Vastu Shastra: সিঁড়ির নীচে জমাচ্ছেন বাড়ির যত আবর্জনা? বড় বিপদ হতে পারে, জানুন কী বলছে বাস্তুশাস্ত্র?
Vastu Tips: বাস্তুশাস্ত্র ও স্বাস্থ্যবিধি—দুটো দিক থেকেই সিঁড়ির নীচে কিছু জিনিস রাখা একেবারেই ঠিক নয়। এতে ঘরে নেতিবাচক শক্তি জমে এবং সংসারে অশান্তি, রোগব্যাধি এমনকি আর্থিক ক্ষতিও হতে পারে।

অনেক বাড়িতেই সিঁড়ির নীচের খালি জায়গাকে স্টোররুম হিসেবে ব্যবহার করা হয়। জায়গার অভাবে সেখানে নানা ধরনের জিনিসপত্র ফেলে রাখা হয়—ভাঙা আসবাব, পুরনো জামাকাপড়, জুতো থেকে শুরু করে নানা রকম অপ্রয়োজনীয় সামগ্রী। কিন্তু বাস্তুশাস্ত্র ও স্বাস্থ্যবিধি—দুটো দিক থেকেই সিঁড়ির নীচে কিছু জিনিস রাখা একেবারেই ঠিক নয়। এতে ঘরে নেতিবাচক শক্তি জমে এবং সংসারে অশান্তি, রোগব্যাধি এমনকি আর্থিক ক্ষতিও হতে পারে।
১. ভাঙা আসবাব বা লোহালক্কড়
পুরনো চেয়ার, টেবিল, খাট বা লোহালক্কড় সিঁড়ির নীচে রাখা হলে ঘরে স্থবির শক্তি জমে। বাস্তুশাস্ত্র মতে, ভাঙা জিনিস জীবনে অগ্রগতিকে বাধাগ্রস্ত করে এবং কর্মজীবনে বারবার ব্যর্থতা ডেকে আনে।
২. অপ্রয়োজনীয় জুতো বা স্যান্ডেল
অনেকে পুরনো বা ছেঁড়া জুতো সিঁড়ির নীচে রেখে দেন। এটি খুবই অশুভ বলে ধরা হয়। বিশ্বাস করা হয়, এতে ঘরে রোগব্যাধি বাড়ে এবং পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি প্রবল হয়। এছাড়া দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশও নষ্ট করে।
৩. ঝাড়ু বা নোংরা পরিষ্কার করার জিনিস
ঝাড়ু বা ময়লা পরিষ্কারের সরঞ্জাম সিঁড়ির নীচে রাখলে অর্থপ্রবাহে বাধা সৃষ্টি হয়। বাস্তুশাস্ত্রে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয়। তাই এর অপমান হলে আর্থিক ক্ষতি হয়।
৪. গ্যাস সিলিন্ডার বা দাহ্য পদার্থ
সিঁড়ির নীচে গ্যাস সিলিন্ডার, কেরোসিন বা দাহ্য পদার্থ রাখা অত্যন্ত বিপজ্জনক। এতে অগ্নিকাণ্ডের ঝুঁকি বেড়ে যায় এবং পরিবারের সুরক্ষার জন্য এটি মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে।
৫. জলভর্তি ড্রাম বা পাত্র
সিঁড়ির নীচে জলভর্তি ড্রাম বা বালতি রাখলে পরিবেশে স্যাঁতসেঁতে ভাব জন্মায়। এতে ঘরে ছত্রাকের বৃদ্ধি হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাস্তুশাস্ত্র মতে, এটি মানসিক অস্থিরতা এবং পারিবারিক কলহ বাড়ায়।
৬. দেবতার ভাঙা মূর্তি বা ধর্মীয় বইপত্র
অনেক সময় মানুষ ভাঙা মূর্তি বা পুরনো ধর্মগ্রন্থ কোথায় রাখবেন বুঝতে না পেরে সিঁড়ির নীচে রেখে দেন। এটি অশুভ ও অশ্রদ্ধার কাজ। এতে পরিবারের আধ্যাত্মিক শান্তি নষ্ট হয় এবং ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারে না।
৭. পুরনো জামাকাপড় ও বিছানাপত্র
অপ্রয়োজনীয় জামাকাপড় বা বিছানাপত্র জমিয়ে রাখলে সেগুলো ধুলো-ময়লা ও জীবাণুর আঁতুড়ঘর হয়ে ওঠে। এতে ঘরের পরিবেশ নষ্ট হয় এবং শ্বাসকষ্ট, অ্যালার্জির মতো সমস্যা বাড়তে পারে।
৮. বিদ্যুতের যন্ত্রপাতি
ভাঙা টিভি, ফ্রিজ বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্র সিঁড়ির নীচে রাখা উচিত নয়। এগুলো নেতিবাচক শক্তি আকর্ষণ করে এবং পরিবারের সদস্যদের মানসিক চাপ বাড়ায়।
