Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Diwali 2023: দীপান্বিতায় লক্ষ্মী পুজোর সময় এই ৩ জিনিস অবশ্যই রাখুন, সংসার থাকবে সোনায় মোড়া

Puja Rules: দীপাবলির উত্সব ধনতেরাস থেকে শুরু হয়, চলে ভাইফোঁটা পর্যন্ত। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এ বছর ১২ নভেম্বর পালিত হবে দীপাবলি উৎসব। এ দিনে দেবী লক্ষ্মীকে বিশেষভাবে পুজো করা হয়।

Diwali 2023: দীপান্বিতায় লক্ষ্মী পুজোর সময় এই ৩ জিনিস অবশ্যই রাখুন, সংসার থাকবে সোনায় মোড়া
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2023 | 4:22 PM

প্রথা অনুযায়ী, কালী পুজোর দিন অনেক বাঙালির বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজোও হয়। ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালী পুজো করার রীতি রয়েছে। দিওয়ালিতে লক্ষ্মীপুজো হিন্দুদের কাছে একটি অন্যতম উতর্‍সব। মনে করা হয়, এই শুভ দিনে লক্ষ্মীর আরাধনা করলে ধনসম্পদে ভরে উঠবে সংসার। সোনার সংসার থাকবে গোটা বছর। দীপাবলির রাতে গোটা বাড়ি ও বাড়ির আশেপাশে প্রদীপ জ্বালিয়ে রাখা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রথা অনুযায়ী, দীপান্বিতা অমবস্যায় অনেক বাড়িতেই দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। আর এই দেবী হলেন অলক্ষ্মীকে দূর করার পুজো। কোজাগরী লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মীর বন্দনা করার সঙ্গে সঙ্গে অলক্ষ্মীরও প্রবেশ ঘটে। তাই কালীপুজোর দিন সেই অলক্ষ্মীকে নাশ করে শুভ ও পজিটিভ শক্তির প্রবেশ করার জন্য এই বিশেষ পুজো করা হয়। দীপাবলির উত্সব ধনতেরাস থেকে শুরু হয়, চলে ভাইফোঁটা পর্যন্ত। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এ বছর ১২ নভেম্বর পালিত হবে দীপাবলি উৎসব। এ দিনে দেবী লক্ষ্মীকে বিশেষভাবে পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে যারা কালীপুজোর দিন অলক্ষ্মীকে বিনাশ করতে লক্ষ্মীর আরাধনা করেন, তাদের ঘরে সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ বর্ষণ করেন ধনলক্ষ্মী।

দীপান্বিতা অমাবস্যায় লক্ষ্মী পুজো করার সময় কোন কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ

– কড়ি ও গোমতী চক্র হল দেবী লক্ষ্মীর খুব প্রিয়। দীপাবলিতে লক্ষ্মী পুজোর সময় পুজোয় ৫টি হলুদ কড়ি ও ৯টি গোমতী চক্র রেখে দিতে পারেন। পরের দিন এই কড়ি ও গোমতী চক্রগুলিকে একটি লাল কাপড়ে বেঁধে নিরাপদে রাখুন। মনে করা হয়, এই নিয়ম মেনে চললে ভক্তদের কখনও অর্থভাণ্ডার খালি থাকে না।

– দীপাবলির রাতে পদ্মের মালা দিয়ে ‘ওম কমলায় নমঃ’ মন্ত্রটি ৪১ বার জপ করা উচিত। এই বিশেষ দিনে ও রাতে পরিষ্কার ও নতুন পোশাক পরুন। এছাড়া মহালক্ষ্মী স্তোত্র, বিষ্ণু সহস্রনাম, গোপাল সহস্রনাম পাঠ করতে পারেন। এর মাধ্যমে লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপর বর্ষিত হবে।

– দীপাবলির দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অখণ্ড প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন। দীপাবলির শুভ সময়ে বাড়িতে বা আপনার কর্মস্থলে শ্রীযন্ত্র ও মহালক্ষ্মী যন্ত্র স্থাপন করতে পারেন। তা আপনার জন্য শুভ বলে চিহ্নিত হতে পারে। এর জেরে লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা ভক্তদের উপর বজায় থাক। জীবনে ও কর্মক্ষেত্রে সাফল্যে শীর্ষে থাকবেন ওই ব্যক্তি।