Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vitamin K Rich Foods: নিম্নলিখিত খাবারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে, যা শরীরের জন্য গুরুত্বপূর্ণ…

ভিটামিন কে নিয়ে খুব একটা কথা হয় না। তবে এই ভিটামিনটি শরীরের জন্য বেশ দরকারী। এবার জেনে নিন যেসব খাবারে প্রচুর ভিটামিন ‘কে’ পাওয়া যাবে।

| Edited By: | Updated on: Feb 14, 2022 | 11:12 AM
পালং শাকের বিটা ক্যারোটিন থাকার ফলে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি পায়। সেইসঙ্গে দৃষ্টিশক্তি, ত্বকের সুস্থতা, হাড়ের স্বাস্থ্যের মতো বিষয়গুলোও এই ভিটামিনের উপর নির্ভর করে। ভিটামিন ‘ই’ এবং ভিটামিন ‘সি’-এর মতো অ্যান্টিঅক্সিড্যান্টও আছে এতে প্রচুর।

পালং শাকের বিটা ক্যারোটিন থাকার ফলে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি পায়। সেইসঙ্গে দৃষ্টিশক্তি, ত্বকের সুস্থতা, হাড়ের স্বাস্থ্যের মতো বিষয়গুলোও এই ভিটামিনের উপর নির্ভর করে। ভিটামিন ‘ই’ এবং ভিটামিন ‘সি’-এর মতো অ্যান্টিঅক্সিড্যান্টও আছে এতে প্রচুর।

1 / 5
মাছে ভিটামিন ‘কে’ থাকে পর্যাপ্ত পরিমাণে। বেকড, গ্রিলড ফিশ খেলে আপনার শরীরে ভিটামিন ‘কে’ এর চাহিদা পূরণ হবে।

মাছে ভিটামিন ‘কে’ থাকে পর্যাপ্ত পরিমাণে। বেকড, গ্রিলড ফিশ খেলে আপনার শরীরে ভিটামিন ‘কে’ এর চাহিদা পূরণ হবে।

2 / 5
লেটুস পাতায়ও আছে ভিটামিন ‌‘কে’। তাই এটি নিয়মিত স্যালাডে খেতে পারেন।

লেটুস পাতায়ও আছে ভিটামিন ‌‘কে’। তাই এটি নিয়মিত স্যালাডে খেতে পারেন।

3 / 5
প্রোটিনের সম্ভার ডিমে অন্য ভিটামিনের সঙ্গে পাল্লা দিয়ে আছে ভিটামিন ‘কে’-ও।

প্রোটিনের সম্ভার ডিমে অন্য ভিটামিনের সঙ্গে পাল্লা দিয়ে আছে ভিটামিন ‘কে’-ও।

4 / 5
বিভিন্ন বাদামের প্রচুর উপকারিতার মধ্যে অন্যতম হলো এতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘কে’ আছে। তাই ডায়েটে রাখুন কাজুবাদাম, হেজলনাট ও ওয়ালনাট।

বিভিন্ন বাদামের প্রচুর উপকারিতার মধ্যে অন্যতম হলো এতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘কে’ আছে। তাই ডায়েটে রাখুন কাজুবাদাম, হেজলনাট ও ওয়ালনাট।

5 / 5
Follow Us: