IPL Auction 2024: তেইশের ‘ক্যারাটে কিড’ থেকে তেত্রিশের স্টার্ক, IPL নিলামে দরে ‘মরুঝড়’ তুলবেন যাঁরা

IPL 2024 Mini Auction: মঞ্চ প্রস্তুত। আইপিএলের নিলামের জন্য মরুশহরে একটা সাজো সাজো রব। নিলাম টেবলে মোট ৩৩৩ জন ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হবে। সেখানে দরে 'মরুঝড়' তুলতে পারেন ভারতের ও বিদেশের একাধিক ক্রিকেটার। তাতে ১১৯ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারের দিকে বাড়তি নজর থাকবে। এই তালিকায় রয়েছেন তেইশের 'ক্যারাটে কিড' থেকে তেত্রিশের স্টার্ক।

| Edited By: | Updated on: Dec 17, 2023 | 8:00 AM
দুবাইতে হতে চলা আইপিএল নিলাম টেবলে মোট ৩৩৩ জন ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হবে। সেখানে দরে 'মরুঝড়' তুলতে পারেন ভারতের ও বিদেশের একাধিক ক্রিকেটার। তাতে ১১৯ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারের দিকে বাড়তি নজর থাকবে।

দুবাইতে হতে চলা আইপিএল নিলাম টেবলে মোট ৩৩৩ জন ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হবে। সেখানে দরে 'মরুঝড়' তুলতে পারেন ভারতের ও বিদেশের একাধিক ক্রিকেটার। তাতে ১১৯ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারের দিকে বাড়তি নজর থাকবে।

1 / 8
ট্রাভিস হেড - অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করে জিততে দলকে সাহায্য করেছিলেন। অতীতে আরসিবির হয়ে ট্রাভিস হেডের আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। অস্ট্রেলিয়ার জার্সিতে ২৩টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৫৪ রান করেছেন ২৯ বছর বয়সী হেড। তাঁর বেস প্রাইস ২ কোটি টাকা। নিলাম টেবলে তাঁকে নিয়ে দঁড়ি টানাটানি হতে পারে।

ট্রাভিস হেড - অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করে জিততে দলকে সাহায্য করেছিলেন। অতীতে আরসিবির হয়ে ট্রাভিস হেডের আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। অস্ট্রেলিয়ার জার্সিতে ২৩টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৫৪ রান করেছেন ২৯ বছর বয়সী হেড। তাঁর বেস প্রাইস ২ কোটি টাকা। নিলাম টেবলে তাঁকে নিয়ে দঁড়ি টানাটানি হতে পারে।

2 / 8
রাচিন রবীন্দ্র - নিউজিল্যান্ডের তরুণ ওপেনার রাচিন রবীন্দ্রর জন্য টাকার থলি নিয়ে তৈরি একাধিক ফ্র্যাঞ্চাইজি। ২৪ বছর বয়সী কিউয়ি ক্রিকেটার রাচিনের বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। ব্যাটে-বলে রাচিন দক্ষ। ফলে এই তরুণ ক্রিকেটারক দলে নেওয়ার জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে দারুণ লড়াই হতে চলেছে।

রাচিন রবীন্দ্র - নিউজিল্যান্ডের তরুণ ওপেনার রাচিন রবীন্দ্রর জন্য টাকার থলি নিয়ে তৈরি একাধিক ফ্র্যাঞ্চাইজি। ২৪ বছর বয়সী কিউয়ি ক্রিকেটার রাচিনের বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। ব্যাটে-বলে রাচিন দক্ষ। ফলে এই তরুণ ক্রিকেটারক দলে নেওয়ার জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে দারুণ লড়াই হতে চলেছে।

3 / 8
প্যাট কামিন্স - অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আসন্ন আইপিএলের নিলামে নজরে থাকবেন। ২০২৩ এর আইপিএলে খেলেননি কামিন্স। ২০২০ সালের নিলামে কেকেআর তাঁকে ১৫.৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল। ২০২৪ আইপিএল নিলামে কামিন্সের বেস প্রাইস ২ কোটি টাকা। তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সম্পর্কে সকলেই অবগত। ভারতের মাটিতে বোলিংয়ে পারদর্শী তিনি। দলের প্রয়োজনে ব্যাটিংও করতে পারেন। ফলে ৩০ বছর বয়সী কামিন্সও আইপিএল নিলামে নজরে থাকবেন।

প্যাট কামিন্স - অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আসন্ন আইপিএলের নিলামে নজরে থাকবেন। ২০২৩ এর আইপিএলে খেলেননি কামিন্স। ২০২০ সালের নিলামে কেকেআর তাঁকে ১৫.৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল। ২০২৪ আইপিএল নিলামে কামিন্সের বেস প্রাইস ২ কোটি টাকা। তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সম্পর্কে সকলেই অবগত। ভারতের মাটিতে বোলিংয়ে পারদর্শী তিনি। দলের প্রয়োজনে ব্যাটিংও করতে পারেন। ফলে ৩০ বছর বয়সী কামিন্সও আইপিএল নিলামে নজরে থাকবেন।

4 / 8
জেরাল্ড কোৎজে - 'ক্যারাটে কিড'এর ভক্ত দক্ষিণ আফ্রিকার তরুণ তুর্কি জেরাল্ড কোৎজে। এই প্রোটিয়া অলরাউন্ডার আসন্ন আইপিএল নিলামে একাধিক দলের নজরে থাকবেন। তাঁর বেস প্রাইস ২ কোটি টাকা। নিশ্চিতভাবে তার থেকে বেশি দর পেতে চলেছেন জেরাল্ড কোৎজে।

জেরাল্ড কোৎজে - 'ক্যারাটে কিড'এর ভক্ত দক্ষিণ আফ্রিকার তরুণ তুর্কি জেরাল্ড কোৎজে। এই প্রোটিয়া অলরাউন্ডার আসন্ন আইপিএল নিলামে একাধিক দলের নজরে থাকবেন। তাঁর বেস প্রাইস ২ কোটি টাকা। নিশ্চিতভাবে তার থেকে বেশি দর পেতে চলেছেন জেরাল্ড কোৎজে।

5 / 8
ড্যারেল মিচেল - ৩২ বছর বয়সী কিউয়ি ক্রিকেটার ড্যারেল মিচেল আসন্ন আইপিএলে নজরে থাকবেন। নিউজিল্যান্ডের এই অলরাউন্ডারের বেস প্রাইস ১ কোটি টাকা। ওডিআই বিশ্বকাপ সেমিফাইনালে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মিচেল। এই অভিজ্ঞ ক্রিকেটারকে নিতে যে কারণে ভালো বিড হতে পারে।

ড্যারেল মিচেল - ৩২ বছর বয়সী কিউয়ি ক্রিকেটার ড্যারেল মিচেল আসন্ন আইপিএলে নজরে থাকবেন। নিউজিল্যান্ডের এই অলরাউন্ডারের বেস প্রাইস ১ কোটি টাকা। ওডিআই বিশ্বকাপ সেমিফাইনালে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মিচেল। এই অভিজ্ঞ ক্রিকেটারকে নিতে যে কারণে ভালো বিড হতে পারে।

6 / 8
মিচেল স্টার্ক - দীর্ঘদিন আইপিএলে খেলেননি অজি তারকা বোলার মিচেল স্টার্ক। তাঁর বেস প্রাইস ২ কোটি টাকা। অতীতে আরসিবির হয়ে আইপিএলে খেলেছেন মিচেল স্টার্ক। আইপিএল কেরিয়ারে ২৭টি ম্যাচে ৩৪টি উইকেট নিয়েছিলেন স্টার্ক। ভারতে কয়েকদিন আগে হওয়া ওডিআই বিশ্বকাপে ২০টি উইকেট নিয়েছেন স্টার্ক। অজি তারকা ছন্দে রয়েছেন। যে কারণে আইপিএল নিলামে তিনি একাধিক দলের নজরে থাকতে পারেন।

মিচেল স্টার্ক - দীর্ঘদিন আইপিএলে খেলেননি অজি তারকা বোলার মিচেল স্টার্ক। তাঁর বেস প্রাইস ২ কোটি টাকা। অতীতে আরসিবির হয়ে আইপিএলে খেলেছেন মিচেল স্টার্ক। আইপিএল কেরিয়ারে ২৭টি ম্যাচে ৩৪টি উইকেট নিয়েছিলেন স্টার্ক। ভারতে কয়েকদিন আগে হওয়া ওডিআই বিশ্বকাপে ২০টি উইকেট নিয়েছেন স্টার্ক। অজি তারকা ছন্দে রয়েছেন। যে কারণে আইপিএল নিলামে তিনি একাধিক দলের নজরে থাকতে পারেন।

7 / 8
জশ ইংলিশ - ওডিআই বিশ্বকাপে অজি দলের হয়ে কিপিং করেছিলেন জশ ইংলিশ। বিশ্বকাপের পর ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজে সেঞ্চুরিও করেছিলেন তিনি। স্পিনারদের বিরুদ্ধে দারুণ পারফর্ম করেছেন ইংলিশ। ভারতের পিচে ইংলিশের বিধ্বংসী পারফর্ম্যান্সের ফলে নিলামে তাঁকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি। বিগ ব্যাশেও ভালো খেলেছেন ২৮ বছর বয়সী জশ।

জশ ইংলিশ - ওডিআই বিশ্বকাপে অজি দলের হয়ে কিপিং করেছিলেন জশ ইংলিশ। বিশ্বকাপের পর ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজে সেঞ্চুরিও করেছিলেন তিনি। স্পিনারদের বিরুদ্ধে দারুণ পারফর্ম করেছেন ইংলিশ। ভারতের পিচে ইংলিশের বিধ্বংসী পারফর্ম্যান্সের ফলে নিলামে তাঁকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি। বিগ ব্যাশেও ভালো খেলেছেন ২৮ বছর বয়সী জশ।

8 / 8
Follow Us: