ভারতের সব থেকে আকর্ষণীয় ও সম্মানের চাকরি আইএএস (IAS) বা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (Indian Administrative Service)। আইএএস অফিসার হতে গেলে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করতে হয়। অনেকই বলে থাকেন, এই পরীক্ষা দেশের সব থেকে কঠিনতম পরীক্ষাগুলোর মধ্যে একটি। প্রত্যেক বছর দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থী আইএএস অফিসার হওয়ার স্বপ্ন নিয়ে এই পরীক্ষা দিলেও, মাত্র হাতেগোনা কয়েকজন এই পরীক্ষায় সফল হন। প্রিলিমিনারী, মেনস ও পার্সোনাল ইন্টারভিউ; এই তিনটি ধাপে হয় এই পরীক্ষা। একজন পরীক্ষার্থী সর্বোচ্চ ৬ বার এই পরীক্ষা দিতে পারেন। আজ এমন একজন সফল আইএএস অফিসারের হার না মানার কাহিনী আমরা তুলে ধরবো, যাতে অনুপ্রাণিত হবেন আপনিও। তাঁর নাম নমিতা শর্মা।। ছবি টুইটার