AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shreyas Iyer-Mohammed Siraj: বলি নায়িকা না হয়েও শ্রেয়স-সিরাজের প্রেয়সী! তাক লাগালেন কোন স্টার কিড?

ভারতের তারকা ক্রিকেটারদের সঙ্গে বলিউডের সেলিব্রিটিদের নাম জড়ানো নতুন বিষয় নয়। এ বার স্টার কিডের সঙ্গে দেখা গেল টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার ও মহম্মদ সিরাজ। বলি নায়িকা না হয়েও কে শ্রেয়স-সিরাজের প্রেয়সী?

| Updated on: Jan 24, 2025 | 6:30 PM
Share
দেশের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ারকে সম্প্রতি দেখা গিয়েছে জ়নাই ভোঁসলের সঙ্গে। কে তিনি? পদবি দেখে অনেকেই আন্দাজ করতে পারেন, জ়নাইয়ের সঙ্গে যোগ রয়েছে আশা ভোঁসলের।

দেশের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ারকে সম্প্রতি দেখা গিয়েছে জ়নাই ভোঁসলের সঙ্গে। কে তিনি? পদবি দেখে অনেকেই আন্দাজ করতে পারেন, জ়নাইয়ের সঙ্গে যোগ রয়েছে আশা ভোঁসলের।

1 / 8
সত্যিই কি আশা ভোঁসলের কেউ হন জ়নাই ভোঁসলে? এটা ঠিক। ভারতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের নাতনি জ়নাই ভোসলে।

সত্যিই কি আশা ভোঁসলের কেউ হন জ়নাই ভোঁসলে? এটা ঠিক। ভারতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের নাতনি জ়নাই ভোসলে।

2 / 8
 কিংবদন্তি ভারতীয় গায়িকা আশা ভোঁসলের নাতনির জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ। জ়নাই নিজের ইন্সটাগ্রামে এক ঝাঁক ছবি শেয়ার করেছেন।

কিংবদন্তি ভারতীয় গায়িকা আশা ভোঁসলের নাতনির জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ। জ়নাই নিজের ইন্সটাগ্রামে এক ঝাঁক ছবি শেয়ার করেছেন।

3 / 8
টিম ইন্ডিয়ার তারকা বোলার মহম্মদ সিরাজের সঙ্গে খোশমেজাজে জ়নাই ভোঁসলের গল্প করার এক ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

টিম ইন্ডিয়ার তারকা বোলার মহম্মদ সিরাজের সঙ্গে খোশমেজাজে জ়নাই ভোঁসলের গল্প করার এক ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

4 / 8
বলিউড তারকা জ্যাকি শ্রফ এবং ক্রিকেটার সূয়াশ প্রভুদেশাইয়ের সঙ্গেও জ়নাই ভোঁসলের ছবি দেখা গিয়েছে ইন্সটাগ্রামে।

বলিউড তারকা জ্যাকি শ্রফ এবং ক্রিকেটার সূয়াশ প্রভুদেশাইয়ের সঙ্গেও জ়নাই ভোঁসলের ছবি দেখা গিয়েছে ইন্সটাগ্রামে।

5 / 8
২০০২ সালে জন্ম আশা ভোঁসলের নাতনি জ়নাই ভোঁসলের। ইন্সটাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, '23' done right'।

২০০২ সালে জন্ম আশা ভোঁসলের নাতনি জ়নাই ভোঁসলের। ইন্সটাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, '23' done right'।

6 / 8
বলিউডে পা এখনও রাখেননি জ়নাই ভোঁসলে। তবে তাঁর বলিডউ ডেবিউ হওয়ার কথা শোনা যাচ্ছে 'দ্য প্রাইড অব ভারত-ছত্রপতি শিবাজী মহারাজ' সিনেমায়।

বলিউডে পা এখনও রাখেননি জ়নাই ভোঁসলে। তবে তাঁর বলিডউ ডেবিউ হওয়ার কথা শোনা যাচ্ছে 'দ্য প্রাইড অব ভারত-ছত্রপতি শিবাজী মহারাজ' সিনেমায়।

7 / 8
২০২৭ সালে  'দ্য প্রাইড অব ভারত-ছত্রপতি শিবাজী মহারাজ' সিনেমাটি রিলিজ় করবে। সেখানে শিবাজী মহারাজের স্ত্রী রানি সাই ভোঁসলের ভূমিকায় দেখা যাবে জ়নাই ভোঁসলেকে।

২০২৭ সালে 'দ্য প্রাইড অব ভারত-ছত্রপতি শিবাজী মহারাজ' সিনেমাটি রিলিজ় করবে। সেখানে শিবাজী মহারাজের স্ত্রী রানি সাই ভোঁসলের ভূমিকায় দেখা যাবে জ়নাই ভোঁসলেকে।

8 / 8