AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Garuda Purana: মহিলারা সাবধান! গরুড় পুরাণ মতে নরকবাস এড়াতে চাইলে ভুলেও করবেন না এই কাজগুলি

গরুড় পুরাণে ধর্ম-কর্মর পাশাপাশি নীতি-নিয়ম, যমলোক যাত্রা এবং মৃত্যুর পর স্বর্গ ও নরকবাস নিয়ে নানা কথা বলা হয়েছে। যারা শাস্ত্র মানেন, তারা এই গরুড় পুরাণে উল্লেখ থাকা কথাতেও বিশ্বাস করেন।

Garuda Purana: মহিলারা সাবধান! গরুড় পুরাণ মতে নরকবাস এড়াতে চাইলে ভুলেও করবেন না এই কাজগুলি
মহিলারা সাবধান! গরুড় পুরাণ মতে নরকবাস এড়াতে চাইলে ভুলেও করবেন না এই কাজগুলিImage Credit: Pinterest
| Updated on: Aug 07, 2025 | 8:48 PM
Share

হিন্দু ধর্মে রয়েছে ১৮টি মহাপুরাণ। যার মধ্যে অন্যতম গরুড় পুরাণ। এই পুরাণে উল্লেখ করা জ্ঞান, নীতি মেনে চললে অনেক মানুষের জীবন সুখের হয়। এই গরুড় পুরাণে বেশ কিছু কাজের কথা উল্লেখ করা হয়েছে, যা করলে যে কোনও মহিলা অর্থকষ্টে ভোগেন, পাশাপাশি সেই মহিলাদের নরকবাস আটকানো কঠিন। অজান্তেই সেই কাজগুলি আপনিও করছেন না তো! চট করে চোখ বুলিয়ে নিন।

আসলে গরুড় পুরাণে ধর্ম-কর্মর পাশাপাশি নীতি-নিয়ম, যমলোক যাত্রা এবং মৃত্যুর পর স্বর্গ ও নরকবাস নিয়ে নানা কথা বলা হয়েছে। যারা শাস্ত্র মানেন, তারা এই গরুড় পুরাণে উল্লেখ থাকা কথাতেও বিশ্বাস করেন। গরুড় পুরাণে বলা হয়েছে, যদি কোনও মহিলা কাউকে খাদ্য দান না করেন, তা হলে তার মৃত্যুর পর নরকবাস হতে পারে। আসলে যে কোনও জিনিস দান করাকে অনেকেই মনে করেন খুবই পুণ্যের কাজ।

গরুড় পুরাণে বলা হয়েছে যে, কোনও মহিলার কখনও কাউকে কোনওরকম অপমান করা উচিত নয়। সেইসঙ্গে কঠিন ও অপ্রীতিকর কথা বলাও অনুচিত। নিজের বলা কথায় যেন অন্য কারও মনে আঘাত না লাগে, সেইদিকে খেয়াল রাখতে হবে। উল্লেখ্য, কোনও মহিলা ক্ষুধার্ত ও দুঃস্থ ব্যক্তিকে যদি সামর্থ্য অনুযায়ী খাবার দান করেন, তা হলে মৃত্যুর পর তার নরকবাসের সম্ভবনা অনেকটাই কম থাকে।

বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা গরুড় পুরাণ থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।