ভিকি কৌশল- ২০২২ সালের শুরুতেই ঘটে বিপত্তি। রাস্তার মাঝে লুকাছুপি ২ ছবির শুটিং করছিলেন ভিকি কৌশল ও সারা আলি খান। শুটিং সেটে ব্যবহার করা স্কুটারের নম্বর মিলে যায় এক স্থানীয় ব্যক্তির সঙ্গে। তারপরই দায়ের এফআইআর।
ভিকি নাকি 'উরি'র চিত্রনাট্যের সঙ্গে একাত্ম হতে পারছিলেন না শুরুতে। কিন্তু পরে মন ঠিক করে ফেলেন। পরবর্তীকালে 'উরি' হিট করে এবং ভিকি পেয়ে যান সেরা অভিনেতার জাতীয় পুরস্কার।
'৮৩'' ছবিতে কাজ করতে মানা করেছিলেন ভিকি। তিনি দ্বিতীয় লিডে কাজ করতে চাননি।
'ভাগ মিলখা ভাগ' ছবিতে অডিশন দিয়েছিলেন ভিকি। কিন্তু তিনি মনোনীত হননি। তারপর তিনি 'মাসান'-এ অভিনয় করেন এবং ভিকিকে একজন ভাল অভিনেতা হিসেবে দর্শক গ্রহণ করে নেন।
'স্ত্রী' ছবির অফার ছিল ভিকির কাছে। কিন্তু কোনও এক অজানা কারণে তিনি সেই ছবিতে কাজ করতে রাজি ছিলেন না।
ভিকি কৌশল ক্যাটরিনা- ভিকি ও ক্যাটরিনার মধ্যে বয়সের ফারাক যদিও খুব বেশি নয়। ৫ বছরের বড় ক্যাটরিনা ভিকি কৌশলের থেকে। ২০২১ সালে রাজকীয় বিয়ের আসর বসেছিল এই জুটির।