AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইন্টারনেট ছাড়াই ভিডিয়ো চলবে ভারতে, কীভাবে কাজ করবে D2M প্রযুক্তি?

D2M Technology: সিম কার্ড বা ইন্টারনেট সংযোগ ছাড়াই দিব্যি চলবে ভিডিয়ো স্ট্রিমিং। সে দিন আর বেশি দূরে নেই। এসে যেতে পারে ‘ডি2এম’ সুবিধা। অর্থাৎ ডিরেক্ট টু মোবাইল ব্রডকাস্টিং।

| Updated on: Feb 08, 2024 | 2:18 PM
Share
কোনও সিমকার্ড বা ইন্টারনেট কানেকশনের ঝক্কি ছাড়াই আপনি দেখতে পারবেন ভিডিয়ো স্ট্রিমিং। এটা কিন্তু অদূর ভবিষ্যতের কোনও ধারণা নয়। বরং কয়েক বছরের মধ্যেই এমন কিছু ঘটলে কিন্তু অবাক হবেন না।

কোনও সিমকার্ড বা ইন্টারনেট কানেকশনের ঝক্কি ছাড়াই আপনি দেখতে পারবেন ভিডিয়ো স্ট্রিমিং। এটা কিন্তু অদূর ভবিষ্যতের কোনও ধারণা নয়। বরং কয়েক বছরের মধ্যেই এমন কিছু ঘটলে কিন্তু অবাক হবেন না।

1 / 8
সিম কার্ড বা ইন্টারনেট সংযোগ ছাড়াই দিব্যি চলবে ভিডিয়ো স্ট্রিমিং। সে দিন আর বেশি দূরে নেই। এসে যেতে পারে ‘ডি2এম’ সুবিধা। অর্থাৎ ডিরেক্ট টু মোবাইল ব্রডকাস্টিং।

সিম কার্ড বা ইন্টারনেট সংযোগ ছাড়াই দিব্যি চলবে ভিডিয়ো স্ট্রিমিং। সে দিন আর বেশি দূরে নেই। এসে যেতে পারে ‘ডি2এম’ সুবিধা। অর্থাৎ ডিরেক্ট টু মোবাইল ব্রডকাস্টিং।

2 / 8
ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তি আসলে কী? কীভাবে কাজ করে এই প্রযুক্তি? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তির পিছনে যে বৈজ্ঞানিক প্রযুক্তি রয়েছে।

ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তি আসলে কী? কীভাবে কাজ করে এই প্রযুক্তি? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তির পিছনে যে বৈজ্ঞানিক প্রযুক্তি রয়েছে।

3 / 8
এই প্রযুক্তি অনেকটা রেডিয়োর এফএমের মতো। ঠিক যেমন রেডিয়োর মধ্যে একটি রিসিভার থাকে, যা ভিন্ন ভিন্ন রেডিয়ো ফ্রিকোয়েন্সি ধরতে পারে। এক্ষেত্রেও কাজটা ঠিক তেমনই।

এই প্রযুক্তি অনেকটা রেডিয়োর এফএমের মতো। ঠিক যেমন রেডিয়োর মধ্যে একটি রিসিভার থাকে, যা ভিন্ন ভিন্ন রেডিয়ো ফ্রিকোয়েন্সি ধরতে পারে। এক্ষেত্রেও কাজটা ঠিক তেমনই।

4 / 8
বিশেষজ্ঞদের মতে, ব্রডব্যান্ড ও ব্রডকাস্ট – এই দুইয়ের মেলবন্ধন হল ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তি। এর মাধ্যমে মোবাইলে ডিজিটাল টিভির সিগন্যাল ধরা পড়ে।

বিশেষজ্ঞদের মতে, ব্রডব্যান্ড ও ব্রডকাস্ট – এই দুইয়ের মেলবন্ধন হল ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তি। এর মাধ্যমে মোবাইলে ডিজিটাল টিভির সিগন্যাল ধরা পড়ে।

5 / 8
এই প্রযুক্তির মাধ্যমে কোনও খেলার লাইভ সম্প্রসারণ থেকে শুরু করে বিবিধ মাল্টিমিডিয়া কনটেন্ট দেখা যাবে। আর এই সব কিছুই হবে ইন্টারনেট ছাড়া।

এই প্রযুক্তির মাধ্যমে কোনও খেলার লাইভ সম্প্রসারণ থেকে শুরু করে বিবিধ মাল্টিমিডিয়া কনটেন্ট দেখা যাবে। আর এই সব কিছুই হবে ইন্টারনেট ছাড়া।

6 / 8
খুব শীঘ্রই দেশের 19টি শহরে এই ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তির ট্রায়াল চালানো হবে। এই প্রযুক্তি সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি করা হয়েছে। এই ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তি দেশের ডিজিটাল বিপ্লবে দুর্দান্ত গতি আনবে, এমনটা বলা যেতেই পারে।

খুব শীঘ্রই দেশের 19টি শহরে এই ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তির ট্রায়াল চালানো হবে। এই প্রযুক্তি সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি করা হয়েছে। এই ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তি দেশের ডিজিটাল বিপ্লবে দুর্দান্ত গতি আনবে, এমনটা বলা যেতেই পারে।

7 / 8
একইসঙ্গে, কনটেন্ট ডেলিভারির ক্ষেত্রও আরও উন্নত ও সহজ-সরল হবে বলে মনে করা হচ্ছে। তবে এই ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তি নিয়ে অনেকদিন ধরেই কাজ চলছে ভারতে।

একইসঙ্গে, কনটেন্ট ডেলিভারির ক্ষেত্রও আরও উন্নত ও সহজ-সরল হবে বলে মনে করা হচ্ছে। তবে এই ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তি নিয়ে অনেকদিন ধরেই কাজ চলছে ভারতে।

8 / 8