Shreyanka Patil: বিরাটকে ঈশ্বরের আসনে বসানো শ্রেয়াঙ্কার শেষ ওভারে বাজিমাত ভারতের

India Women's A, England Women's A: একই বলে হাড্ডাহাড্ডি ম্যাচ। ফয়সলা গড়াল শেষ বল অবধি। শুধু যে পুরুষ ক্রিকেটেই হাড্ডাহাড্ডি ম্যাচ হয় তেমনটা নয়। পরিস্থিতি বদলেছে। মহিলাদের ক্রিকেটেও অনেক রোমাঞ্চকর ম্যাচ দেখা যায়। তারই এক নিদর্শন দেখা গেল ভারতের মাটিতে চলতি ভারতীয় মহিলা এ দল ও ইংল্যান্ড মহিলা এ দলের টি-২০ (T20) সিরিজে। তিন ম্যাচের টি-২০ সিরিজে আপাতত ১-০ এগিয়ে ভারতের মেয়েরা।

| Edited By: | Updated on: Nov 30, 2023 | 12:05 AM
ভারতের মাটিতে চলছে টিম ইন্ডিয়া মহিলা এ ও ইংল্যান্ডের মহিলা এ দলের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচ বেশ রোমাঞ্চকর হয়েছে। আরও বলা ভালো শ্রেয়াঙ্কা পাটিল (Shreyanka Patil) এই ম্যাচ আরও রোমাঞ্চকর করে তুলেছিলেন।

ভারতের মাটিতে চলছে টিম ইন্ডিয়া মহিলা এ ও ইংল্যান্ডের মহিলা এ দলের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচ বেশ রোমাঞ্চকর হয়েছে। আরও বলা ভালো শ্রেয়াঙ্কা পাটিল (Shreyanka Patil) এই ম্যাচ আরও রোমাঞ্চকর করে তুলেছিলেন।

1 / 8
বিরাট কোহলিকে ভগবান মনে করা ভারতীয় মহিলা ক্রিকেটার শ্রেয়াঙ্কা পাটিল বর্তমানে ব্যস্ত ভারত মহিলা এ বনাম ইংল্যান্ড মহিলা এ দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।

বিরাট কোহলিকে ভগবান মনে করা ভারতীয় মহিলা ক্রিকেটার শ্রেয়াঙ্কা পাটিল বর্তমানে ব্যস্ত ভারত মহিলা এ বনাম ইংল্যান্ড মহিলা এ দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।

2 / 8
এই সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে ভারতের মেয়েরা। শেষ ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শ্রেয়াঙ্কা পাটিল। ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন তিনি।

এই সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে ভারতের মেয়েরা। শেষ ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শ্রেয়াঙ্কা পাটিল। ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন তিনি।

3 / 8
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত এ মহিলা দলের অধিনায়ক মিন্নু মানি। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৩৪ রান তোলেন ভারতের মেয়েরা।

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত এ মহিলা দলের অধিনায়ক মিন্নু মানি। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৩৪ রান তোলেন ভারতের মেয়েরা।

4 / 8
১৩৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ভালোই এগোচ্ছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। শেষ ওভারে জিততে হলে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৩ রান। সেখানেই বাজিমাত করেন শ্রেয়াঙ্কা।

১৩৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ভালোই এগোচ্ছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। শেষ ওভারে জিততে হলে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৩ রান। সেখানেই বাজিমাত করেন শ্রেয়াঙ্কা।

5 / 8
অবশ্য শেষ ওভারে ১২ রান আটকানোর দায়িত্ব পড়ে শ্রেয়াঙ্কা পাটিলের উপর। প্রথম বলেই তিনি লেগবাই দিয়ে বসেন।

অবশ্য শেষ ওভারে ১২ রান আটকানোর দায়িত্ব পড়ে শ্রেয়াঙ্কা পাটিলের উপর। প্রথম বলেই তিনি লেগবাই দিয়ে বসেন।

6 / 8
শেষ ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে আরও ৩ রান দেন শ্রেয়াঙ্কা পাটিল। ফলে ওই সময় ইংল্যান্ডকে জিততে হলে তুলতে হত আর ৩ রান।

শেষ ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে আরও ৩ রান দেন শ্রেয়াঙ্কা পাটিল। ফলে ওই সময় ইংল্যান্ডকে জিততে হলে তুলতে হত আর ৩ রান।

7 / 8
শেষ বেলায় বাজিমাত করেন শ্রেয়াঙ্কা। পরপর ২ বলে দুটি উইকেট তুলে নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন তিনি। শ্রেয়ঙ্কার অনবদ্য শেষ ওভারে ৩ রানে জয় ভারতের। ফলে থ্রি লায়ন্সদের বিরুদ্ধে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত।

শেষ বেলায় বাজিমাত করেন শ্রেয়াঙ্কা। পরপর ২ বলে দুটি উইকেট তুলে নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন তিনি। শ্রেয়ঙ্কার অনবদ্য শেষ ওভারে ৩ রানে জয় ভারতের। ফলে থ্রি লায়ন্সদের বিরুদ্ধে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত।

8 / 8
Follow Us:
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...