Cricketers obsession with beard: কোহলির চাপ দাড়ি, ধোনির কাঁচাপাকা; দাড়ির মহিমায় মজেছেন সৌরভও

ক্লিন শেভের যুগ অতীত। বাড়ি থেকে বেরনোর আগে, অফিস, ডেটে যাওয়ার আগে দাড়ি কামিয়ে বেরনোর যুগ আর নেই। বরং গালভর্তি চাপ দাড়িই এখন ট্রেন্ডিং। তাতেই পিছলে যাচ্ছে নারীমন।

| Edited By: | Updated on: Jan 31, 2023 | 8:00 AM
মুখ ভর্তি দাড়ি রাখার ট্রেন্ডকে দেশের জেন ওয়াইয়ের মধ্যে মহামারীর মতো ছড়িয়ে দিয়েছেন বিরাট কোহলি। বিরাটের মুখের দাড়ি তাঁর ব্যক্তিত্বকে যেন আরও ভালোভাবে ফুটিয়ে তোলে। কোহলিকে নকল করার প্রবণতা দেখা গিয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যেও। (ছবি:টুইটার)

মুখ ভর্তি দাড়ি রাখার ট্রেন্ডকে দেশের জেন ওয়াইয়ের মধ্যে মহামারীর মতো ছড়িয়ে দিয়েছেন বিরাট কোহলি। বিরাটের মুখের দাড়ি তাঁর ব্যক্তিত্বকে যেন আরও ভালোভাবে ফুটিয়ে তোলে। কোহলিকে নকল করার প্রবণতা দেখা গিয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যেও। (ছবি:টুইটার)

1 / 9
দাড়ি রাখার প্রবণতা হু হু করে ছড়িয়েছে ভারতীয় দলের অন্দরে। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে, মাঠে খেলা ১১ জন খেলোয়াড়ের মধ্যে ৯ জনেরই মুখে দাড়ি। জাতীয় দলের ভাইস ক্যাপ্টেন লোকেশ রাহুল মুখভর্তি দাড়ি নিয়েই বিয়ের পিঁড়িতে বসেছিলেন। (ছবি:টুইটার)

দাড়ি রাখার প্রবণতা হু হু করে ছড়িয়েছে ভারতীয় দলের অন্দরে। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে, মাঠে খেলা ১১ জন খেলোয়াড়ের মধ্যে ৯ জনেরই মুখে দাড়ি। জাতীয় দলের ভাইস ক্যাপ্টেন লোকেশ রাহুল মুখভর্তি দাড়ি নিয়েই বিয়ের পিঁড়িতে বসেছিলেন। (ছবি:টুইটার)

2 / 9
চুল, দাড়ি নিয়ে মহেন্দ্র সিং ধোনির মতো এক্সপেরিমেন্ট ভারতীয় দলের অন্য কোনও ক্রিকেটার যে করেননি, তা চোখবন্ধ করে বলে দেওয়া যায়। কাঁচাপাকা দাড়ি মাঝেমধ্যেই কলপ করে সুন্দরভাবে ট্রিম করেন মাহি। (ছবি:টুইটার)

চুল, দাড়ি নিয়ে মহেন্দ্র সিং ধোনির মতো এক্সপেরিমেন্ট ভারতীয় দলের অন্য কোনও ক্রিকেটার যে করেননি, তা চোখবন্ধ করে বলে দেওয়া যায়। কাঁচাপাকা দাড়ি মাঝেমধ্যেই কলপ করে সুন্দরভাবে ট্রিম করেন মাহি। (ছবি:টুইটার)

3 / 9
সম্প্রতি মাহিকে এই লুকে দেখা গিয়েছে। সাদা দাড়িতে ঢেকে গিয়েছে মাহির মুখ। আইপিএলের মাঠেও কি এই লুক দেখা যাবে?

সম্প্রতি মাহিকে এই লুকে দেখা গিয়েছে। সাদা দাড়িতে ঢেকে গিয়েছে মাহির মুখ। আইপিএলের মাঠেও কি এই লুক দেখা যাবে?

4 / 9
দীর্ঘদিন ধরে দলের বাইরে জসপ্রীত বুমরা। চোট আঘাতে ভুগছেন জাতীয় দলের মুখ্য পেসার। যদিও দাড়ি নিয়ে বুমরার স্টাইল অন পয়েন্ট।(ছবি:টুইটার)

দীর্ঘদিন ধরে দলের বাইরে জসপ্রীত বুমরা। চোট আঘাতে ভুগছেন জাতীয় দলের মুখ্য পেসার। যদিও দাড়ি নিয়ে বুমরার স্টাইল অন পয়েন্ট।(ছবি:টুইটার)

5 / 9
বিরাট কোহলির দাড়ি রাখার স্টাইলের সঙ্গে মিল রয়েছে রবীন্দ্র জাডেজার। গোঁফ পাকিয়ে মাঠে নামেন তিনি। (ছবি:টুইটার)

বিরাট কোহলির দাড়ি রাখার স্টাইলের সঙ্গে মিল রয়েছে রবীন্দ্র জাডেজার। গোঁফ পাকিয়ে মাঠে নামেন তিনি। (ছবি:টুইটার)

6 / 9
বাংলার পেসার মহম্মদ সামির গালভর্তি দাড়ি ও গোঁফ। এতে চেহারায় ভারিক্কি ভাব আসে।(ছবি:টুইটার)

বাংলার পেসার মহম্মদ সামির গালভর্তি দাড়ি ও গোঁফ। এতে চেহারায় ভারিক্কি ভাব আসে।(ছবি:টুইটার)

7 / 9
ট্রেন্ডে গা ভাসিয়ে দাড়িতে মজেছেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও। গতবছর দুর্গাপুজোর আগে ক্লিন শেভ লুক ছেড়ে খোঁচা খোঁচা দাঁড়ি দেখা যায় সৌরভের গালে। (ছবি:টুইটার)

ট্রেন্ডে গা ভাসিয়ে দাড়িতে মজেছেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও। গতবছর দুর্গাপুজোর আগে ক্লিন শেভ লুক ছেড়ে খোঁচা খোঁচা দাঁড়ি দেখা যায় সৌরভের গালে। (ছবি:টুইটার)

8 / 9
চাপ দাড়িতে হ্যান্ডসাম লুক আসে। এর পাশাপাশি রোজ দাড়ি কামানোর ঝামেলা থেকেও মুক্তি পাওয়া যায়। বিরাট, লোকেশদের দাড়ি-প্রীতির পিছনে এটাই কারণ নয়তো? (ছবি:টুইটার)

চাপ দাড়িতে হ্যান্ডসাম লুক আসে। এর পাশাপাশি রোজ দাড়ি কামানোর ঝামেলা থেকেও মুক্তি পাওয়া যায়। বিরাট, লোকেশদের দাড়ি-প্রীতির পিছনে এটাই কারণ নয়তো? (ছবি:টুইটার)

9 / 9
Follow Us: