Bangla News » Photo gallery » West Bengal Municipal Service Commission Recruiting in Various Posts, Know How to Apply
WBMSC Recruitment 2023: রাজ্যে সরকারি চাকরির দারুণ সুযোগ, দশম শ্রেণি পাশ হলেই করা যাবে আবেদন
TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী
Updated on: Jan 02, 2023 | 7:08 AM
WBMSC Recruitment 2023: অবশ্যই কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান বা বোর্ড থেকে দশম শ্রেণি পাশ করতে হবে।
Jan 02, 2023 | 7:08 AM
নতুন বছরে কর্মপ্রার্থীদের জন্য দারুণ খবর। রাজ্যে সরকারি ক্ষেত্রে তৈরি হচ্ছে কর্মসংস্থানের একাধিক সুযোগ। চাকরির এমনই সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন।
1 / 7
প্রতীকী ছবি
2 / 7
ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২৮ জানুয়ারি, ২০২৩ অবধি এই শূন্যপদে আবেদন করা হবে। অনলাইনেই আবেদন করা যাবে।
3 / 7
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীতে অবশ্যই কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান বা বোর্ড থেকে দশম শ্রেণি পাশ করতে হবে।
4 / 7
বয়সসীমা- এই শূন্যপদে আবেদন করার সর্বনিম্ন বয়সসীমা হল ১৮ বছর। সর্বাধিক ৪০ বছর বয়স অবধি এই পদে আবেদন করা যাবে।
5 / 7
আবেদন ফি- অনলাইনে এই শূন্যপদে আবেদন করার জন্য ২০০ টাকা করে আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের মাত্র ৫০ টাকা আবেদন ফি দিতে হবে।
6 / 7
এমকিকিউ পদ্ধতিতে লিখিত ও ব্যক্তিত্ব পরীক্ষার মাধ্যমে যোগ্য আবেদনকারীদের বেছে নেওয়া হবে।