Lunar Eclipse 2025: চন্দ্রগ্রহণ ও গর্ভাবস্থা, বিশ্বাস বনাম সত্যের পর্দা ফাঁস!
Chandra Grahan 2025: আজ, রবিবার ৭ সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণকে ঘিরে নিয়ম-কানুনের বেশিরভাগই ঐতিহ্যনির্ভর, বিজ্ঞানসম্মত নয়। তবে গর্ভবতী মহিলাদের জন্য মূল বিষয় হল শরীর এবং মনের যত্ন নেওয়া।

ভারতীয় সংস্কৃতিতে চন্দ্রগ্রহণকে ঘিরে বহু বিশ্বাস প্রচলিত আছে। বিশেষত গর্ভবতী মহিলাদের জন্য এই সময় বেশ কিছু নিয়ম মানার পরামর্শ দেওয়া হয়। যদিও এর অনেকটাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, তারপরও প্রাচীনকাল থেকে চলে আসা কিছু সাবধানতা আজও অনেক পরিবারে মানা হয়। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক চন্দ্রগ্রহণে (Chandra Grahan) গর্ভবতী মহিলারা কী করবেন, আর এই সময় কী করবেন না।
চন্দ্রগ্রহণে গর্ভবতী মহিলারা কী কী করবেন?
- বাড়ির ভেতরে থাকা – চন্দ্রগ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের বাড়ির বাইরে না বেরোনোই ভাল।
- আরামদায়ক অবস্থায় থাকা – যে সময় চন্দ্রগ্রহণ চলবে, তখন গর্ভবতী মহিলাদের শরীর ও মনকে শান্ত রাখার চেষ্টা করতে হবে।
- প্রার্থনা বা ধ্যান করা – চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলারাদের মানসিক প্রশান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে।
- গ্রহণ শেষে স্নান করা – বাড়ির অন্য ব্যক্তিদের মতো গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে শুদ্ধতার প্রতীক হিসেবে গ্রহণের পরে স্নান করে পরিষ্কার পোশাক পরার প্রথা প্রচলিত।
চন্দ্রগ্রহণে গর্ভবতী মহিলারা কী কী করবেন না?
- তীক্ষ্ণ জিনিস ব্যবহার করবেন না – এই সময় কাঁচি, ছুরি বা সূঁচ ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়।
- অন্য কাজে অতিরিক্ত পরিশ্রম করবেন না – এই সময় বিশ্রাম না নিলে শরীরে চাপ পড়তে পারে।
- গ্রহণের সময় খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন – অনেকেই বিশ্বাস করেন গ্রহণের সময়ে খাবার অশুদ্ধ হয়ে যায়। তাই এ সময় খাবার না খাওয়াই ভাল।
- পেটে হাত দেওয়া বা শোয়া থেকে বিরত থাকুন – অনেকের বিশ্বাস এর ফলে গর্ভে থাকা ভ্রুণের ক্ষতি হতে পারে।
- অতিরিক্ত ভয় বা দুশ্চিন্তা করবেন না – কারণ মানসিক চাপ হলে গর্ভবতী মহিলা ও ভ্রূণ দুজনের জন্যই নাকি ক্ষতিকর।
চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কী করা উচিত নয়, এই প্রসঙ্গে একদিকে রয়েছে মিথ, অপরদিকে বিজ্ঞান। নিম্নে এই প্রসঙ্গে মিথ বনাম বিজ্ঞানের ব্যাখ্যা দেওয়া হল।
১) মিথ: চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলা সূঁচ বা ছুরি ব্যবহার করলে শিশুর শরীরে দাগ পড়তে পারে।
বিজ্ঞান: এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। শিশুর গঠনে চন্দ্রগ্রহণ সরাসরি প্রভাব ফেলে না।
২) মিথ: গ্রহণের সময় খাওয়া-দাওয়া করলে শিশুর ক্ষতি হতে পারে।
বিজ্ঞান: খাবার অশুদ্ধ হয়ে যায় এমন বৈজ্ঞানিক কোনও প্রমাণ নেই। তবে অনেক সময় গ্রহণ চলাকালে দীর্ঘক্ষণ না খাওয়ার কারণে দুর্বলতা দেখা দিতে পারে।
৩) মিথ: গ্রহণের আলো গর্ভস্থ শিশুর ক্ষতি করে।
বিজ্ঞান: চন্দ্রগ্রহণ আসলে পৃথিবীর ছায়া পড়া মাত্র। এর আলো বা বিকিরণ গর্ভস্থ শিশুর উপর ক্ষতিকর প্রভাব ফেলে এমন কোনও বৈজ্ঞানিক তথ্য নেই।
চন্দ্রগ্রহণকে ঘিরে নিয়ম-কানুনের বেশিরভাগই ঐতিহ্যনির্ভর, বিজ্ঞানসম্মত নয়। তবে গর্ভবতী মহিলাদের জন্য মূল বিষয় হল শরীর এবং মনের যত্ন নেওয়া। এক্ষেত্রে নিজের ও গর্ভস্থ ভ্রুণের অবস্থা যাতে ভাল থাকে, তার জন্য চিকিৎসকের পরামর্শ সব সময় প্রাধান্য পাওয়া উচিত।
