Diwali Puja Muhurat 2023: আলোর রোশাইয়েই শুভশক্তির সৃষ্টি! দীপাবলিতে কখন করবেন লক্ষ্মীর আরাধনা?
Diwali Puja Muhurat: সাধারণত কার্তিক মাসের অমাবস্যার দিনে দীপাবলি উৎসব পালিত হয়। এবারের অমাবস্যা তিথি পড়েছে ১২ নভেম্বর দুপুর ২টা ৪৩ মিনিট থেকে । চলবে পরের দিন ১৩ নভেম্বর রাত ১২টা ৫৬ মিনিট পর্যন্ত। দীপাবলির দিনে অনেকেই লক্ষ্মী পূজার বিশেষ গুরুত্ব দেন।

প্রথা মেনে কালীপুজো বা দীপাবলির দিন বাঙালির ঘরে ঘরে লক্ষ্মীপুজোর আয়োজন করা হয়। ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যা তিথিতে পালিত হয় দীপাবলি উত্সব। সেদিন শাক্ত বাঙালিরা কালীপুজো মেতে ওঠেন। সারা দেশজুড়েই এদিন আলোর উত্সবে মেতে ওঠে। শুধু লক্ষ্মী নয়, গণেশ, শ্রীরাম, সীতা, হনুমানেরও পুজো করা হয়। বিশ্বাস করা হয়, এদিন গণেশ ও লক্ষ্মী, উভয়কেই একসঙ্গে পুজো করেলে ধনসম্পদেরও বন্যা নেমে আসে পরিবারে। এ বছর ক্যালেন্ডার দেখে অনেকেরই প্রশ্ন জেগেছে, দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভসময় কখন পালিত হবে? ১২ নাকি ১৩ নভেম্বর, এ নিয়ে বিভ্রান্তি রয়েছেই।
সাধারণত কার্তিক মাসের অমাবস্যার দিনে দীপাবলি উৎসব পালিত হয়। এবারের অমাবস্যা তিথি পড়েছে ১২ নভেম্বর দুপুর ২টা ৪৩ মিনিট থেকে । চলবে পরের দিন ১৩ নভেম্বর রাত ১২টা ৫৬ মিনিট পর্যন্ত। দীপাবলির দিনে অনেকেই লক্ষ্মী পূজার বিশেষ গুরুত্ব দেন। এই লক্ষ্মী সাধারণত অলক্ষ্মীকে বিনাশ করার উত্সব।
দীপাবলি লক্ষ্মী পুজোর শুভ সময়
১২ নভেম্বর প্রদোষ কাল পূজার সময়: বিকাল ৫টা ২৯ মিনিট থেকে ৮টা ৮ মিনিট পর্যন্ত।
১২ নভেম্বর বৃষ আরোহণ: সন্ধ্যে ৬টা ৯ মিনিট থেকে বেলা ৮টা ৪ মিনিট পর্যন্ত।
দীপাবলির দিনে চোঘদিয়া মুহুর্তা পড়েছে ১২ নভেম্বর: দুপুর ২টো ৪৪ মিনিট থেকে ২টো ৪৭ মিনিট পর্যন্ত।
বাড়িতে লক্ষ্মী পুজোর শুভ সময়, অমৃত, চর চোঘদিয়া মুহুর্তা: বিকেল ৫টা ২৯মিনিট থেকে রাত ১০টা ২৬ মিনিট পর্যন্ত।
দীপাবলি পুজোর উপকরণ
দীপাবলির দিন লক্ষ্মী পুজোর আয়োজন করলে কোনও কিছু বাদ পড়েছে কিনা তা দেখে নিন। লক্ষ্মী পুজোর জন্য কী কী লাগবে? পুজোর আয়োজনের তালিকাগুলির মধ্যে রয়েছে, ধূপ, প্রদীপ, অক্ষত, কর্পূর, হলুদ, সিঁদুর, ফল, ফুল, পদ্ম পাতা, রৌপ্য মুদ্রা, আম্রপল্লব, গঙ্গাজল, চৌকি, কাজল লতা, যজ্ঞের জিনিসপত্র। এছাড়া ফুলের মালা, নারকেল, লবঙ্গ, মধু, পঞ্চামৃত, বাতাশা, পাঁচটি শুকনো ফল, মিষ্টি, সরষের তেল বা ঘি, মাটির প্রদীপ এবং কলা পাতা ইত্যাদি।
