Toothpaste Usage: শুধু দাঁত মাজার ক্ষেত্রেই না, বাড়ির এই সব কাজেও টুথপেস্ট ব্যবহার করা হয়ে থাকে বলে জানতেন?

এতদিন তো শুধু দাঁত মাজার জন্য ব্যবহার করতেন টুথপেস্ট। এটির আরও অনেক ব্যবহার আছে। যা শুনলে চমকে উঠবেন। গৃহস্থালীর নানা টুকিটাকি কাজে ব্যবহার করতে পারবেন এটিকে। জেনে নিন এখনই।

| Edited By: | Updated on: Oct 25, 2021 | 8:31 AM
দাঁত মাজার পাশপাশি টুথপেস্টের যে এত সক্রিয় ব্যবহার করা যায় তা বোধ হয় অনেকেরই জানা ছিল না। ঘরের বিভিন্ন টুকটাক কাজে টুথপেস্টের ব্যবহার জানলে আপনি অবাক হয়ে যেতে পারেন।

দাঁত মাজার পাশপাশি টুথপেস্টের যে এত সক্রিয় ব্যবহার করা যায় তা বোধ হয় অনেকেরই জানা ছিল না। ঘরের বিভিন্ন টুকটাক কাজে টুথপেস্টের ব্যবহার জানলে আপনি অবাক হয়ে যেতে পারেন।

1 / 6
টি টেবিল থেকে কার্পেটে অনেক সময় চা বা কফি পড়ে যায়। এই নাছোড়বান্দা দাগ পরিষ্কার করতে হিমশিম খেতে হয়। এবার থেকে কার্পেটে চা অথবা কফির দাগ পড়লে খানিকটা টুথপেস্ট দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। দেখবেন ঝটপট দাগ পরিষ্কার হয়ে যাচ্ছে।

টি টেবিল থেকে কার্পেটে অনেক সময় চা বা কফি পড়ে যায়। এই নাছোড়বান্দা দাগ পরিষ্কার করতে হিমশিম খেতে হয়। এবার থেকে কার্পেটে চা অথবা কফির দাগ পড়লে খানিকটা টুথপেস্ট দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। দেখবেন ঝটপট দাগ পরিষ্কার হয়ে যাচ্ছে।

2 / 6
গাড়ির হেডলাইট পরিষ্কার করতেও কাজে আসে টুথপেস্ট। একটু পেস্ট আর সামান্য জল মিশিয়ে নিয়ে গাড়ির হেডলাইটে লাগিয়ে নিন। মিনিট দশেক পর ভেজা কাপড় দিয়ে মুছে নিলেই নতুনের মতো ঝকঝক করবে।

গাড়ির হেডলাইট পরিষ্কার করতেও কাজে আসে টুথপেস্ট। একটু পেস্ট আর সামান্য জল মিশিয়ে নিয়ে গাড়ির হেডলাইটে লাগিয়ে নিন। মিনিট দশেক পর ভেজা কাপড় দিয়ে মুছে নিলেই নতুনের মতো ঝকঝক করবে।

3 / 6
নখে হলুদ ছোপ পড়ে যাওয়ার সমস্যায় অনেকেই ভোগেন। ব্রাশে সামান্য টুথপেস্ট লাগিয়ে নখে ঘষে নিয়ে ৩-৪ মিনিট পর ধুয়ে নিন। বেসিন ও কলের গায়ে জলের দাগ পড়ে দেখতে খারাপ দেখায়। এক্ষেত্রেও ব্যবহার করতে পারেন এটিকে। সামান্য টুথপেস্ট লাগিয়ে রেখে দিন মিনিট ১০। তারপর ভেজা কাপড় দিয়ে মুছে নিন।

নখে হলুদ ছোপ পড়ে যাওয়ার সমস্যায় অনেকেই ভোগেন। ব্রাশে সামান্য টুথপেস্ট লাগিয়ে নখে ঘষে নিয়ে ৩-৪ মিনিট পর ধুয়ে নিন। বেসিন ও কলের গায়ে জলের দাগ পড়ে দেখতে খারাপ দেখায়। এক্ষেত্রেও ব্যবহার করতে পারেন এটিকে। সামান্য টুথপেস্ট লাগিয়ে রেখে দিন মিনিট ১০। তারপর ভেজা কাপড় দিয়ে মুছে নিন।

4 / 6
রুপো বা অক্সিডাইজের গয়নায় কালো দাগ পড়লেও আপনি তা টুথপেস্টের সাহায্যে পরিষ্কার করতে পারেন। একেবারে নতুন গয়নার মতোই চকচক করবে।

রুপো বা অক্সিডাইজের গয়নায় কালো দাগ পড়লেও আপনি তা টুথপেস্টের সাহায্যে পরিষ্কার করতে পারেন। একেবারে নতুন গয়নার মতোই চকচক করবে।

5 / 6
চুলে চুইংগাম আটকে গেলেও তা বের করতে ব্যবহার করতে পারেন টুথপেস্ট। চুইংগামের ওপরে কিছুটা টুথপেস্ট লাগিয়ে দিন। খানিকক্ষণ পর উঠে যাবে সেটি

চুলে চুইংগাম আটকে গেলেও তা বের করতে ব্যবহার করতে পারেন টুথপেস্ট। চুইংগামের ওপরে কিছুটা টুথপেস্ট লাগিয়ে দিন। খানিকক্ষণ পর উঠে যাবে সেটি

6 / 6
Follow Us: