'রাজা গজা' সিরিয়ালের হাত ধরে পর্দায় আবির্ভূত হয়েছিলেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। অন্যতম সেরা বাঙালি অভিনেতাদের মধ্যে তিনি একজন। অম্বরীশ সেটে থাকা মানে, সেই সেটে আনন্দ। সোশ্যাল মিডিয়ায় প্রায়সই পোস্ট করেন তাঁর সেট যাপনের মুহূর্তদের।
২৫ অগস্ট মুক্তি পেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'লক্ষ্মী ছেলে'। লকডাউনের কারণে অনেকদিন ধরেই আটকে ছিল ছবি মুক্তি। এবার রিলিজ়কে ঘিরে এক হচ্ছেন অভিনেতারা। 'লক্ষ্মী ছেলে'র সহকর্মীদের পেয়ে ছবি পোস্ট করে অম্বরীশ লিখেছেন, "অনেক দিন পর আবার চেনা মুখ বন্ধু কী খবর, মুহূর্ত বলুক…"
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও ছবির তিন তরুণ অভিনেতা উজান, ঋত্বিকা ও পূরবকে নিয়েও ছবি পোস্ট করেছেন অম্বরীশ।
অম্বরীশের দিনের অনেকটাই সময় কাটে লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিকের সেটে। সেটে সৌজন্য, অর্থাৎ কৌশিক রায়ের সঙ্গে অম্বরীশ।
সম্প্রতি 'প্রজাপতি' ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছেন অম্বরীশ। সেই ছবিতে মিঠুনের জামাইয়ের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। তাতে রয়েছে খরাজ মুখোপাধ্যায়ও। তাঁর সঙ্গে ছবি শেয়ার করেছেন অম্বরীশ, তাও মেকআপরুম থেকে।
'খড়কুটো' সেটে অম্বরীশ, রাজা ও কৌশিকের ফিশফ্রাই ভক্ষণ পর্ব। এভাবেই আনন্দ ভাগ করে কাজ হয় বাংলা সিরিয়ালে।
এবার সেই ছবির পালা। খোদ অমিতাভ বচ্চনের সঙ্গে শুটিং করেছেন অম্বরীশ ভট্টাচার্য। একটি বিজ্ঞাপনের শুটে বিগ বি-র এক্কেবারে পাশে বসে ছবি তুলেছেন অম্বরীশ। বিগ বিও খোশ গল্পে অভিনেতার সঙ্গে।