছেন জাডেজা। একটি ম্যাচেও ব্যাট করতে হয়নি তাঁকে। বাংলাদেশ ম্য়াচের পর হাঁটুতে আইসপ্যাক লাগাতে দেখা গিয়েছিল তাঁকে। তার পরই উদ্বেগ দেখা দিয়েছে জাডেজাকে ঘিরে। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধরমশালায় তাঁকে দেখা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদি একাদশে থাকেন, তা হলে অবশ্যই বাড়তি নজর রাখতে হবে জাডেজার দিকে। (ছবি-পিটিআই)

4 / 8
চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ডেভন কনওয়ে। তিনি এ বারের বিশ্বকাপে এখনও এবধি ৪টি ম্যাচে ২৪৯ রান করেছেন। বুমরা-সিরাজদের বিরুদ্ধে কনওয়ের ব্যাট জ্বলে উঠলে ভারতের চাপ বেশ বাড়তে পারে। তাই আজকের ম্যাচে নজর থাকবে কনওয়ের দিকেও। (ছবি-পিটিআই)

চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ডেভন কনওয়ে। তিনি এ বারের বিশ্বকাপে এখনও এবধি ৪টি ম্যাচে ২৪৯ রান করেছেন। বুমরা-সিরাজদের বিরুদ্ধে কনওয়ের ব্যাট জ্বলে উঠলে ভারতের চাপ বেশ বাড়তে পারে। তাই আজকের ম্যাচে নজর থাকবে কনওয়ের দিকেও। (ছবি-পিটিআই)

5 / 8
নিউজিল্যান্ডের তরুণ ওপেনার রাচিন রবীন্দ্রর দিকে নজর না রাখলেই নয়। তিনি এ বারের বিশ্বকাপে এখনও অবধি ৪ ম্যাচে করেছেন ২১৫ রান। ভালো ছন্দে রয়েছেন তিনিও। তাই ভারতের বিরুদ্ধে বিশেষ নজর থাকবে রাচিন রবীন্দ্রর দিকে। (ছবি-পিটিআই)

নিউজিল্যান্ডের তরুণ ওপেনার রাচিন রবীন্দ্রর দিকে নজর না রাখলেই নয়। তিনি এ বারের বিশ্বকাপে এখনও অবধি ৪ ম্যাচে করেছেন ২১৫ রান। ভালো ছন্দে রয়েছেন তিনিও। তাই ভারতের বিরুদ্ধে বিশেষ নজর থাকবে রাচিন রবীন্দ্রর দিকে। (ছবি-পিটিআই)

6 / 8
 ধরমশালায় ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচে বিশেষ নজরে থাকবেন কিউয়ি তারকা ক্রিকেটার মিচেল স্যান্টনার। তিনি এখনও অবধি চলতি বিশ্বকাপে চার ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন। বিরাট-রোহিতদের চাপে ফেলার জন্য ভালো মতোই তৈরি স্যান্টনার।  (ছবি-পিটিআই)

ধরমশালায় ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচে বিশেষ নজরে থাকবেন কিউয়ি তারকা ক্রিকেটার মিচেল স্যান্টনার। তিনি এখনও অবধি চলতি বিশ্বকাপে চার ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন। বিরাট-রোহিতদের চাপে ফেলার জন্য ভালো মতোই তৈরি স্যান্টনার। (ছবি-পিটিআই)

7 / 8
নিউজিল্যান্ডের তারকা বোলার ট্রেন্ট বোল্ট ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এ বারের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে আজ ধরমশালায় জ্বলে উঠে পারেন বোল্ট। (ছবি-পিটিআই)

নিউজিল্যান্ডের তারকা বোলার ট্রেন্ট বোল্ট ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এ বারের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে আজ ধরমশালায় জ্বলে উঠে পারেন বোল্ট। (ছবি-পিটিআই)

8 / 8
Follow Us: