IPL 2024: রোহিত-হার্দিক-ওয়ার্নদের এলিট গ্রুপ প্রবেশের সুযোগ শুভমনের

আইপিএলের প্রতিটি মরসুম নতুন নতুন গল্প তৈরি করে। এ বারের আইপিএলেও তেমনই একঝাঁক গল্প নিশ্চিত ভাবেই তৈরি হবে। ক্রিকেট প্রেমীরা তার অপেক্ষায় রয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম মরসুম শুরু হওয়ার আগে এক ঝলকে দেখে নিন অতীতে আইপিএলে অধিনায়ক হিসেবে অভিষেক মরসুমে কোন ক্রিকেটাররা দলকে চ্যাম্পিয়ন বানিয়েছেন।

| Updated on: Mar 21, 2024 | 7:30 AM
১৭তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দোরগোড়ায়। ২২ মার্চ শুরু হবে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। ১০ দল আবার নতুন রূপে আইপিএল খেতাব জয়ের লড়াইয়ে নেমে পড়বে।

১৭তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দোরগোড়ায়। ২২ মার্চ শুরু হবে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। ১০ দল আবার নতুন রূপে আইপিএল খেতাব জয়ের লড়াইয়ে নেমে পড়বে।

1 / 8
এ বারের আইপিএল শুরু হওয়ার আগে জেনে নিন অতীতে আইপিএলে ক্যাপ্টেন হিসেবে অভিষেক মরসুমে কোন কোন ক্রিকেটার তাঁদের দলকে চ্যাম্পিয়ন বানাতে পেরেছেন।

এ বারের আইপিএল শুরু হওয়ার আগে জেনে নিন অতীতে আইপিএলে ক্যাপ্টেন হিসেবে অভিষেক মরসুমে কোন কোন ক্রিকেটার তাঁদের দলকে চ্যাম্পিয়ন বানাতে পেরেছেন।

2 / 8
এই তালিকায় সবার উপরে রয়েছে অজি কিংবদন্তি শেন ওয়ার্নের নাম। ২০০৮ সালে আইপিএলের অভিষেক হয়েছিল। সে বার শেন ওয়ার্নের নেতৃত্বে রাজস্থান রয়্যালস আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল।

এই তালিকায় সবার উপরে রয়েছে অজি কিংবদন্তি শেন ওয়ার্নের নাম। ২০০৮ সালে আইপিএলের অভিষেক হয়েছিল। সে বার শেন ওয়ার্নের নেতৃত্বে রাজস্থান রয়্যালস আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল।

3 / 8
অজি কিংবদন্তি শেন ওয়ার্নের পর এই রেকর্ড গড়েছিলেন রোহিত শর্মা। ২০১৩ সালে রোহিতের আইপিএলে ক্যাপ্টেন হিসেবে অভিষেক হয়েছিল। সে বার তিনি মুম্বই ইন্ডিয়ান্সকে আইপিএল চ্যাম্পিয়ন বানিয়েছিলেন।

অজি কিংবদন্তি শেন ওয়ার্নের পর এই রেকর্ড গড়েছিলেন রোহিত শর্মা। ২০১৩ সালে রোহিতের আইপিএলে ক্যাপ্টেন হিসেবে অভিষেক হয়েছিল। সে বার তিনি মুম্বই ইন্ডিয়ান্সকে আইপিএল চ্যাম্পিয়ন বানিয়েছিলেন।

4 / 8
রোহিত শর্মার পর আইপিএলে অধিনায়ক হিসেবে দলকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। ২০২২ সালে হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটান্স টিমকে আইপিএল চ্যাম্পিয়ন বানিয়েছিলেন।

রোহিত শর্মার পর আইপিএলে অধিনায়ক হিসেবে দলকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। ২০২২ সালে হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটান্স টিমকে আইপিএল চ্যাম্পিয়ন বানিয়েছিলেন।

5 / 8
১৭তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পঞ্জাবের ছেলে শুভমন গিলের সামনে রোহিত-হার্দিক-ওয়ার্নদের এলিট গ্রুপ প্রবেশের সুযোগ থাকছে।

১৭তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পঞ্জাবের ছেলে শুভমন গিলের সামনে রোহিত-হার্দিক-ওয়ার্নদের এলিট গ্রুপ প্রবেশের সুযোগ থাকছে।

6 / 8
আসলে এ বারের আইপিএলে প্রথম গুজরাট টাইটান্স টিমকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। তিনি যদি এ বার গুজরাটকে চ্যাম্পিয়ন বানাতে পারেন, তা হলে ক্যাপ্টেন্সি ডেবিউ মরসুমে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়ে ফেলবেন।

আসলে এ বারের আইপিএলে প্রথম গুজরাট টাইটান্স টিমকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। তিনি যদি এ বার গুজরাটকে চ্যাম্পিয়ন বানাতে পারেন, তা হলে ক্যাপ্টেন্সি ডেবিউ মরসুমে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়ে ফেলবেন।

7 / 8
উল্লেখ্য, গুজরাট টাইটান্স থেকে ট্রেডিংয়ে মুম্বই ইন্ডিয়ান্সে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। তিনি মুম্বইয়ে যোগ দেওয়ার পর গুজরাটের নতুন নেতা হিসেবে বেছে নেওয়া হয় শুভমন গিলকে।

উল্লেখ্য, গুজরাট টাইটান্স থেকে ট্রেডিংয়ে মুম্বই ইন্ডিয়ান্সে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। তিনি মুম্বইয়ে যোগ দেওয়ার পর গুজরাটের নতুন নেতা হিসেবে বেছে নেওয়া হয় শুভমন গিলকে।

8 / 8
Follow Us: