Janmastami 2022: জন্মাষ্টমীতে এই ৫টি জিনিস রাখলে বিফলে যাবে না কৃষ্ণের পুজো!

Blessings of Shri Krishna: সামনেই শ্রীকৃষ্ণের জন্মদিন। এ নিয়ে ভক্তদের মনে ব্যপক প্রস্তুতি ও উত্তেজনা। প্রতিবছর ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়।

| Edited By: | Updated on: Aug 16, 2022 | 7:30 AM
সামনেই শ্রীকৃষ্ণের জন্মদিন। এ নিয়ে ভক্তদের মনে ব্যপক প্রস্তুতি ও উত্তেজনা। প্রতিবছর ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়।

সামনেই শ্রীকৃষ্ণের জন্মদিন। এ নিয়ে ভক্তদের মনে ব্যপক প্রস্তুতি ও উত্তেজনা। প্রতিবছর ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়।

1 / 8
 হিন্দুদের বিশ্বাস, এদিন রাত ১২টায় গোপালঠাকুরের পুজো করে ভক্তরা সারাদিনের উপবাস ভঙ্গ করেন। এবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর উপবাস আগামী ১৮ অগস্ট পালিত হবে। তিথি শেষ হবে ১৯ অগস্টে।

হিন্দুদের বিশ্বাস, এদিন রাত ১২টায় গোপালঠাকুরের পুজো করে ভক্তরা সারাদিনের উপবাস ভঙ্গ করেন। এবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর উপবাস আগামী ১৮ অগস্ট পালিত হবে। তিথি শেষ হবে ১৯ অগস্টে।

2 / 8
কিন্তু এই পুজোয় কৃষ্ণের প্রিয় জিনিসগুলি অবশ্যই রাখা উচিত। সেই জিনিসগুলিই পুজোয় নিবেদন করা হয়। বিশ্বাস করা হয় শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে হলে এই পাঁচটি জিনিস অবশ্যই রাখা উচিত। কোন কোন জিনিস ষ্রীকৃষ্ণের খুব প্রিয়, তা দেখে নেওয়া যাক...

কিন্তু এই পুজোয় কৃষ্ণের প্রিয় জিনিসগুলি অবশ্যই রাখা উচিত। সেই জিনিসগুলিই পুজোয় নিবেদন করা হয়। বিশ্বাস করা হয় শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে হলে এই পাঁচটি জিনিস অবশ্যই রাখা উচিত। কোন কোন জিনিস ষ্রীকৃষ্ণের খুব প্রিয়, তা দেখে নেওয়া যাক...

3 / 8
বাঁশি: বাঁশি ভগবান শ্রী কৃষ্ণের অন্যতম প্রিয় বস্তু। এমনটা বিশ্বাস করা হয় যে শ্রী কৃষ্ণের পূজায় বাঁশি রাখলে বিশেষ কৃপা হয়। এমন পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পুজোয় বাঁশিও রাখতে পারেন।

বাঁশি: বাঁশি ভগবান শ্রী কৃষ্ণের অন্যতম প্রিয় বস্তু। এমনটা বিশ্বাস করা হয় যে শ্রী কৃষ্ণের পূজায় বাঁশি রাখলে বিশেষ কৃপা হয়। এমন পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পুজোয় বাঁশিও রাখতে পারেন।

4 / 8
গাভী: পৌরাণিক বিশ্বাস অনুসারে, ভগবান শ্রীকৃষ্ণ শৈশবে গোমাতার প্রচুর সেবা করতেন। গোমাতার প্রতি তার বিশেষ অনুরাগ ছিল। এই কারণেই লাড্ডু গোপালকে দেওয়া ভোগ গরুর ঘি থেকে তৈরি করা হয়। তাই জন্মাষ্টমীতে লাড্ডু গোপালের পুজোয় গৌমাতার মূর্তিও রাখতে পারেন।

গাভী: পৌরাণিক বিশ্বাস অনুসারে, ভগবান শ্রীকৃষ্ণ শৈশবে গোমাতার প্রচুর সেবা করতেন। গোমাতার প্রতি তার বিশেষ অনুরাগ ছিল। এই কারণেই লাড্ডু গোপালকে দেওয়া ভোগ গরুর ঘি থেকে তৈরি করা হয়। তাই জন্মাষ্টমীতে লাড্ডু গোপালের পুজোয় গৌমাতার মূর্তিও রাখতে পারেন।

5 / 8
ময়ুর পালক: ময়ূরের পালক মূলত শ্রীকৃষ্ণের মুকুটে থাকে। মনে করা হয় লাড্ডু গোপালের কাছে ময়ূরের পালক খুবই প্রিয়। এমন পরিস্থিতিতে জন্মাষ্টমীর দিন কানহাজির পুজোয় ময়ূরের পালক অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। মনে করা হয়, যেখানে ময়ূরের পালক থাকে, সেখান থেকেই নেগেটিভ প্রভাবের অবসান ঘটে।

ময়ুর পালক: ময়ূরের পালক মূলত শ্রীকৃষ্ণের মুকুটে থাকে। মনে করা হয় লাড্ডু গোপালের কাছে ময়ূরের পালক খুবই প্রিয়। এমন পরিস্থিতিতে জন্মাষ্টমীর দিন কানহাজির পুজোয় ময়ূরের পালক অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। মনে করা হয়, যেখানে ময়ূরের পালক থাকে, সেখান থেকেই নেগেটিভ প্রভাবের অবসান ঘটে।

6 / 8
মাখন এবং চিনি মিছরি: পৌরাণিক কাহিনিতে বলা হয়েছে, যে ভগবান শ্রীকৃষ্ণ শৈশব থেকেই মাখন এবং চিনি খুব প্রিয়। সুযোগ পেলেই মাখন ও চিনি চুরি করে খেতেন। এই কারণেই জন্মাষ্টমীর দিনে মাখন-মিছরি নৈবেদ্য হিসেবে দেওয়া হয়।

মাখন এবং চিনি মিছরি: পৌরাণিক কাহিনিতে বলা হয়েছে, যে ভগবান শ্রীকৃষ্ণ শৈশব থেকেই মাখন এবং চিনি খুব প্রিয়। সুযোগ পেলেই মাখন ও চিনি চুরি করে খেতেন। এই কারণেই জন্মাষ্টমীর দিনে মাখন-মিছরি নৈবেদ্য হিসেবে দেওয়া হয়।

7 / 8
ধনে বীজ: জ্যোতিষশাস্ত্রে ধনিয়া সম্পদ বৃদ্ধির সঙ্গে জড়িত। ভগবান শ্রীকৃষ্ণের পূজাতেও ধনে বীজ ব্যবহার করা হয়। গোপাল ধনে পাতা খুব পছন্দ করেন। তাই জন্মাষ্টমীতে লাড্ডু গোপালকে ধনে বীজ নিবেদন করতে পারেন।

ধনে বীজ: জ্যোতিষশাস্ত্রে ধনিয়া সম্পদ বৃদ্ধির সঙ্গে জড়িত। ভগবান শ্রীকৃষ্ণের পূজাতেও ধনে বীজ ব্যবহার করা হয়। গোপাল ধনে পাতা খুব পছন্দ করেন। তাই জন্মাষ্টমীতে লাড্ডু গোপালকে ধনে বীজ নিবেদন করতে পারেন।

8 / 8
Follow Us: