কালো টি-শার্ট আর ট্র্যাক প্যান্ট পরে মুম্বইয়ের একটি জিমে দেখা মিলল রেট্রো যুগের সবচেয়ে সুইট নায়িকার।
তিনি এখনও সুইট। কিন্তু সেই সুইটনেসের সঙ্গে যুক্ত হয়েছে অনেকখানি আভিজাত্য।
মুমতাজ়ের বয়স এখন মেরেকেটে ৭৫। একটা সময় জমিয়ে অভিনয় করেছেন ইন্ডাস্ট্রির এক নম্বর নায়কদের সঙ্গে। রাজেশ খান্না ছিলেন তাঁর অধিকাংশ ছবির নায়ক।
বলা হত, মুমতাজ়ের মতো ঠোঁট কারও নাকি ছিল না সেই সময়। এবং সেটাই ছিল নায়িকার চেহারার ইউএসপি।
সেই মুমতাজ় নিজের ছাড়া কারও কথা শোনেননি। মনে করা হয় তিনি ইন্ডাস্ট্রির অন্যতম দাপুটে অভিনেত্রী। একটা সময় হয়ে উঠেছিলেন ঘোর সংসারী মানুষও।
১৯৫৮ সালে শিশু শিল্পী হিসেবে 'সোনে কি চিড়িয়া' ছবিতে আত্মপ্রকাশ মুমতাজ়ের। তারপর চলতে থাকে অভিনয়ের সফর।
১৯৭৪ সালে ব্যবসায়ী ময়ূর মধবনীকে বিয়ে করেন মুমতাজ়। তাঁর দুই কন্যাসন্তান জন্ম নেয়।
শোনা যায়, কাপুর পরিবারের পুত্র শাম্মি কাপুর নাকি বিয়ে করতে চেয়েছিলেন মুমতাজ়কে। কিন্তু তিনি রাজি ছিলেন না।
তার কারণ, কাপুররা তাঁদের বাড়ির বউদের অভিনয় করতে অনুমতি দিত না। এতখানি আনুগত্যে আপত্তি ছিল মুমতাজ়ের।