KKR Captain: কেকেআরে শ্রেয়সের ফেলে রাখা মসনদে বসতে চলেছেন রিঙ্কু সিং? সূত্র বলছে…
Rinku Singh: আইপিএলের মেগা নিলামের আগে অবধি কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে দামি ক্রিকেটার রিঙ্কু সিং। তাঁকে ১৩ কোটি টাকায় রিটেন করেছে কেকেআর। সব ঠিক ঠাক থাকলে শ্রেয়স আইয়ারের ফেলে রাখা মসনদে বসতে চলেছেন আলিগড়ের ছেলে।
1 / 8
জেড্ডায় হতে চলা আইপিএলের মেগা নিলামের আগে ৬জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। সেই ৬ ক্রিকেটারের মধ্যে সবচেয়ে দামি রিঙ্কু সিং। (ছবি-পিটিআই)
2 / 8
রিঙ্কু সিংকে ছাড়া সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, রমনদীপ সিংকে রিটেন করেছে আইপিএলের তিন বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। (ছবি-পিটিআই)
3 / 8
ক্যারিবিয়ান সুপারস্টার সুনীল নারিন, আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটারকে কেকেআর রিটেন করলেও দলের বর্তমান সবচেয়ে দামি ক্রিকেটার আলিগড়ের ছেলে রিঙ্কু সিং। (ছবি-পিটিআই)
4 / 8
শ্রেয়স আইয়ারকে রিটেন করেনি কেকেআর। কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর জানিয়েছিলেন, মেগা নিলামে উঠতে চান শ্রেয়স। নিজের দর বুঝতে এই পথ বেছে নিয়েছেন তিনি। (ছবি-পিটিআই)
5 / 8
শ্রেয়স আইয়ার ১৭তম আইপিএলে কেকেআরের ক্যাপ্টেন ছিলেন। তিনি যেহেতু নিলামে উঠতে চলেছেন, তাই কেকেআর ক্যাপ্টেনের খোঁজে রয়েছে। সেখানেও এগিয়ে রয়েছে রিঙ্কুর নাম। (ছবি-পিটিআই)
6 / 8
একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কেকেআরে শ্রেয়সের ফেলে যাওয়া মসনদে বসতে পারেন রিঙ্কু সিং। যদিও শাহরুখ খানের দলের পক্ষ থেকে এখনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি। (ছবি-পিটিআই)
7 / 8
রিঙ্কু সিং এ বছরই উত্তরপ্রদেশ টি-২০ লিগে মিরাট ম্যাভেরিক্স টিমকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর দল ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছিল। ফলে কেকেআর তাঁর হাতে নেতৃত্ব তুলে দিলে অবাক হওয়ার থাকবে না। (ছবি-পিটিআই)
8 / 8
আলিগড়ের ছেলে রিঙ্কু সিং কেকেআরে গত মরসুমে সেই অর্থে ব্যাটিংয়ের সুযোগ পাননি। কিন্তু যখন সুযোগ পেয়েছেন, চেষ্টা করেছেন দলকে সাহায্য করার। যদি আসন্ন আইপিএলে রিঙ্কুকে ক্যাপ্টেন বানায় কেকেআর, তা হলে তাঁর কাঁধে যে গুরুদায়িত্ব চলে আসবে, তা বলার অপেক্ষা রাখে না। (ছবি-পিটিআই)