Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shoaib Malik: সানিয়া অতীত! সানার সঙ্গে তৃতীয় বিয়ে শোয়েবের; তাঁরও শিকড় হায়দরাবাদে

প্রেম কোনও কাঁটাতারের বেড়া মানে না। এতদিন শোয়েব মালিক (Shoaib Malik) আর সানিয়া মির্জাকে (Sania Mirza) নিয়ে এমন কথাই হত। এক যুগ আগে ভারত ও পাকিস্তানে সানিয়া-শোয়েবের বিয়ে নিয়ে হইচই পড়ে গিয়েছিল। এ বার ফের আলোচনায় ভারতীয় টেনিস কুইন সানিয়া মির্জা এবং পাক তারকা ক্রিকেটার শোয়েব মালিকের সম্পর্ক। কারণ, সকলকে চমকে দিয়ে ৪১ বছর বয়সে তৃতীয় বার বিয়ে করলেন শোয়ব মালিক। তাঁর তৃতীয় স্ত্রী সানা জাভেদ।

| Updated on: Jan 20, 2024 | 2:00 PM
এক সময় যে লাভ স্টোরি নিয়ে হত বিরাট চর্চা, তা আজ অন্যদিকে মোড় নিয়েছে। পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক এবং ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জাকে নিয়ে কথা হচ্ছে।

এক সময় যে লাভ স্টোরি নিয়ে হত বিরাট চর্চা, তা আজ অন্যদিকে মোড় নিয়েছে। পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক এবং ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জাকে নিয়ে কথা হচ্ছে।

1 / 9
প্রেম যে কোনও কাঁটাতারের বেড়া মানে না, তা দেখিয়েছিলেন সানিয়া-শোয়েব। দুই পড়শি দেশের রাজনৈতিক সম্পর্কে চাপানউতোর থাকলেও তাঁরা এক হয়েছিলেন।

প্রেম যে কোনও কাঁটাতারের বেড়া মানে না, তা দেখিয়েছিলেন সানিয়া-শোয়েব। দুই পড়শি দেশের রাজনৈতিক সম্পর্কে চাপানউতোর থাকলেও তাঁরা এক হয়েছিলেন।

2 / 9
২০১০ সালে হায়দরাবাদে শোয়েব মালিক এবং সানিয়া মির্জার ধুমধাম করে বিয়ে হয়েছিল। অবশ্য ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা কিন্তু শোয়েব মালিকের প্রথম স্ত্রী ছিলেন না।

২০১০ সালে হায়দরাবাদে শোয়েব মালিক এবং সানিয়া মির্জার ধুমধাম করে বিয়ে হয়েছিল। অবশ্য ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা কিন্তু শোয়েব মালিকের প্রথম স্ত্রী ছিলেন না।

3 / 9
ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার আগে আয়েষা সিদ্দিকির সঙ্গে বিয়ে হয়েছিল পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের। শোনা গিয়েছিল, শোয়েবের সঙ্গে বিয়ের আগে সানিয়ারও বাগদান হয়ে গিয়েছিল ছোটবেলার বন্ধু সোহরাব মির্জার সঙ্গে।

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার আগে আয়েষা সিদ্দিকির সঙ্গে বিয়ে হয়েছিল পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের। শোনা গিয়েছিল, শোয়েবের সঙ্গে বিয়ের আগে সানিয়ারও বাগদান হয়ে গিয়েছিল ছোটবেলার বন্ধু সোহরাব মির্জার সঙ্গে।

4 / 9
অনেক ঝড়-ঝাপ্টা পেরিয়ে অবশেষে সানিয়া-শোয়েব একসঙ্গে পথচলা শুরু করেন। কিন্তু সেই সম্পর্কে হঠাৎই ফাটল! এখন সানিয়া মির্জা পাক ক্রিকেটার শোয়েব মালিকের অতীত!

অনেক ঝড়-ঝাপ্টা পেরিয়ে অবশেষে সানিয়া-শোয়েব একসঙ্গে পথচলা শুরু করেন। কিন্তু সেই সম্পর্কে হঠাৎই ফাটল! এখন সানিয়া মির্জা পাক ক্রিকেটার শোয়েব মালিকের অতীত!

5 / 9
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদ এ বার শোয়েব মালিকের ঘরণী। মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন সানা জাভেদ।

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদ এ বার শোয়েব মালিকের ঘরণী। মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন সানা জাভেদ।

6 / 9
৩০ বছরের সানা জাভেদের এটি প্রথম বিয়ে নয়। এর আগে তিনি পাকিস্তানি গায়ক উমর জসওয়ালকে বিয়ে করেছিলেন। সেই বিয়ে বেশিদিন টেকেনি।

৩০ বছরের সানা জাভেদের এটি প্রথম বিয়ে নয়। এর আগে তিনি পাকিস্তানি গায়ক উমর জসওয়ালকে বিয়ে করেছিলেন। সেই বিয়ে বেশিদিন টেকেনি।

7 / 9
পাক অভিনেত্রী সানা জাভেদের শিকড় হায়দরাবাদে। যেখানে আবার ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বাড়ি। আসলে দেশভাগের পর সানার পরিবার পাকিস্তানে চলে যায়।

পাক অভিনেত্রী সানা জাভেদের শিকড় হায়দরাবাদে। যেখানে আবার ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বাড়ি। আসলে দেশভাগের পর সানার পরিবার পাকিস্তানে চলে যায়।

8 / 9
১৯ জানুয়ারি শোয়েব মালিক এবং সানা জাভেদের নিকাহ সম্পন্ন হয়েছে। তাঁদের বিয়েতে দুই পরিবারের নিকট আত্মীয়রা এবং তাঁদের বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন।

১৯ জানুয়ারি শোয়েব মালিক এবং সানা জাভেদের নিকাহ সম্পন্ন হয়েছে। তাঁদের বিয়েতে দুই পরিবারের নিকট আত্মীয়রা এবং তাঁদের বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন।

9 / 9
Follow Us: