ম্যুরালে রাঙা ভূগর্ভ: নিউটাউনের বিশ্ববাংলা গেটের নিচের ভূগর্ভস্থ পথ সাজিয়ে তুলছেন একদল শিল্পী

সায়ন মুখোপাধ্যায় ইডেন গার্ডেন্সের দেওয়ালে পিঙ্ক বল টেস্টের সময়ে গ্রাফিতি এঁকেছিলেন। এবার নিউটাউনের বিশ্ববাংলা গেটের নিচের ভূগর্ভস্থ পথের ম্যুরাল আঁকছেন সায়ন ও তাঁর টিম। দেখে নিন এই শিল্পীর কাজ।

| Edited By: | Updated on: Aug 31, 2021 | 8:55 PM
সেজে উঠছে নিউটাউনের বিশ্ববাংলা গেটের নিচের ভূগর্ভস্থ পথ। রঙিন ম্যুরালে এই পথ সাজিয়ে তুলছেন একদল শিল্পী।

সেজে উঠছে নিউটাউনের বিশ্ববাংলা গেটের নিচের ভূগর্ভস্থ পথ। রঙিন ম্যুরালে এই পথ সাজিয়ে তুলছেন একদল শিল্পী।

1 / 7
এর আগে ২০১৯-এর ২২ নভেম্বর ঐতিহাসিক পিঙ্ক বল টেস্টের সময়ে ইডেন গার্ডেন্সের দেওয়ালেও ম্যুরাল এঁকেছিলেন সায়ন মুখোপাধ্যায় ও তাঁর সহ-শিল্পীরা। বর্তমানে বড়সড় ম্যুরালের কাজে ব্যস্ত টিম সায়ন মুখোপাধ্যায়।

এর আগে ২০১৯-এর ২২ নভেম্বর ঐতিহাসিক পিঙ্ক বল টেস্টের সময়ে ইডেন গার্ডেন্সের দেওয়ালেও ম্যুরাল এঁকেছিলেন সায়ন মুখোপাধ্যায় ও তাঁর সহ-শিল্পীরা। বর্তমানে বড়সড় ম্যুরালের কাজে ব্যস্ত টিম সায়ন মুখোপাধ্যায়।

2 / 7
পুরোনো কলকাতার পাশাপাশি উঠে এসেছে নতুন কলকাতার উল্লেখযোগ্য বিষয় ও স্থানগুলোও।

পুরোনো কলকাতার পাশাপাশি উঠে এসেছে নতুন কলকাতার উল্লেখযোগ্য বিষয় ও স্থানগুলোও।

3 / 7
দেবীদুর্গার পাশাপাশি এখানে উঠে এসেছে বিশ্ববাংলা গেট, কনভেনশন সেন্টার কিংবা নতুন কফি হাউস।

দেবীদুর্গার পাশাপাশি এখানে উঠে এসেছে বিশ্ববাংলা গেট, কনভেনশন সেন্টার কিংবা নতুন কফি হাউস।

4 / 7
কিছুদিন আগে মায়ের আবদারে নিজের কল্পনার রঙে রাঙিয়ে তুলেছেন বাড়ির চারপাশের দেওয়াল। করোনার আতঙ্কে সবাই যখন মনমরা, তখন নিজের স্বজনদের এক ঝলক তাজা বাতাস দিয়েছেন এই শিল্পী। পাড়ার জেঠিমা, কাকিমা আর ছোটদের নিয়ে প্রায় ১০ দিনের প্ৰচেষ্টায় তৈরি হয়েছে এই দেওয়ালের ম্যুরাল। ছোট আর বড়রা মিলে আনন্দ পেয়েছে রঙে-রেখায়।

কিছুদিন আগে মায়ের আবদারে নিজের কল্পনার রঙে রাঙিয়ে তুলেছেন বাড়ির চারপাশের দেওয়াল। করোনার আতঙ্কে সবাই যখন মনমরা, তখন নিজের স্বজনদের এক ঝলক তাজা বাতাস দিয়েছেন এই শিল্পী। পাড়ার জেঠিমা, কাকিমা আর ছোটদের নিয়ে প্রায় ১০ দিনের প্ৰচেষ্টায় তৈরি হয়েছে এই দেওয়ালের ম্যুরাল। ছোট আর বড়রা মিলে আনন্দ পেয়েছে রঙে-রেখায়।

5 / 7
সায়ন কাঁকুড়গাছির যে আবাসনে থাকেন, সেখানকার মহিলারা প্রতিদিন ক্লাবঘরে ক্যারাম খেলেন। সায়নের ম্যুরাল গ্রাফিতিতে উঠে এসেছে সেই মুহূর্তও।

সায়ন কাঁকুড়গাছির যে আবাসনে থাকেন, সেখানকার মহিলারা প্রতিদিন ক্লাবঘরে ক্যারাম খেলেন। সায়নের ম্যুরাল গ্রাফিতিতে উঠে এসেছে সেই মুহূর্তও।

6 / 7
শেষ পাতে রইল সায়ন মুখোপাধ্যায় ও তাঁর টিমের আঁকা বাঙালির রসনার চিরকালীন দ্বৈরথ চিংড়ি আর ইলিশ। আর কিছুদিনের মধ্যেই এই ম্যুরালগুলি দেখা যাবে নিউটাউনে বিশ্ববাংলা গেটের তলায়।

শেষ পাতে রইল সায়ন মুখোপাধ্যায় ও তাঁর টিমের আঁকা বাঙালির রসনার চিরকালীন দ্বৈরথ চিংড়ি আর ইলিশ। আর কিছুদিনের মধ্যেই এই ম্যুরালগুলি দেখা যাবে নিউটাউনে বিশ্ববাংলা গেটের তলায়।

7 / 7
Follow Us: