Excess Ice in Fridge: বাড়ির ফ্রিজে প্রতিদিনই অতিরিক্ত বরফ জমে যাচ্ছে? জেনে নিন সেটা সরিয়ে ফেলার উপায়…

আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতে ফ্রিজ রয়েছে। অনেক সময় ফ্রিজে অতিরিক্ত বরফ জমে যায়। এবার জেনে নিন ফ্রিজে অতিরিক্ত বরফ জমে গেলে যেসব বিষয়ে খেয়াল রাখতে হবে...

| Edited By: | Updated on: Jan 05, 2022 | 2:46 PM
ফ্রিজে বেশি বরফ জমলে তা প্লাস্টিক বা কাঠের চামচ দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে ফেলুন। এ ধরনের চামচ ব্যবহার করলে ফ্রিজের গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থকবে না।

ফ্রিজে বেশি বরফ জমলে তা প্লাস্টিক বা কাঠের চামচ দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে ফেলুন। এ ধরনের চামচ ব্যবহার করলে ফ্রিজের গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থকবে না।

1 / 6
থার্মোস্টেট যদি সঠিক তাপমাত্রায় অর্থাৎ শূন্য ডিগ্রি ফারেনহাইটে না থাকে, তাহলে অতিরিক্ত বরফ জমা হতে পারে ফ্রিজে। তাই প্রতি সপ্তাহে একবার থার্মোস্টেট পরীক্ষা করতে হবে।

থার্মোস্টেট যদি সঠিক তাপমাত্রায় অর্থাৎ শূন্য ডিগ্রি ফারেনহাইটে না থাকে, তাহলে অতিরিক্ত বরফ জমা হতে পারে ফ্রিজে। তাই প্রতি সপ্তাহে একবার থার্মোস্টেট পরীক্ষা করতে হবে।

2 / 6
বাড়ির দেওয়ালের সঙ্গে ফ্রিজ কখনও লাগিয়ে রাখবেন না। দেয়াল থেকে অন্তত এক ফুট দূরত্বে ফ্রিজ রাখুন। এতে ফ্রিজের কয়েল খুব সহজে ঠান্ডা থাকে।

বাড়ির দেওয়ালের সঙ্গে ফ্রিজ কখনও লাগিয়ে রাখবেন না। দেয়াল থেকে অন্তত এক ফুট দূরত্বে ফ্রিজ রাখুন। এতে ফ্রিজের কয়েল খুব সহজে ঠান্ডা থাকে।

3 / 6
আপনার ফ্রিজ খোলার পর কাজ শেষ করে দরজা যত দ্রুত সম্ভব ভালোভাবে বন্ধ করুন। কখোনেই ফ্রিজ খুলে রাখা যাবে না।

আপনার ফ্রিজ খোলার পর কাজ শেষ করে দরজা যত দ্রুত সম্ভব ভালোভাবে বন্ধ করুন। কখোনেই ফ্রিজ খুলে রাখা যাবে না।

4 / 6
কখনওই রান্না করা খাবার গরম থাকতে ফ্রিজে রাখা যাবে না। গরম খাবার আগে ভাল ভাবে ঠান্ডা করুন। এরপর ফ্রিজে রাখতে হবে।

কখনওই রান্না করা খাবার গরম থাকতে ফ্রিজে রাখা যাবে না। গরম খাবার আগে ভাল ভাবে ঠান্ডা করুন। এরপর ফ্রিজে রাখতে হবে।

5 / 6
ওয়াটার হিটার বা ওভেন বা চুলার পাশে রাখা যাবে না। কারণ বেশি গরমের মধ্যে থাকলে ফ্রিজে বরফ তৈরি হয়।

ওয়াটার হিটার বা ওভেন বা চুলার পাশে রাখা যাবে না। কারণ বেশি গরমের মধ্যে থাকলে ফ্রিজে বরফ তৈরি হয়।

6 / 6
Follow Us: