২০২১ সালে টুইটারে নতুন যেসমস্ত ফিচার চালু করেছে তার মধ্যে অন্যতম বার্ডওয়াচ। এর সাহায্যে বিভ্রান্তিমূলক টুইট চিহ্নিতকরণ এবং সেই প্রসঙ্গে নোট লিখতে পারেন ইউজাররা।
1 / 9
4K Image uploads- টুইটারে এখন থেকে ৪কে ইমেজ আপলোড করতে পারবেন ইউজাররা। এর ফলে পিকচার কোয়ালিটি ভাল হবে।
2 / 9
ইমেজ প্রিভিউ অপশনের ক্ষেত্রে টুইটারে এখন থেকে আর ছবি ক্রপ বা কাটা হবে না। অর্থাৎ ফুল লুক ইমেজ দেখতে পাবেন ইউজাররা।
3 / 9
কমিউনিটিস- টুইটারে নতুন করে চালু হয়েছে কমিউনিটি ফিচার। এর ফলে একটি গ্রুপের মধ্যে কথাবার্তা বলতে পারবেন ইউজাররা।
4 / 9
Super Follows- পছন্দের ক্রিয়েটরদের সাবস্ক্রিপশনের ভিত্তিতে ফলো করার ফিচার এনেছে টুইটারে। আমেরিকার স্বল্প সংখ্যক কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে এই ফিচারের রোল আউট শুরু হয়েছে।
5 / 9
টুইটারের নিজস্ব সাবস্ক্রিপশন প্ল্যান হল টুইটার ব্লু। ভারতে এই ফিচারের খরচ মাসে ২৬৯ টাকা।
6 / 9
Ticketed Spaces- টুইটারের এই নতুন ফিচারের সাহায্যে Spaces- এর মধ্যে লাইভ অডিয়ো সেশন চালু করে কনটেন্ট ক্রিয়েটররা অর্থ উপার্জন করতে পারেন।
7 / 9
ইউজার যে টুইট করেছেন তার মধ্যে কোনও স্ট্রং ল্যাঙ্গুয়েজ রয়েছে কিনা সেটা বোঝার জন্য বা ডিটেক্ট করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক স্মার্ট ফিচার চালু হয়েছে টুইটারে।
8 / 9
Combating misinformation- এই ফিচারের সাহায্যে কোনও বিতর্কিত টুইটকে লেবেল করা সম্ভব।