Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Top 9 Twitter Features: ২০২১ সালে লঞ্চ হওয়া টুইটারের সেরা ৯ ফিচার, দেখে নিন

Year Ender 2021: চলতি বছর টুইটারে চালু হয়েছে একগুচ্ছ নতুন ফিচার।

| Edited By: | Updated on: Dec 21, 2021 | 8:15 AM
২০২১ সালে টুইটারে নতুন যেসমস্ত ফিচার চালু করেছে তার মধ্যে অন্যতম বার্ডওয়াচ। এর সাহায্যে বিভ্রান্তিমূলক টুইট চিহ্নিতকরণ এবং সেই প্রসঙ্গে নোট লিখতে পারেন ইউজাররা।

২০২১ সালে টুইটারে নতুন যেসমস্ত ফিচার চালু করেছে তার মধ্যে অন্যতম বার্ডওয়াচ। এর সাহায্যে বিভ্রান্তিমূলক টুইট চিহ্নিতকরণ এবং সেই প্রসঙ্গে নোট লিখতে পারেন ইউজাররা।

1 / 9
4K Image uploads- টুইটারে এখন থেকে ৪কে ইমেজ আপলোড করতে পারবেন ইউজাররা। এর ফলে পিকচার কোয়ালিটি ভাল হবে।

4K Image uploads- টুইটারে এখন থেকে ৪কে ইমেজ আপলোড করতে পারবেন ইউজাররা। এর ফলে পিকচার কোয়ালিটি ভাল হবে।

2 / 9
ইমেজ প্রিভিউ অপশনের ক্ষেত্রে টুইটারে এখন থেকে আর ছবি ক্রপ বা কাটা হবে না। অর্থাৎ ফুল লুক ইমেজ দেখতে পাবেন ইউজাররা।

ইমেজ প্রিভিউ অপশনের ক্ষেত্রে টুইটারে এখন থেকে আর ছবি ক্রপ বা কাটা হবে না। অর্থাৎ ফুল লুক ইমেজ দেখতে পাবেন ইউজাররা।

3 / 9
কমিউনিটিস- টুইটারে নতুন করে চালু হয়েছে কমিউনিটি ফিচার। এর ফলে একটি গ্রুপের মধ্যে কথাবার্তা বলতে পারবেন ইউজাররা।

কমিউনিটিস- টুইটারে নতুন করে চালু হয়েছে কমিউনিটি ফিচার। এর ফলে একটি গ্রুপের মধ্যে কথাবার্তা বলতে পারবেন ইউজাররা।

4 / 9
Super Follows- পছন্দের ক্রিয়েটরদের সাবস্ক্রিপশনের ভিত্তিতে ফলো করার ফিচার এনেছে টুইটারে। আমেরিকার স্বল্প সংখ্যক কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে এই ফিচারের রোল আউট শুরু হয়েছে।

Super Follows- পছন্দের ক্রিয়েটরদের সাবস্ক্রিপশনের ভিত্তিতে ফলো করার ফিচার এনেছে টুইটারে। আমেরিকার স্বল্প সংখ্যক কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে এই ফিচারের রোল আউট শুরু হয়েছে।

5 / 9
টুইটারের নিজস্ব সাবস্ক্রিপশন প্ল্যান হল টুইটার ব্লু। ভারতে এই ফিচারের খরচ মাসে ২৬৯ টাকা।

টুইটারের নিজস্ব সাবস্ক্রিপশন প্ল্যান হল টুইটার ব্লু। ভারতে এই ফিচারের খরচ মাসে ২৬৯ টাকা।

6 / 9
Ticketed Spaces- টুইটারের এই নতুন ফিচারের সাহায্যে Spaces- এর মধ্যে লাইভ অডিয়ো সেশন চালু করে কনটেন্ট ক্রিয়েটররা অর্থ উপার্জন করতে পারেন।

Ticketed Spaces- টুইটারের এই নতুন ফিচারের সাহায্যে Spaces- এর মধ্যে লাইভ অডিয়ো সেশন চালু করে কনটেন্ট ক্রিয়েটররা অর্থ উপার্জন করতে পারেন।

7 / 9
ইউজার যে টুইট করেছেন তার মধ্যে কোনও স্ট্রং ল্যাঙ্গুয়েজ রয়েছে কিনা সেটা বোঝার জন্য বা ডিটেক্ট করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক স্মার্ট ফিচার চালু হয়েছে টুইটারে।

ইউজার যে টুইট করেছেন তার মধ্যে কোনও স্ট্রং ল্যাঙ্গুয়েজ রয়েছে কিনা সেটা বোঝার জন্য বা ডিটেক্ট করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক স্মার্ট ফিচার চালু হয়েছে টুইটারে।

8 / 9
Combating misinformation- এই ফিচারের সাহায্যে কোনও বিতর্কিত টুইটকে লেবেল করা সম্ভব।

Combating misinformation- এই ফিচারের সাহায্যে কোনও বিতর্কিত টুইটকে লেবেল করা সম্ভব।

9 / 9
Follow Us: