IPL Auction 2024: তেইশের ‘ক্যারাটে কিড’ থেকে তেত্রিশের স্টার্ক, IPL নিলামে দরে ‘মরুঝড়’ তুলবেন যাঁরা
IPL 2024 Mini Auction: মঞ্চ প্রস্তুত। আইপিএলের নিলামের জন্য মরুশহরে একটা সাজো সাজো রব। নিলাম টেবলে মোট ৩৩৩ জন ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হবে। সেখানে দরে 'মরুঝড়' তুলতে পারেন ভারতের ও বিদেশের একাধিক ক্রিকেটার। তাতে ১১৯ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারের দিকে বাড়তি নজর থাকবে। এই তালিকায় রয়েছেন তেইশের 'ক্যারাটে কিড' থেকে তেত্রিশের স্টার্ক।
Most Read Stories