Neeraj Chopra: ‘আমিই বানাব, আমিই ভাঙব’…নীরজ বন্দনায় গৌতম-সেওয়াগ

ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra) ফের গড়লেন নয়া জাতীয় রেকর্ড। স্টকহোম ডায়মন্ড লিগে অল্পের জন্য ৯০ মিটারের টার্গেট পূর্ণ হল না নীরজের। অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার জ্যাভলিন ছুড়ে দ্বিতীয় স্থানে শেষ করলেন। আর তারপর নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন বীরেন্দ্র সেওয়াগ থেকে শুরু করে গৌতম গম্ভীররা।

| Edited By: | Updated on: Jul 01, 2022 | 2:14 PM
স্টকহোম ডায়মন্ড লিগে অল্পের জন্য ৯০ মিটারের টার্গেট পূর্ণ হয়নি নীরজ চোপড়ার (Neeraj Chopra)। তবে প্রথম থ্রো-তেই ৮৯.৯৪ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন তিনি।

স্টকহোম ডায়মন্ড লিগে অল্পের জন্য ৯০ মিটারের টার্গেট পূর্ণ হয়নি নীরজ চোপড়ার (Neeraj Chopra)। তবে প্রথম থ্রো-তেই ৮৯.৯৪ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন তিনি।

1 / 4
নীরজের এই নয়া জাতীয় রেকর্ডের পর, ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir) টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন নীরজকে। তিনি লেখেন, "এই মানুষটাকে থামানো যায় না। ও নিজেই নিজের প্রতিযোগিতা।"

নীরজের এই নয়া জাতীয় রেকর্ডের পর, ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir) টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন নীরজকে। তিনি লেখেন, "এই মানুষটাকে থামানো যায় না। ও নিজেই নিজের প্রতিযোগিতা।"

2 / 4
গৌতির পাশাপাশি ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগও (Virender Sehwag) নয়া জাতীয় রেকর্ড গড়া নীরজের উদ্দেশ্যে টুইট করেছেন। বীরু টুইটারে লেখেন, "আমিই বানাব, আমিই ভাঙব... স্টকহোম ডায়মন্ড লিগ সার্কিটে ৮৯.৯৪ মিটার থ্রো করে নয়া জাতীয় রেকর্ড গড়ে চ্যাম্পিয়নের দুরন্ত প্রত্যাবর্তন।"

গৌতির পাশাপাশি ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগও (Virender Sehwag) নয়া জাতীয় রেকর্ড গড়া নীরজের উদ্দেশ্যে টুইট করেছেন। বীরু টুইটারে লেখেন, "আমিই বানাব, আমিই ভাঙব... স্টকহোম ডায়মন্ড লিগ সার্কিটে ৮৯.৯৪ মিটার থ্রো করে নয়া জাতীয় রেকর্ড গড়ে চ্যাম্পিয়নের দুরন্ত প্রত্যাবর্তন।"

3 / 4
স্টকহোম ডায়মন্ড লিগে জাতীয় রেকর্ড গড়ে নীরজ বলেন, "ভালো লাগছে। প্রথম থ্রোয়েই ৮৯.৯৪ মিটার ছুঁড়েছি। ৯০-র খুব কাছে। আজ মনে হচ্ছিল ৯০ মিটার পেরিয়ে যেতে পারব। এ বছর আরও প্রতিযোগিতা রয়েছে। আশা করি সেই লক্ষ্যও পেরিয়ে যেতে পারব।"

স্টকহোম ডায়মন্ড লিগে জাতীয় রেকর্ড গড়ে নীরজ বলেন, "ভালো লাগছে। প্রথম থ্রোয়েই ৮৯.৯৪ মিটার ছুঁড়েছি। ৯০-র খুব কাছে। আজ মনে হচ্ছিল ৯০ মিটার পেরিয়ে যেতে পারব। এ বছর আরও প্রতিযোগিতা রয়েছে। আশা করি সেই লক্ষ্যও পেরিয়ে যেতে পারব।"

4 / 4
Follow Us: