Ras Purnima 2023: রাধা-কৃষ্ণের লীলা কী? সনাতন ধর্ম অনুযায়ী আসল ইতিহাস জানুন
Radha-Krishna: রাসলীলা শব্দের অর্থ হল, এই শুভ তিথিতে শ্রীকৃষ্ণ, শ্রীরাধা ও গোপিনীদের সঙ্গে লীলাখেলা চলে। কথিত আছে, বস্ত্রহরণের দিন গোপিনীদের কাছে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন, পূর্ণিমা তিথিতে রাসলীলা পালন করবেন। সুমিষ্ট ও সুরেলা বংশীধ্বনিতে মুগ্ধ হয়ে গোপিনীরা মায়া-প্রেমে জড়িয়ে, সংসারের মোহ-যন্ত্রণা ত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন।
Most Read Stories