AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vastu Shastra: সুখ-শান্তি বজায় রাখতে বাড়ির কোথায় রাখবেন পরিবারের ছবি? বাস্তুশাস্ত্র বলছে…

Vastu Tips: বাস্তুশাস্ত্র মতে পরিবারের ছবি শুধু স্মৃতি নয়, ঘরের শক্তি ও সম্পর্কের ভারসাম্যও প্রভাবিত করে। তাই ভুল জায়গায় পরিবারের সদস্যদের ছবি রাখলে সংসারে অশান্তি, কলহ বা অকারণ দুশ্চিন্তা বাড়তে পারে।

Vastu Shastra: সুখ-শান্তি বজায় রাখতে বাড়ির কোথায় রাখবেন পরিবারের ছবি? বাস্তুশাস্ত্র বলছে...
সুখ-শান্তি বজায় রাখতে কোথায় রাখবেন পরিবারের ছবি? বাস্তুশাস্ত্র বলছে...Image Credit: Pinterest
| Updated on: Sep 07, 2025 | 2:33 PM
Share

ঘরের সাজসজ্জায় অনেকেই পরিবারের ছবি টাঙান। এমনটা করা হলে ঘরে উষ্ণতা ও আবেগের ছোঁয়া আসে। তবে বাস্তুশাস্ত্র (Vastu Shastra) মতে পরিবারের ছবি শুধু স্মৃতি নয়, ঘরের শক্তি ও সম্পর্কের ভারসাম্যও প্রভাবিত করে। তাই ভুল জায়গায় পরিবারের সদস্যদের ছবি রাখলে সংসারে অশান্তি, কলহ বা অকারণ দুশ্চিন্তা বাড়তে পারে। আর সঠিক দিকে পরিবারের সদস্যদের ছবি রাখলে মিলেমিশে থাকা, ভালবাসা ও সুখ, শান্তি আরও বেড়ে যায়। এই সংক্রান্ত বাস্তু টিপস জেনে নিন।

পরিবারের ছবি রাখার জন্য শুভ দিক

  • পূর্ব দিক – পরিবারের ছবি পূর্ব দিকে রাখলে ঘরে ইতিবাচক শক্তি আসে। পূর্ব দিক সূর্যের দিক। তাই ছবি থেকে আলো-উজ্জ্বলতার প্রতিফলন হয়।
  • উত্তর দিক – এই দিক অর্থ ও উন্নতির প্রতীক। পরিবারের ছবি এখানে রাখলে পারিবারিক সম্পর্কে স্থিতি এবং শান্তি আসে।
  • দক্ষিণ-পশ্চিম – এই দিকে বাড়ির ছবি রাখলে সম্পর্ক মজবুত হয় এবং ভালবাসা বাড়ে।

মাথায় রাখবেন বসার ঘর পরিবারের ছবি রাখা ভাল। পরিবারের আনন্দমুখর ছবি বসার ঘরে রাখলে অতিথি ও সদস্যদের মধ্যে ইতিবাচকতা বজায় থাকে। সেই ছবির মাধ্যমে সংসারের ঐক্য প্রকাশ পায়। এ ছাড়া বেডরুমে দক্ষিণ-পশ্চিম কোণে পরিবারের ছবি রাখা যায়। এই দিকটিকে সম্পর্কের জন্য শুভ ধরা হয়। তাই এখানে ছবি রাখলে দাম্পত্য ও পরিবারের বন্ধন আরও দৃঢ় হয়।

জানেন বাড়ির কোথায় পরিবারের ছবি রাখা উচিত নয়?

রান্নাঘর বা বাথরুমের কাছে, সিঁড়ির নিচে এবং দক্ষিণ দেওয়ালে পরিবারের ছবি রাখা অনুচিত। এর ফলে মতবিরোধ বাড়তে পারে। এ ছাড়া ভাঙা ফ্রেম বা পুরোনো বিবর্ণ ছবি কখনও বাড়ির দেওয়ালে রাখবেন না। সব সময় ফ্রেম মজবুত ও পরিষ্কার রাখতে হবে। সাদা-কালোর চেয়ে রঙিন ছবি ভাল, এতে প্রাণবন্ত শক্তি ছড়ায়। বাস্তুশাস্ত্র মতে, পরিবারের ছবি সঠিক জায়গায় রাখলে ঘরে শান্তি, সৌহার্দ্য ও ইতিবাচক শক্তির প্রবাহ ঘটে।

বিশেষ দ্রষ্টব্য – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।