WBMSC Recruitment 2023: রাজ্যে সরকারি চাকরির দারুণ সুযোগ, দশম শ্রেণি পাশ হলেই করা যাবে আবেদন

WBMSC Recruitment 2023: অবশ্যই কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান বা বোর্ড থেকে দশম শ্রেণি পাশ করতে হবে।

| Edited By: | Updated on: Jan 02, 2023 | 7:08 AM
নতুন বছরে কর্মপ্রার্থীদের জন্য দারুণ খবর। রাজ্যে সরকারি ক্ষেত্রে তৈরি হচ্ছে কর্মসংস্থানের একাধিক সুযোগ। চাকরির এমনই সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। 

নতুন বছরে কর্মপ্রার্থীদের জন্য দারুণ খবর। রাজ্যে সরকারি ক্ষেত্রে তৈরি হচ্ছে কর্মসংস্থানের একাধিক সুযোগ। চাকরির এমনই সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। 

1 / 7
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

2 / 7
ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২৮ জানুয়ারি, ২০২৩ অবধি এই শূন্যপদে আবেদন করা হবে।  অনলাইনেই আবেদন করা যাবে।

ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২৮ জানুয়ারি, ২০২৩ অবধি এই শূন্যপদে আবেদন করা হবে।  অনলাইনেই আবেদন করা যাবে।

3 / 7
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীতে অবশ্যই কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান বা বোর্ড থেকে দশম শ্রেণি পাশ করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীতে অবশ্যই কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান বা বোর্ড থেকে দশম শ্রেণি পাশ করতে হবে।

4 / 7
বয়সসীমা- এই শূন্যপদে আবেদন করার সর্বনিম্ন বয়সসীমা হল ১৮ বছর। সর্বাধিক ৪০ বছর বয়স অবধি এই পদে আবেদন করা যাবে।

বয়সসীমা- এই শূন্যপদে আবেদন করার সর্বনিম্ন বয়সসীমা হল ১৮ বছর। সর্বাধিক ৪০ বছর বয়স অবধি এই পদে আবেদন করা যাবে।

5 / 7
আবেদন ফি- অনলাইনে এই শূন্যপদে আবেদন করার জন্য ২০০ টাকা করে আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের মাত্র ৫০ টাকা আবেদন ফি দিতে হবে।

আবেদন ফি- অনলাইনে এই শূন্যপদে আবেদন করার জন্য ২০০ টাকা করে আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের মাত্র ৫০ টাকা আবেদন ফি দিতে হবে।

6 / 7
এমকিকিউ পদ্ধতিতে লিখিত ও ব্যক্তিত্ব পরীক্ষার মাধ্যমে যোগ্য আবেদনকারীদের বেছে নেওয়া হবে।

এমকিকিউ পদ্ধতিতে লিখিত ও ব্যক্তিত্ব পরীক্ষার মাধ্যমে যোগ্য আবেদনকারীদের বেছে নেওয়া হবে।

7 / 7
Follow Us:
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...