Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Holy Basil: বাড়িতে তুলসী গাছ আছে? বৈশাখ মাসে এই নিয়মগুলি মানলে আর্থিক সমৃদ্ধি আসবেই…

Tulsi Plant: বৈশাখ মাস হিন্দু মতে খুব শুভ। আর তাই এই মাস জুড়েই তুলসি গাছের বিশেষ পুজো করা হয়। জানুন কেন বৈশাখ মাসে কেন রোজ তুলসি গাছে জল দেবেন

| Edited By: | Updated on: May 10, 2022 | 5:27 PM
হিন্দু শাস্ত্র মতে তুলসি গাছ খুবই পবিত্র। শাস্ত্র মতে বলা হয়, ঘরের প্রবেশদ্বারে তুলসি গাছ রাখতে পারলে গৃহশান্তি বজায় থাকে। স্নান সেরে তুলসি তলায় ধূপ দেখানো এর সন্ধ্যেতে তুলসী তলায় প্রদীপ দেওয়ার রীতি যুগ যুগ ধরে চলে আসছে। বাড়ির মেয়েরাই মূলত এই দায়িত্ব পালন করে থাকেন। বাড়ি এখন বদলে গিয়েছে বহুতলে। ফলে বাড়িতে আলাদা করে তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করার জায়গা নেই। কিন্তু ফ্ল্যাটের বারন্দাতেও অনেকে তুলসি গাছ রাখেন। নিয়মিত জলও দেন। কিন্তু জানেন কি রোজ তুলসি গাছে জল দিতে নেই?

হিন্দু শাস্ত্র মতে তুলসি গাছ খুবই পবিত্র। শাস্ত্র মতে বলা হয়, ঘরের প্রবেশদ্বারে তুলসি গাছ রাখতে পারলে গৃহশান্তি বজায় থাকে। স্নান সেরে তুলসি তলায় ধূপ দেখানো এর সন্ধ্যেতে তুলসী তলায় প্রদীপ দেওয়ার রীতি যুগ যুগ ধরে চলে আসছে। বাড়ির মেয়েরাই মূলত এই দায়িত্ব পালন করে থাকেন। বাড়ি এখন বদলে গিয়েছে বহুতলে। ফলে বাড়িতে আলাদা করে তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করার জায়গা নেই। কিন্তু ফ্ল্যাটের বারন্দাতেও অনেকে তুলসি গাছ রাখেন। নিয়মিত জলও দেন। কিন্তু জানেন কি রোজ তুলসি গাছে জল দিতে নেই?

1 / 5
তবে তুলসি গাছের গোড়া সব সময় ভেজা রাখতে বলা হয়। যাতে শুকিয়ে না থাকে। জ্যোতিষ বিজ্ঞানীদের মতে রবিবার, একাদশী, সূর্যগ্রহণের দিন তুলসিগাছে জল দিতে নেই।

তবে তুলসি গাছের গোড়া সব সময় ভেজা রাখতে বলা হয়। যাতে শুকিয়ে না থাকে। জ্যোতিষ বিজ্ঞানীদের মতে রবিবার, একাদশী, সূর্যগ্রহণের দিন তুলসিগাছে জল দিতে নেই।

2 / 5
শাস্ত্রে বলা হয় দুর্ভোগ কাটাতে সব সময় বাড়ির উত্তর দিকে তুলসি গাছ রাখবেন। নিয়ম মেনে সকালে জল আর সন্ধ্যেতে প্রদীপ জ্বালুন। তবে কখনই টবের মধ্যে ধূপকাঠি দেবেন না। পাশে অন্য কোনও থালায় ধূপকাঠি জ্বালুন।

শাস্ত্রে বলা হয় দুর্ভোগ কাটাতে সব সময় বাড়ির উত্তর দিকে তুলসি গাছ রাখবেন। নিয়ম মেনে সকালে জল আর সন্ধ্যেতে প্রদীপ জ্বালুন। তবে কখনই টবের মধ্যে ধূপকাঠি দেবেন না। পাশে অন্য কোনও থালায় ধূপকাঠি জ্বালুন।

3 / 5
বৈশাখ মাসকে মাধব মাসও বলা হয়। পদ্মপুরাণে বলা হয়েছে এই মাসে সাদা তুলসির পুজো করলে ( জলের ধারা) গেলক বৃন্দাবনে প্রবেশ করা যায়।

বৈশাখ মাসকে মাধব মাসও বলা হয়। পদ্মপুরাণে বলা হয়েছে এই মাসে সাদা তুলসির পুজো করলে ( জলের ধারা) গেলক বৃন্দাবনে প্রবেশ করা যায়।

4 / 5
রোজ বাড়ির ঠাকুরকে তুলসি দিন। চন্দন, গঙ্গাজল-সহকারে এই পুজো সারুন।  তাহলে বৈকুন্ঠে ভগবানের নিত্যসেবা লাভ করা যায়। বৈশাখ, কার্তিক আর মাঘ মাসে প্রাতঃস্নান সারার পরামর্শ দেওয়া হয়। সূর্য উদয়ের ৪৮ মিনিটের মধ্যে স্নান করতে পারলে খুব ভাল।

রোজ বাড়ির ঠাকুরকে তুলসি দিন। চন্দন, গঙ্গাজল-সহকারে এই পুজো সারুন। তাহলে বৈকুন্ঠে ভগবানের নিত্যসেবা লাভ করা যায়। বৈশাখ, কার্তিক আর মাঘ মাসে প্রাতঃস্নান সারার পরামর্শ দেওয়া হয়। সূর্য উদয়ের ৪৮ মিনিটের মধ্যে স্নান করতে পারলে খুব ভাল।

5 / 5
Follow Us: